ETV Bharat / bharat

Indore Typewriter Museum: রেমিংটন-মার্সিডিজ-করোনার তৈরি 'টাইপরাইটার', বিরল সংগ্রহশালা ইন্দোরে - দুনিয়ার বিভিন্ন প্রান্তের টাইপরাইটার

দুনিয়ার বিভিন্ন প্রান্তের টাইপরাইটার এনে জাদুঘর (typewriter museum) গড়ে তুলেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ৷ সবচেয়ে পুরনোটি 1890 সালের আমেরিকান ইংলিশ টাইপরাইটার (American English typewriter from 1890) ৷ যে যন্ত্র ছিল পৃথিবীতে কোনও একদিন, স্মার্টফোনে মগ্ন প্রজন্ম দেখেনি তা ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 17, 2022, 5:10 PM IST

ইন্দোর, 17 সেপ্টেম্বর: টাইপরাইটার ! নেই বললেই চলে ৷ কম্পিউটারের দাপটে হারিয়ে গিয়েছে যন্ত্রটি ৷ মিলেনিয়াম প্রজন্ম নাম শুনলেও চোখে দেখেনি কালো রঙের শব্দ বেরনো টাইপরাইটারকে ৷ ভালোবাসা তাও আছে প্রবীণ প্রজন্মের কাছে ৷ তারই প্রমাণ একটি আস্ত মিউজিয়াম, টাইপরাইটারের ! বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 400 টিরও বেশি বিভিন্ন ধরনের টাইপরাইটার নিয়ে একেবারে জাদুঘর গড়ে ফেলেছেন ইন্দোরের (Madhya Pradesh, Indore) বাসিন্দা রাজেশ শর্মা (Indore man builds typewriter museum, exhibits over 400 different types of typewriters) ৷

মধ্য়প্রদেশের ইন্দোরে শর্মার মিউজিয়ামে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চিনের টাইপরাইটার ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "আমি 10 বছর আগে এটা শুরু করেছিলাম ৷ এখন প্রায় 450টি টাইপরাইটার আছে ৷ আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চিন এবং ভারতের ৷ সবচেয়ে পুরনোটি 1890 সালের (oldest one dates back to 1890) ৷"

Typewriter in Indore
দুনিয়ায় প্রথম টাইপরাইটার তৈরি করে রেমিংটন

এই ভালোবাসার উৎস কী ? রাজেশের বাবা মাধব প্রসাদ শর্মার (Madhav Prasad Sharma) একটি দোকান ছিল জেলা আদালতের বাইরে ৷ সেখানে তিনি টাইপের কাজ করতেন ৷ তিনি অ্যান্টিক টাইপরাইটারগুলি (antique typewriters) জোগাড় করতে থাকেন, যাতে আজকের প্রজন্ম এর ব্যবহার সম্বন্ধে জানতে পারে ৷

আরও পড়ুন: চুরি যাওয়া অ্যান্টিক মুদ্রা, সোনার গয়না ও নগদ উদ্ধার জোড়াসাঁকোয়

শর্মা বলেন, "টাইপরাইটারের ব্যবসা আমাদের পারিবারিক ব্যবসা ৷ আমরা মিউজিয়ামটা চালু করেছি, যাতে স্মার্টফোন হাতে বড় হতে থাকা প্রজন্ম বুঝতে পারে এমন একটা যন্ত্রও ছিল একদিন ৷"

ইন্দোরের বিরল এই সংগ্রহশালায় রয়েছে 1890 সালের আমেরিকান ইংলিশ টাইপরাইটার (American English typewriter from 1890) ৷ বেশিরভাগ 1910-1930 ৷ 1922-এ মার্সিডিজ কোম্পানির (Mercedes Company) তৈরি টাইপরাইটারও আছে ৷ 1913-য় করোনা কোম্পানির (Corona Company) তৈরি, 1922 সালে রয়্যাল কোম্পানির, 1960-2000 সময়ের মধ্যে ট্রাম্প কোম্পানির টাইপরাইটার দেখা যাবে এই মিউজিয়ামে ৷ এছাড়া গোদরেজ, রেমিংটনও ৷

19 Century old Typewriter in Indore Museum
উনিশ শতকের পুরনো টাইপরাইটার

রাজেশ জানালেন, করোনা কোম্পানির তৈরি টাইপরাইটারটি পুলিশ আধিকারিকদের সবচেয়ে প্রিয় ছিল ৷ এর ছোট্ট আকার এবং ভাঁজ করার সুবিধের জন্য এটি জনপ্রিয় হয় ৷ ওজন মাত্র আড়াই কেজি ৷ পৃথিবীর প্রথম টাইপরাইটার তৈরি করেছিল রেমিংটন ৷ রাজেশ খানিকটা গর্ব করেই বললেন, "আমার কাছে রেমিংটনের টাইপরাইটারও (Remington typewriters) আছে ৷ যারা প্রথম এটা তৈরি করেছিল ৷"

