পুরী, 9 মার্চ: পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ বুধবার সন্ধ্যেয় মারিচিকোট চাচা লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে (Marichikot Chacha Lakshmi Market Complex) আগুন লেগে যায় ৷ অগ্নিকাণ্ডের পর পেড়িয়েছে 12 ঘণ্টার বেশি সময় ৷ তারপরও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি আগুন বলে জানা গিয়েছে (Major fire breaks out at Puri Market Complex) ।
সূত্রের খবর, গতকাল রাত 8টার দিকে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । শতাধিক দমকলকর্মী আগুন নেভাতে জুটে যায় ৷ তা সত্বেও বুধ গড়িয়ে বৃহস্পতিবার পড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি । বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আগুন জ্বলে । ভুবনেশ্বর থেকে ফায়ার ব্রিগেডের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে । ওই কমপ্লেক্স থেকে এখনও ঘন ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে ৷ ফলে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না-পারার প্রধান কারণ বলা হচ্ছে খারাপ রাস্তা । কারণ ফায়ার ব্রিগেড এই রাস্তা দিয়ে মার্কেট কমপ্লেক্সের ভেতরে পৌঁছতে পারছে না ৷ তাই আগুন নেভাতে সমস্যা হচ্ছে । বাইরে থেকে জন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে ৷ যার জেরে আগুন নিচতলা থেকে উপরের তলার অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েছে ।
প্রথমে নিচতলায় একটি পোশাকের দোকানে আগুন লাগে । পরে তা বিভিন্ন গয়নার দোকান, স্যান্ডেল, প্লাস্টিকের দোকানে ছড়িয়ে পড়ে । অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে খবর । তবে চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন । পুরীর এসপি ঘটনাস্থলে এসে তদন্ত করছেন । অন্যদিকে, বাদা ডান্ডে মন্দিরে যাওয়া ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য পুলিশের তরফে যান চলাচলের নিয়ন্ত্রণ করা হচ্ছে । দমকল বিভাগের সুবিধার্থে মার্কেট স্ট্রিট থেকে সমস্ত গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।
আরও পড়ুন: হোলির দিন ধূপগুড়ি সুপার মার্কেটে আগুন, পুড়ে ছাই 10টি দোকান