আমেদাবাদ, 30 জুলাই: জামিন পেলেন না সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় ৷ তাঁর জামিনের আবেদন শনিবার খারিজ করে দিয়েছে আমেদাবাদের সেশন কোর্ট (Gujarat Court denies bail to activist Teesta Setalvad) ৷ একই সঙ্গে এদিন জামিন পাননি প্রাক্তন আইপিএস আধিকারিক আরবি শ্রীকুমারও ৷ উল্লেখ্য, 2002 গুজরাত দাঙ্গা মামলায় নথি জালিয়াতির অভিযোগে গত 25 জুন তাঁদের গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷
এদিন আমেদাবাদের সেশন কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারক ডিডি ঠাক্কর তিস্তা সেতলওয়াড় ও আরবি শ্রীকুমারের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ ভারতীয় দণ্ডবিধির 468 ও 194 ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে গুজরাত পুলিশ ৷
আরও পড়ুন: বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির
গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দল আগেই দাবি করেছে, প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নরেন্দ্র মোদি সরকারকে অস্বস্তিতে ফেলতে গুজরাত হিংসা নিয়ে চক্রান্ত করেছিলেন এবং সেই চক্রান্তের অংশ ছিলেন তিস্তা ও আরবি শ্রীকুমার ৷