লখনউ, 13 নভেম্বর: হজ যাত্রীদের জন্য সুখবর ৷ অপ্রয়োজনীয় খরচ কাটছাঁট করে হজ যাত্রায় খরচ 1 লক্ষ টাকা কমিয়ে আনল কেন্দ্রীয় সরকার ৷ শনিবার ন্যাশনাল হজ কমিটি এবং অন্য সব রাজ্যের হজ কমিটিগুলির মধ্যে হজ যাত্রা নিয়ে বৈঠক হয় ৷ সেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে (Haj pilgrimage cheaper by 1 lakh) ৷
উত্তরপ্রদেশের রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহসিন রাজা সাংবাদিকদের জানান, হজ তীর্থযাত্রীদের স্বার্থে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বৈঠকে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী স্মৃতি ইরানি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে, হজ তীর্থযাত্রীরা হজ যাত্রায় গেলে এখন থেকে 1 লক্ষ টাকা বাঁচাতে পারবেন ৷ এছাড়া কোনও বেসরকারি সংস্থা যাত্রা শুরুর আগে হজ যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করতে পারবে না ৷
আরও পড়ুন: হয ফেরত তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা কাশ্মীরি পণ্ডিতদের
কেন্দ্রীয় সরকার হজ কমিটির সাহায্যে তাড়াতাড়ি নথিভুক্তিকরণ প্রক্রিয়া (Registration Process) শেষের পরিকল্পনা করেছে ৷ পাশাপাশি, দুঃস্থ ও অসহায় মহিলাদের উন্নয়নে হজ হাউজ ব্যবহৃত হবে ৷ মহিলা হজ তীর্থযাত্রীদের সুবিধার্থে এবং যাত্রার সময় তাঁদের অভিযোগ জানানোর জন্য একটি মহিলা কমিটি তৈরি করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে এই বৈঠকে ৷
পাশাপাশি মহসিন রাজা আরও জানান, 65 বছর বয়স পর্যন্ত হজে যাওয়ার যে নিয়ম, সৌদি আরব সরকার (Saudi Arabia government) তা খারিজ করে দিয়েছে ৷ ভারতের উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক হজ তীর্থযাত্রীরা মক্কা ও মদিনায় যান ৷ এই কারণে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য সবচেয়ে বেশি সংরক্ষণের (quota) ব্যবস্থা করেছে ৷