ETV Bharat / bharat

Husband-Wife Fire Fighting: বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী - আগুন

বিরিয়ানি খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Fight for Biriyani) ৷ আর সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছল, যে স্বামী প্রথমে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন ৷ পালটা জলন্ত অবস্থায় স্ত্রী ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেন (Husband and Wife Set Each Other On Fire) ৷ ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে ৷

Fight for Biriyani Husband and Wife Set Each Other On Fire in Tamil Nadu
Fight for Biriyani Husband and Wife Set Each Other On Fire in Tamil Nadu
author img

By

Published : Nov 9, 2022, 9:08 PM IST

কলকাতা, 9 নভেম্বর: বিরিয়ানি খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Fight for Biriyani) ৷ আর তার জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তৎক্ষণাত স্ত্রী পালটা স্বামীকে জড়িয়ে ধরেন (Husband and Wife Set Each Other On Fire) ৷ এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আয়ানাভরমে (Husband-Wife Fire Fighting) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বছর 75 এর বৃদ্ধ করুণাকরণ এবং তাঁর স্ত্রী 66 বছরের পদ্মাবতী ৷ তাঁদের 4 সন্তান রয়েছে ৷ তবে, বিয়ের পর সকলে আলাদা থাকেন ৷ পুলিশ জানতে পেরেছে গত 7 নভেম্বর করুণাকরণ বিরিয়ানি কিনে একা খেয়ে নেন ৷ এর পর পদ্মাবতী স্বামীর কাছে বিরিয়ানি খেতে চান ৷ যা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ আর সেই ঝগড়ার মধ্যে করুণাকরণ পদ্মাবতীর গায়ে কেরোসনি ঢেলে আগুন ধরিয়ে দেন ৷ তখনই পদ্মাবতী স্বামীকে জড়িয়ে ধরেন ৷ ঘটনায় দু’জনেই অগ্নিদগ্ধ হন ৷

আরও পড়ুন: সমকামী সম্পর্কে টানাপোড়েন ! বান্ধবীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে 'রহস্য' মৃত্যু তরুণীর

জানা গিয়েছে, সন্তানদের থেকে দূরে থাকার কারণে বৃদ্ধ বয়সে মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ করুণাকরণ এবং পদ্মাবতী ৷ এমনকি স্ত্রীর জন্য ঠিকমতো খাবারও কিনতেন না করুণাকরণ ৷ যা নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি হত ৷ এ দিনের ঘটনায় প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং দু’জনের চিৎকার শুনতে পান ৷ তাঁরা ভিতরে প্রবেশ করে দেখেন স্বামী-স্ত্রী দু’জনে আগুনে জ্বলছেন ৷ তৎক্ষণাত জল ঢেলে আগুন নেভান তাঁরা এবং পুলিশে খবর দেন ৷ তবে, পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শরীরের 50 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

কলকাতা, 9 নভেম্বর: বিরিয়ানি খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Fight for Biriyani) ৷ আর তার জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তৎক্ষণাত স্ত্রী পালটা স্বামীকে জড়িয়ে ধরেন (Husband and Wife Set Each Other On Fire) ৷ এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আয়ানাভরমে (Husband-Wife Fire Fighting) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বছর 75 এর বৃদ্ধ করুণাকরণ এবং তাঁর স্ত্রী 66 বছরের পদ্মাবতী ৷ তাঁদের 4 সন্তান রয়েছে ৷ তবে, বিয়ের পর সকলে আলাদা থাকেন ৷ পুলিশ জানতে পেরেছে গত 7 নভেম্বর করুণাকরণ বিরিয়ানি কিনে একা খেয়ে নেন ৷ এর পর পদ্মাবতী স্বামীর কাছে বিরিয়ানি খেতে চান ৷ যা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ আর সেই ঝগড়ার মধ্যে করুণাকরণ পদ্মাবতীর গায়ে কেরোসনি ঢেলে আগুন ধরিয়ে দেন ৷ তখনই পদ্মাবতী স্বামীকে জড়িয়ে ধরেন ৷ ঘটনায় দু’জনেই অগ্নিদগ্ধ হন ৷

আরও পড়ুন: সমকামী সম্পর্কে টানাপোড়েন ! বান্ধবীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে 'রহস্য' মৃত্যু তরুণীর

জানা গিয়েছে, সন্তানদের থেকে দূরে থাকার কারণে বৃদ্ধ বয়সে মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ করুণাকরণ এবং পদ্মাবতী ৷ এমনকি স্ত্রীর জন্য ঠিকমতো খাবারও কিনতেন না করুণাকরণ ৷ যা নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি হত ৷ এ দিনের ঘটনায় প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং দু’জনের চিৎকার শুনতে পান ৷ তাঁরা ভিতরে প্রবেশ করে দেখেন স্বামী-স্ত্রী দু’জনে আগুনে জ্বলছেন ৷ তৎক্ষণাত জল ঢেলে আগুন নেভান তাঁরা এবং পুলিশে খবর দেন ৷ তবে, পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শরীরের 50 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.