ETV Bharat / bharat

প্রাক্তন মন্ত্রীর পুত্রবধূ ও নাতনির অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ

অতিরিক্ত পুলিশ সুপার লখন প্যাটেল জানিয়েছেন, দু’জনের শরীরেই হাতাহাতির চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার জেরেই এই দু’জনকে হত্যা করা হয়েছে ৷ ইতিমধ্যে দু’জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ যার মধ্যে একজন ড. আনন্দ রাই, নিহতের আত্মীয় এবং অপরজন তার বন্ধু দীপক ৷

former-ministers-daughter-in-law-granddaughter-killed-in-chhattisgarh
অবিভক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পুত্রবধূ অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Jan 31, 2021, 9:34 PM IST

রাইপুর (ছত্তিশগড়), 31 জানুয়ারি : অবিভক্ত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রী ডিপি ধৃতলেহরের পুত্রবধূ ও নাতনির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ রবিবার রাইপুর জেলায় বাড়ির মধ্যে থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে ৷ নিহত মহিলা ও তাঁর মেয়ের পরিচয় নেহা ও অনন্যা ৷

আরও পড়ুন : মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে

অতিরিক্ত পুলিশ সুপার লখন প্যাটেল জানিয়েছেন, দু’জনের শরীরেই হাতাহাতির চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার জেরেই এই দু’জনকে হত্যা করা হয়েছে ৷ ইতিমধ্যে দু’জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ যার মধ্যে একজন ড. আনন্দ রাই, নিহতের আত্মীয় এবং অপরজন তার বন্ধু দীপক ৷ পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত সেখান থেকে পালিয়েছে ৷ তবে, ঠিক কী কারণে এই খুন করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ৷ হত্যার পিছনে সবধরনের দিকই খতিয়ে দেখা হচ্ছে ৷

রাইপুর (ছত্তিশগড়), 31 জানুয়ারি : অবিভক্ত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রী ডিপি ধৃতলেহরের পুত্রবধূ ও নাতনির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ রবিবার রাইপুর জেলায় বাড়ির মধ্যে থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে ৷ নিহত মহিলা ও তাঁর মেয়ের পরিচয় নেহা ও অনন্যা ৷

আরও পড়ুন : মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে

অতিরিক্ত পুলিশ সুপার লখন প্যাটেল জানিয়েছেন, দু’জনের শরীরেই হাতাহাতির চিহ্ন পাওয়া গিয়েছে ৷ প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার জেরেই এই দু’জনকে হত্যা করা হয়েছে ৷ ইতিমধ্যে দু’জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ যার মধ্যে একজন ড. আনন্দ রাই, নিহতের আত্মীয় এবং অপরজন তার বন্ধু দীপক ৷ পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত সেখান থেকে পালিয়েছে ৷ তবে, ঠিক কী কারণে এই খুন করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ৷ হত্যার পিছনে সবধরনের দিকই খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.