গান্ধিনগর, 10 জুলাই: গিরিখাতে উলটে গেল মহিলা যাত্রীবোঝাই বাস ৷ প্রাণ গেল অন্তত দু'জনের ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ড্যাং জেলায় সাপুতারার কাছে (Gujarat Accident) ৷ এই দুর্ঘটনায় কমপক্ষে 46 জন আহত হয়েছেন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটি সুরাতের একটি সংস্থার ৷ সেটির গন্তব্য ছিল সাপুতারা ৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই মালেগাঁও ঘাট রোড লাগোয়া একটি গিরিখাতে উলটে যায় বাসটি ৷ ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয় ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
আরও পড়ুন: Child Marriage: বিয়ের 10 দিন পর পালিয়ে এল কিশোরী, হাজতে মা-মামা
প্রশাসন জানিয়েছে, যে মহিলারা ওই বাসে সওয়ার ছিলেন, তাঁরা একটি গরবা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৷ সাপুতারায় ছুটি কাটাতে যাচ্ছিলেন তাঁরা ৷ সব মিলিয়ে মোট পাঁচটি বাস ছিল ৷ তার মধ্যে একটি বাসের ব্রেক অকেজো হয়ে যায় ৷ এরপর চালকও বাসটির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা ৷
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান ৷ তাঁরা ঘটনাস্থল থেকে 46 জন মহিলাকে উদ্ধার করেন ৷ এঁদের মধ্যে 21 জনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ বাকি 15 জনকে পাঠানো হয় আহাওয়া হাসপাতালে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে আট মহিলার অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের সুরাতের হাসপাতালে পাঠানো হয়েছে ৷