ETV Bharat / bharat

Mahua Moitra Slams Ban on Meat Shops: নবরাত্রিতে দিল্লিতে মাংসের দোকানে নিষেধাজ্ঞায় সরব মহুয়া - দিল্লিতে মাংসের দোকানে নিষেধাজ্ঞা

নবরাত্রিতে (Navratri 2022 news) দিল্লিতে মাংসের দোকানের উপর নিষেধাজ্ঞার (ban on meat shops in Delhi) জেরে সমালোচনায় মুখর হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams ban on meat shops)৷

Mahua Moitra slams ban on meat shops in various parts of Delhi for Navratri
নবরাত্রিতে দিল্লিতে মাংসের দোকানে নিষেধাজ্ঞায় সরব মহুয়া
author img

By

Published : Apr 6, 2022, 5:18 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: নবরাত্রি (Navratri 2022 news) উপলক্ষে রাজধানীর বিভিন্ন অংশে মাংসের দোকান খোলায় নিষেধাজ্ঞা (ban on meat shops in Delhi) জারি করা হয়েছে ৷ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams ban on meat shops)৷ সংবিধানে দেশের নাগরিকদের যে স্বাধীনতা ও অধিকার দেওয়া আছে, তিনি টুইটে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷ বলেছেন, সংবিধান অনুযায়ী যখন খুশি মাংস খাওয়ার অধিকার তাঁর আছে এবং দোকানদারেরও মাংস বিক্রি করে ব্যবসা চালানোর অধিকার রয়েছে ৷

বুধবার সকালে মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, "আমি দক্ষিণ দিল্লিতে থাকি ৷ আমি যখন চাই তখনই আমারে মাংস খাওয়ার ও দোকানদারকে তাঁর ব্যবসা চালানোর অনুমতি দিয়েছে সংবিধান ৷" এ কথা লিখে তিনি সবশেষে লিখেছেন 'ফুল স্টপ' ৷ অর্থাৎ তাঁর এই একটা শব্দ দিয়েই এই প্রসঙ্গে দাড়ি টানতে চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

  • I live in South Delhi.
    The Constitution allows me to eat meat when I like and the shopkeeper the freedom to run his trade.

    Full stop.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সুরিয়ান ঘোষণা করেন যে, সেই পৌরসভার অন্তর্গত সব মাংসের দোকান এখন বন্ধ রাখা উচিত কারণ, "এখন দেবী দুর্গার আরাধনায় নবরাত্রি পালিত হওয়ার পবিত্র সময় ৷" এই নয় দিনে ভক্তদেরও মাংস, পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷ তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মাংসের সব দোকান বন্ধ রাখা হবে ৷ মাংস বিক্রি না হলেই মানুষ মাংস খাবে না ৷ তাঁর কথায়, "আমরা দিল্লিবাসীর আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷"

আরও পড়ুন: Mahua Moitra tweet : গোয়ায় বিজেপিকে হারানোর টুইট বার্তায় কংগ্রেসকে ট্যাগ মহুয়ার !

নবরাত্রির সময়ে সব মাংসের দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন পূর্ব দিল্লি পৌরনিগমের মেয়রও ৷ তার ফলে রাজধানীর অধিকাংশ মাংসের দোকানই বন্ধ রাখছেন মালিকরা ৷ যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনও নির্দেশ জারি করা হয়নি ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল: নবরাত্রি (Navratri 2022 news) উপলক্ষে রাজধানীর বিভিন্ন অংশে মাংসের দোকান খোলায় নিষেধাজ্ঞা (ban on meat shops in Delhi) জারি করা হয়েছে ৷ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams ban on meat shops)৷ সংবিধানে দেশের নাগরিকদের যে স্বাধীনতা ও অধিকার দেওয়া আছে, তিনি টুইটে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷ বলেছেন, সংবিধান অনুযায়ী যখন খুশি মাংস খাওয়ার অধিকার তাঁর আছে এবং দোকানদারেরও মাংস বিক্রি করে ব্যবসা চালানোর অধিকার রয়েছে ৷

বুধবার সকালে মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, "আমি দক্ষিণ দিল্লিতে থাকি ৷ আমি যখন চাই তখনই আমারে মাংস খাওয়ার ও দোকানদারকে তাঁর ব্যবসা চালানোর অনুমতি দিয়েছে সংবিধান ৷" এ কথা লিখে তিনি সবশেষে লিখেছেন 'ফুল স্টপ' ৷ অর্থাৎ তাঁর এই একটা শব্দ দিয়েই এই প্রসঙ্গে দাড়ি টানতে চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

  • I live in South Delhi.
    The Constitution allows me to eat meat when I like and the shopkeeper the freedom to run his trade.

    Full stop.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সুরিয়ান ঘোষণা করেন যে, সেই পৌরসভার অন্তর্গত সব মাংসের দোকান এখন বন্ধ রাখা উচিত কারণ, "এখন দেবী দুর্গার আরাধনায় নবরাত্রি পালিত হওয়ার পবিত্র সময় ৷" এই নয় দিনে ভক্তদেরও মাংস, পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷ তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মাংসের সব দোকান বন্ধ রাখা হবে ৷ মাংস বিক্রি না হলেই মানুষ মাংস খাবে না ৷ তাঁর কথায়, "আমরা দিল্লিবাসীর আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷"

আরও পড়ুন: Mahua Moitra tweet : গোয়ায় বিজেপিকে হারানোর টুইট বার্তায় কংগ্রেসকে ট্যাগ মহুয়ার !

নবরাত্রির সময়ে সব মাংসের দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন পূর্ব দিল্লি পৌরনিগমের মেয়রও ৷ তার ফলে রাজধানীর অধিকাংশ মাংসের দোকানই বন্ধ রাখছেন মালিকরা ৷ যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনও নির্দেশ জারি করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.