আরও পড়ুন: অ্যান্টিক কয়েনের জন্য সোনারপুরের যুবক অপহৃত, ধৃত পাঁচ

ইন্দোর, 17 সেপ্টেম্বর: টাইপরাইটার ! নেই বললেই চলে ৷ কম্পিউটারের দাপটে হারিয়ে গিয়েছে যন্ত্রটি ৷ মিলেনিয়াম প্রজন্ম নাম শুনলেও চোখে দেখেনি কালো রঙের শব্দ বেরনো টাইপরাইটারকে ৷ ভালোবাসা তাও আছে প্রবীণ প্রজন্মের কাছে ৷ তারই প্রমাণ একটি আস্ত মিউজিয়াম, টাইপরাইটারের ! বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 400 টিরও বেশি বিভিন্ন ধরনের টাইপরাইটার নিয়ে একেবারে জাদুঘর গড়ে ফেলেছেন ইন্দোরের (Madhya Pradesh, Indore) বাসিন্দা রাজেশ শর্মা (Indore man builds typewriter museum, exhibits over 400 different types of typewriters) ৷

মধ্য়প্রদেশের ইন্দোরে শর্মার মিউজিয়ামে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চিনের টাইপরাইটার ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "আমি 10 বছর আগে এটা শুরু করেছিলাম ৷ এখন প্রায় 450টি টাইপরাইটার আছে ৷ আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চিন এবং ভারতের ৷ সবচেয়ে পুরনোটি 1890 সালের (oldest one dates back to 1890) ৷"

Typewriter in Indore
দুনিয়ায় প্রথম টাইপরাইটার তৈরি করে রেমিংটন

এই ভালোবাসার উৎস কী ? রাজেশের বাবা মাধব প্রসাদ শর্মার (Madhav Prasad Sharma) একটি দোকান ছিল জেলা আদালতের বাইরে ৷ সেখানে তিনি টাইপের কাজ করতেন ৷ তিনি অ্যান্টিক টাইপরাইটারগুলি (antique typewriters) জোগাড় করতে থাকেন, যাতে আজকের প্রজন্ম এর ব্যবহার সম্বন্ধে জানতে পারে ৷

আরও পড়ুন: চুরি যাওয়া অ্যান্টিক মুদ্রা, সোনার গয়না ও নগদ উদ্ধার জোড়াসাঁকোয়

শর্মা বলেন, "টাইপরাইটারের ব্যবসা আমাদের পারিবারিক ব্যবসা ৷ আমরা মিউজিয়ামটা চালু করেছি, যাতে স্মার্টফোন হাতে বড় হতে থাকা প্রজন্ম বুঝতে পারে এমন একটা যন্ত্রও ছিল একদিন ৷"

ইন্দোরের বিরল এই সংগ্রহশালায় রয়েছে 1890 সালের আমেরিকান ইংলিশ টাইপরাইটার (American English typewriter from 1890) ৷ বেশিরভাগ 1910-1930 ৷ 1922-এ মার্সিডিজ কোম্পানির (Mercedes Company) তৈরি টাইপরাইটারও আছে ৷ 1913-য় করোনা কোম্পানির (Corona Company) তৈরি, 1922 সালে রয়্যাল কোম্পানির, 1960-2000 সময়ের মধ্যে ট্রাম্প কোম্পানির টাইপরাইটার দেখা যাবে এই মিউজিয়ামে ৷ এছাড়া গোদরেজ, রেমিংটনও ৷

19 Century old Typewriter in Indore Museum
উনিশ শতকের পুরনো টাইপরাইটার

রাজেশ জানালেন, করোনা কোম্পানির তৈরি টাইপরাইটারটি পুলিশ আধিকারিকদের সবচেয়ে প্রিয় ছিল ৷ এর ছোট্ট আকার এবং ভাঁজ করার সুবিধের জন্য এটি জনপ্রিয় হয় ৷ ওজন মাত্র আড়াই কেজি ৷ পৃথিবীর প্রথম টাইপরাইটার তৈরি করেছিল রেমিংটন ৷ রাজেশ খানিকটা গর্ব করেই বললেন, "আমার কাছে রেমিংটনের টাইপরাইটারও (Remington typewriters) আছে ৷ যারা প্রথম এটা তৈরি করেছিল ৷"

আরও পড়ুন: অ্যান্টিক কয়েনের জন্য সোনারপুরের যুবক অপহৃত, ধৃত পাঁচ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.