ETV Bharat / bharat

কোভিড টিকার প্রভাবে কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? বিশেষজ্ঞের মত জানুন - COVID 19

COVID-19 Vaccination: কোভিডের সংক্রমণ দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে ৷ এবার ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন1 ৷ মৃত্যুর ঘটনাও সামনে আসছে ৷ এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছেন যে কোভিডের ভ্যাকসিনের বিরূপ প্রভাবে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ যদিও দেশের শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ও আইসিএমআর-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব এই আশঙ্কাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ পাশাপাশি ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোভিডের সংক্রমণ বৃদ্ধি নিয়ে আরও একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন ৷

Heart attack deaths
Heart attack deaths
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 12:53 PM IST

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: দেশে করোনা ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট জেএন1 এর জেরে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এর ফলে অনেকের মধ্য়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল হৃদযন্ত্রের উপর কোভিডের প্রতিষেধকের বিরূপ প্রভাব ৷ দেশের শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব এই ধারণাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কোভিডের সংক্রণ বৃদ্ধি নিয়ে অহেতুক আশঙ্কা করতে নিষেধ করেছেন ৷

এখানে তাঁর সাক্ষাৎকারের অংশ দেওয়া হল :

ইটিভি ভারত: নতুন করে কোভিড-19 এর সংক্রমণ বৃদ্ধির মধ্যে এগিয়ে যাওয়ার উপায় কী হওয়া উচিত ?

ড. বলরাম ভার্গব: কেরালা ও কর্ণাটকে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার রোগ নিয়ন্ত্রণে নজরদারি ব্যবস্থা বাড়িয়েছে । যাঁদের ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে, তাঁদের আর টিকা দেওয়ার দরকার নেই ।

ইটিভি ভারত: দেশে ধীরে ধীরে বাড়ছে জেএন1 টাইপ কোভিড সংক্রমণের ঘটনা । মৃত্যুও ঘটছে । মানুষের কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ?

ড. বলরাম ভার্গব: এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই । তবে আমাদের সতর্ক থাকতে হবে । অতীতের মতো প্রকাশ্য স্থানে অবশ্যই মাস্ক পরতে হবে । জনগণের উচিত সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত নির্দেশ মেনে চলা ।

ইটিভি ভারত : এই নতুন সাব টাইপ ভাইরাসের সংক্রমণ এড়াতে কি ফের টিকা দেওয়া উচিত ?

ড. বলরাম ভার্গব: যারা অতীতে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাঁদের ফের টিকা নেওয়ার দরকার নেই । যাঁরা এখনও টিকা পাননি, তারা নিতে পারেন । পুনের সেরাম ইনস্টিটিউট জেএন1 প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন তৈরি করবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছে । এটা মনে রাখা উচিত যে ভ্যাকসিন গুরুতর সংক্রমণ থেকে রক্ষা করে৷ কিন্তু প্রকৃত সংক্রমণ প্রতিরোধ করে না ।

ইটিভি ভারত: কোভিড-19 এর পর কার্ডিওভাসকুলার (হৃদরোগে আক্রান্ত) মৃত্যু বেড়েছে ?

ড. বলরাম ভার্গব: ভ্যাকসিনের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ নিয়ে নেতিবাচক প্রচার চলছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক ধাপ পরীক্ষার পরই কোভিড-19 এর ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে । কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই৷ কোভিড-19 আসার আগে থেকেই দক্ষিণ এশীয় দেশগুলিতে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বিদ্যমান ছিল । এর কারণ হল জেনেটিক সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ । হার্ট অ্যাটাকের মৃত্যু কোনোভাবেই কোভিড ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত নয় ।

ইটিভি ভারত: কিছু টিকাপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অ্যান্টিবডি সনাক্ত করা যায়নি । সেক্ষেত্রে কি সুরক্ষা থাকবে নাকি থাকবে না ?

