ETV Bharat / technology

আগামী বছরে লঞ্চ করতে পারে সব থেকে স্লিম iPhone 17 Air

Apple এর iPhone 17 Air হবে বিশ্বের সবচেয়ে স্লিম ফোন। আগামী বছর লঞ্চ হতে পারে আইফোন 17 ৷ পরিবর্তন করা হবে সেলফি ক্যামেরার ৷

Apple Logo
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Tech Team

Published : 6 hours ago

হায়দরাবাদ: আগামী বছর লঞ্চ হতে চলেছে iPhone 17 Air ৷ যেটি বিশ্বের সবথেকে স্লিম ফোন বলে জানানো হয়েছে অ্যাপেলের তরফে ৷ চলতি বছরের সেপ্টম্বরে অ্যাপল সর্বশেষ আপডেট iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। এরপর আইফোন 17 কবে লঞ্চ করবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল ৷ তার মধ্যেই iPhone 17 লঞ্চে দিন ও সেটির ফিচার প্রকাশ্যে এসেছে ৷ iPhone 17 Air বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন এবং সবচেয়ে স্লিম স্মার্টফোন হিসেবে iPhone 6-এর রেকর্ড ভেঙে দেবে।

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

iPhone 17 সবচেয়ে স্লিম স্মার্টফোন

অ্যাপলের তরফে দাবি করা হয়েছে, আইফোন 17 এয়ারকে বিশ্বের সবচেয়ে স্লিমফোন হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ নতুন আইফোন 17 স্মার্টফোনের জগতে নতুন যুগের সূচনা করবে। আরও বলা হয়েছে, যে কোম্পানি এই নতুন সিরিজে লঞ্চের আগে বেশ কিছু পুরনো সিরিজ বন্ধ করতে চলেছে ৷ নতুন আইফোন 17 মাত্র 6 মিমি চওড়া হতে পারে ৷ এটি iPhone 17 Air নামে লঞ্চ করা হবে।

কি কি ফিচার আছে

আইফোন 17 সিরিজে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হতে পারে। এই সিরিজের প্রো মডেলগুলিতে টাইটানিয়াম বডি ব্যবহার করা হবে। ফোনটির সম্ভাব্য ফিচার আর কি থাকতে পারে, তা নিয়েও টেকস্য়াভিদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে । iPhone 17 Air 6.6-ইঞ্চি ডিসপ্লে-সহ আসতে পারে। এতে A19 Bionic চিপসেট থাকবে যা 3nm প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি এই সিরিজে 8GB RAM অফার করবে যা ডিভাইসটির পারফরম্যান্স আরও উন্নত করবে।

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

ক্যামেরা পরিবর্তন হতে পারে

বাজার বিশ্লেষক জেফ পু- প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের নতুন আইফোন সিরিজে সেলফি ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন করা হতে পারে। বর্তমানে, Apple সেলফি ক্যামেরার জন্য একটি 12MP লেন্স ব্যবহার করছে। কিন্তু নতুন সিরিজ iPhone 17 সেলফি ক্যামেরার জন্য 24MP লেন্স ব্যবহার করতে পারে। ব্যাক ক্যামেরাতেও পরিবর্তন আসবে ৷ 48 মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতে পারে আইফোন 17-এ। ফোনের ডিজাইনেও একটা পরিবর্তন দেখা যাবে। এতে AI ফিচার থাকবে। সাশ্রয়ী মূল্যে ফোনটি বাজারে আসবে বলেও জানানো হয়েছে ৷

ভারতে বিক্রি বেড়েছে স্মার্টফোনের, এগিয়ে অ্যাপল

হায়দরাবাদ: আগামী বছর লঞ্চ হতে চলেছে iPhone 17 Air ৷ যেটি বিশ্বের সবথেকে স্লিম ফোন বলে জানানো হয়েছে অ্যাপেলের তরফে ৷ চলতি বছরের সেপ্টম্বরে অ্যাপল সর্বশেষ আপডেট iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। এরপর আইফোন 17 কবে লঞ্চ করবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল ৷ তার মধ্যেই iPhone 17 লঞ্চে দিন ও সেটির ফিচার প্রকাশ্যে এসেছে ৷ iPhone 17 Air বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন এবং সবচেয়ে স্লিম স্মার্টফোন হিসেবে iPhone 6-এর রেকর্ড ভেঙে দেবে।

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

iPhone 17 সবচেয়ে স্লিম স্মার্টফোন

অ্যাপলের তরফে দাবি করা হয়েছে, আইফোন 17 এয়ারকে বিশ্বের সবচেয়ে স্লিমফোন হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ নতুন আইফোন 17 স্মার্টফোনের জগতে নতুন যুগের সূচনা করবে। আরও বলা হয়েছে, যে কোম্পানি এই নতুন সিরিজে লঞ্চের আগে বেশ কিছু পুরনো সিরিজ বন্ধ করতে চলেছে ৷ নতুন আইফোন 17 মাত্র 6 মিমি চওড়া হতে পারে ৷ এটি iPhone 17 Air নামে লঞ্চ করা হবে।

কি কি ফিচার আছে

আইফোন 17 সিরিজে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হতে পারে। এই সিরিজের প্রো মডেলগুলিতে টাইটানিয়াম বডি ব্যবহার করা হবে। ফোনটির সম্ভাব্য ফিচার আর কি থাকতে পারে, তা নিয়েও টেকস্য়াভিদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে । iPhone 17 Air 6.6-ইঞ্চি ডিসপ্লে-সহ আসতে পারে। এতে A19 Bionic চিপসেট থাকবে যা 3nm প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি এই সিরিজে 8GB RAM অফার করবে যা ডিভাইসটির পারফরম্যান্স আরও উন্নত করবে।

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! পড়ুয়াকে হুমকি AI-এর

ক্যামেরা পরিবর্তন হতে পারে

বাজার বিশ্লেষক জেফ পু- প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের নতুন আইফোন সিরিজে সেলফি ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন করা হতে পারে। বর্তমানে, Apple সেলফি ক্যামেরার জন্য একটি 12MP লেন্স ব্যবহার করছে। কিন্তু নতুন সিরিজ iPhone 17 সেলফি ক্যামেরার জন্য 24MP লেন্স ব্যবহার করতে পারে। ব্যাক ক্যামেরাতেও পরিবর্তন আসবে ৷ 48 মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতে পারে আইফোন 17-এ। ফোনের ডিজাইনেও একটা পরিবর্তন দেখা যাবে। এতে AI ফিচার থাকবে। সাশ্রয়ী মূল্যে ফোনটি বাজারে আসবে বলেও জানানো হয়েছে ৷

ভারতে বিক্রি বেড়েছে স্মার্টফোনের, এগিয়ে অ্যাপল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.