ETV Bharat / state

তৃণমূল নেতার জন্মদিনে থানায় কেক কেটে সেলিব্রেশন, সাসপেন্ড পুলিশ অফিসার - OC BARABANI PS SUSPENDED

বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং জনসেবার স্বার্থে ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ।

OC BARABANI PS SUSPENDED
সাসপেন্ড পুলিশ অফিসার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 12:00 PM IST

আসানসোল, 22 নভেম্বর: তৃণমূল নেতার জন্মদিনে কেক কেটে সাসপেন্ড হলেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। সম্প্রতি তাঁকে অণ্ডাল থানায় বদলি করা হয়েছিল ৷ কিন্তু দায়িত্বভার নেওয়ার আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেছেন বলে খবর।

তাঁর পুলিশের পোশাক থেকে শুরু করে পুলিশের ব্যবহৃত যাবতীয় জিনিস জমা দিতে বলা হয়েছে ৷ মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং জনসেবার স্বার্থে ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ৷ কালীপুজোর উদ্বোধনে বারাবনি অঞ্চলে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, থানার তৎকালীন মনোরঞ্জন মণ্ডল থানার মধ্যেই বারাবনির ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন করেছেন। তৃণমূল নেতা অসিত সিংয়ের জন্মদিনের সেই কেক কাটার ছবি সোশাল মিডিয়াতেও ভাইরাল হয় ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা চারিদিকে জানাজানি হতেই পুলিশের পক্ষ থেকে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ৷ সেই তদন্ত এখনও চলছে ৷ সেই তদন্তে রিপোর্ট অনুযায়ী পুলিশের উচ্চ আধিকারিকরা জানতে পেরেছেন, বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল থানার ভেতরেই তৃণমূল নেতার জন্মদিন পালন করেছেন ৷ যা একজন পুলিশ অফিসারের পক্ষে জনসেবার স্বার্থে তাঁর নিরপেক্ষ আচরণের অন্তরায়।

এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠনের পর এই প্রথমবার কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়া হল। পুলিশ কমিশনার যে নির্দেশিকা জারি করেছেন, তাতে স্পষ্ট লেখা হয়েছে, জনসেবার স্বার্থে এবং পেশাগত দায়িত্ব সামলাতে অবহেলাপূর্বক আচরণ করেছেন মনোরঞ্জন মণ্ডল। এই অপেশাদার আচরণের জন্যই তাঁকে সাসপেন্ড করা হল ৷ তবে এ বিষয়ে মনোরঞ্জন মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আসানসোল, 22 নভেম্বর: তৃণমূল নেতার জন্মদিনে কেক কেটে সাসপেন্ড হলেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। সম্প্রতি তাঁকে অণ্ডাল থানায় বদলি করা হয়েছিল ৷ কিন্তু দায়িত্বভার নেওয়ার আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেছেন বলে খবর।

তাঁর পুলিশের পোশাক থেকে শুরু করে পুলিশের ব্যবহৃত যাবতীয় জিনিস জমা দিতে বলা হয়েছে ৷ মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং জনসেবার স্বার্থে ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ৷ কালীপুজোর উদ্বোধনে বারাবনি অঞ্চলে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, থানার তৎকালীন মনোরঞ্জন মণ্ডল থানার মধ্যেই বারাবনির ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন করেছেন। তৃণমূল নেতা অসিত সিংয়ের জন্মদিনের সেই কেক কাটার ছবি সোশাল মিডিয়াতেও ভাইরাল হয় ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা চারিদিকে জানাজানি হতেই পুলিশের পক্ষ থেকে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ৷ সেই তদন্ত এখনও চলছে ৷ সেই তদন্তে রিপোর্ট অনুযায়ী পুলিশের উচ্চ আধিকারিকরা জানতে পেরেছেন, বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল থানার ভেতরেই তৃণমূল নেতার জন্মদিন পালন করেছেন ৷ যা একজন পুলিশ অফিসারের পক্ষে জনসেবার স্বার্থে তাঁর নিরপেক্ষ আচরণের অন্তরায়।

এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠনের পর এই প্রথমবার কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়া হল। পুলিশ কমিশনার যে নির্দেশিকা জারি করেছেন, তাতে স্পষ্ট লেখা হয়েছে, জনসেবার স্বার্থে এবং পেশাগত দায়িত্ব সামলাতে অবহেলাপূর্বক আচরণ করেছেন মনোরঞ্জন মণ্ডল। এই অপেশাদার আচরণের জন্যই তাঁকে সাসপেন্ড করা হল ৷ তবে এ বিষয়ে মনোরঞ্জন মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.