ড. বলরাম ভার্গব: কিছু টিকা নেওয়া ব্যক্তির মধ্যে অ্যান্টিবডি নাও পাওয়া যেতে পারে । এতে চিন্তা করার দরকার নেই ।

আরও পড়ুন:

  1. দেশে 24 ঘণ্টায় করোনায় মৃত 6! আক্রান্তের সংখ্যা 692 ছাড়াল
  2. কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  3. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: দেশে করোনা ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট জেএন1 এর জেরে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এর ফলে অনেকের মধ্য়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল হৃদযন্ত্রের উপর কোভিডের প্রতিষেধকের বিরূপ প্রভাব ৷ দেশের শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব এই ধারণাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কোভিডের সংক্রণ বৃদ্ধি নিয়ে অহেতুক আশঙ্কা করতে নিষেধ করেছেন ৷

এখানে তাঁর সাক্ষাৎকারের অংশ দেওয়া হল :

ইটিভি ভারত: নতুন করে কোভিড-19 এর সংক্রমণ বৃদ্ধির মধ্যে এগিয়ে যাওয়ার উপায় কী হওয়া উচিত ?

ড. বলরাম ভার্গব: কেরালা ও কর্ণাটকে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার রোগ নিয়ন্ত্রণে নজরদারি ব্যবস্থা বাড়িয়েছে । যাঁদের ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে, তাঁদের আর টিকা দেওয়ার দরকার নেই ।

ইটিভি ভারত: দেশে ধীরে ধীরে বাড়ছে জেএন1 টাইপ কোভিড সংক্রমণের ঘটনা । মৃত্যুও ঘটছে । মানুষের কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ?

ড. বলরাম ভার্গব: এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই । তবে আমাদের সতর্ক থাকতে হবে । অতীতের মতো প্রকাশ্য স্থানে অবশ্যই মাস্ক পরতে হবে । জনগণের উচিত সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত নির্দেশ মেনে চলা ।

ইটিভি ভারত : এই নতুন সাব টাইপ ভাইরাসের সংক্রমণ এড়াতে কি ফের টিকা দেওয়া উচিত ?

ড. বলরাম ভার্গব: যারা অতীতে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাঁদের ফের টিকা নেওয়ার দরকার নেই । যাঁরা এখনও টিকা পাননি, তারা নিতে পারেন । পুনের সেরাম ইনস্টিটিউট জেএন1 প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন তৈরি করবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছে । এটা মনে রাখা উচিত যে ভ্যাকসিন গুরুতর সংক্রমণ থেকে রক্ষা করে৷ কিন্তু প্রকৃত সংক্রমণ প্রতিরোধ করে না ।

ইটিভি ভারত: কোভিড-19 এর পর কার্ডিওভাসকুলার (হৃদরোগে আক্রান্ত) মৃত্যু বেড়েছে ?

ড. বলরাম ভার্গব: ভ্যাকসিনের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ নিয়ে নেতিবাচক প্রচার চলছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক ধাপ পরীক্ষার পরই কোভিড-19 এর ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে । কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই৷ কোভিড-19 আসার আগে থেকেই দক্ষিণ এশীয় দেশগুলিতে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বিদ্যমান ছিল । এর কারণ হল জেনেটিক সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ । হার্ট অ্যাটাকের মৃত্যু কোনোভাবেই কোভিড ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত নয় ।

ইটিভি ভারত: কিছু টিকাপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অ্যান্টিবডি সনাক্ত করা যায়নি । সেক্ষেত্রে কি সুরক্ষা থাকবে নাকি থাকবে না ?

ড. বলরাম ভার্গব: কিছু টিকা নেওয়া ব্যক্তির মধ্যে অ্যান্টিবডি নাও পাওয়া যেতে পারে । এতে চিন্তা করার দরকার নেই ।

আরও পড়ুন:

  1. দেশে 24 ঘণ্টায় করোনায় মৃত 6! আক্রান্তের সংখ্যা 692 ছাড়াল
  2. কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  3. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.