ETV Bharat / bharat

Puri Jagannath Temple: ছেঁড়া জিন্স ও হাফ প্যান্টে পুরীর মন্দিরে 'নো এন্ট্রি', পোশাকবিধি চালু কবে ? - হাফ প্যান্ট

Dress Code at Puri Jagannath Temple: 'শালীন' পোশাক পরলে তবেই মিলবে পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি ৷ জেনে নিন কবে থেকে চালু হচ্ছে এই পোশাকবিধি, কোন কোন পোশাক পরে পুরীর মন্দিরে প্রবেশ করে যাবে না ৷

Puri Jagannath Temple
পুরীর জগন্নাথ মন্দিরে পোশাকবিধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 11:44 AM IST

পুরী, 10 অক্টোবর: ছেঁড়া জিন্স, হাতকাটা জামা ও হাফ প্যান্টে পরে প্রবেশ করা যাবে না ৷ পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু হচ্ছে নয়া নিয়ম ৷ মন্দিরে প্রবেশ করতে গেলে এই পোশাকবিধি মেনেই আসতে হবে দর্শনার্থীদের ৷

কবে থেকে চালু পোশাকবিধি ?

আগামী বছর 1 জানুয়ারি থেকে এই নতুন পোশাকবিধির নিয়ম চালু হতে চলেছে পুরীর মন্দিরে ৷ মন্দির পরিচালনা কমিটির সদস্য মাধব মহাপাত্র বলেন, "আধুনিক পোশাক(জিন্স, হাফ প্যান্ট) পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা । শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন ভক্তদের জন্য একটি যথাযথ পোষাকবিধি তৈরি করেছে । নতুন নিয়মগুলি 1 জানুয়ারি 2024 সাল থেকে কার্যকর হবে ৷ মঙ্গলবার থেকে ভক্তদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন করা হবে ৷" মন্দিরের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

Puri Jagannath Temple
পুরীর জগন্নাথ মন্দির

পোশাকবিধি মানলেই মন্দিরে প্রবেশের অনুমতি

জানা গিয়েছে, 1 জানুয়ারি থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মূল প্রবেশদ্বারে জগন্নাথ মন্দির পুলিশ (জেটিপি) এবং নিরাপত্তারক্ষীরা দর্শনার্থীদের পোশাকবিধি পরীক্ষা করবে । যদি তারা মন্দিরের নিয়ম মেনে পোশাক পরে আসে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে ৷ নইলে ওখানেই আটকে দেবে নিরাপত্তারক্ষীরা ৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, 1 জানুয়ারি থেকে যে সমস্ত ভক্তরা সঠিক পোশাক পরে মন্দিরে আসবে না তাদের মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে ।

আধুনিক পোশাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত

পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের কথায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন আধুনিক পোশাক পরে মন্দিরে আসা যাবে না ৷ সমুদ্র সৈকত ও মন্দিরের পোশাকের মধ্যে পার্থক্য থাকা দরকার ৷ যে কেউ বিচ লুকে মন্দিরে প্রবেশ করতে পারে না ৷ তাই মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট পোশাকবিধি চালু করা হচ্ছে ৷ যা মেনে চললেই তবে মন্দিরে প্রবেশের ছাড়পত্র মিলবে ৷ এই পোশাকবিধি শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ ও শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য ৷ 12 বছরের নীচে যারা তাদের হাফ প্যান্টে মন্দিরে আসাতে নিষেধাজ্ঞা নেই ৷ তবে মহিলাদের শাড়ি বা সালোয়ার পরে মন্দিরে প্রবেশে জোর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পুরী জগন্নাথ মন্দিরে প্রণামীর বাক্স থেকে টাকা লুঠ !

মাধব মহাপাত্র বলেন, "সবাইকে নিয়ম মানতে হবে । অন্যান্য ধর্মেরও ধর্মীয় স্থান পরিদর্শন করার জন্য নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে ৷ সেই নিয়ম মেনে পোশাক পরেই সেখানে প্রবেশ করতে হয় ৷ এখন দর্শনার্থীরা আধুনিক পোশাক পরে মন্দিরে চলে আসেন ৷ যেটি মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতাকে প্রভাবিত করছে । আমাদের ঐতিহ্য অনুযায়ী পোশাক পরতে হবে । 12 বছর বয়সের নীচে যারা তারা হাফ প্যান্ট পরে মন্দিরে আসতে পারে । তবে তাদের পরিমিত পোশাক পরে মন্দিরে আসতে হবে । হাতকাটা জামা, ছেড়া জিন্স পরে এলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । মহিলারা শাড়ি বা সালোয়ার পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন ।"

পুরী, 10 অক্টোবর: ছেঁড়া জিন্স, হাতকাটা জামা ও হাফ প্যান্টে পরে প্রবেশ করা যাবে না ৷ পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু হচ্ছে নয়া নিয়ম ৷ মন্দিরে প্রবেশ করতে গেলে এই পোশাকবিধি মেনেই আসতে হবে দর্শনার্থীদের ৷

কবে থেকে চালু পোশাকবিধি ?

আগামী বছর 1 জানুয়ারি থেকে এই নতুন পোশাকবিধির নিয়ম চালু হতে চলেছে পুরীর মন্দিরে ৷ মন্দির পরিচালনা কমিটির সদস্য মাধব মহাপাত্র বলেন, "আধুনিক পোশাক(জিন্স, হাফ প্যান্ট) পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা । শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন ভক্তদের জন্য একটি যথাযথ পোষাকবিধি তৈরি করেছে । নতুন নিয়মগুলি 1 জানুয়ারি 2024 সাল থেকে কার্যকর হবে ৷ মঙ্গলবার থেকে ভক্তদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন করা হবে ৷" মন্দিরের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

Puri Jagannath Temple
পুরীর জগন্নাথ মন্দির

পোশাকবিধি মানলেই মন্দিরে প্রবেশের অনুমতি

জানা গিয়েছে, 1 জানুয়ারি থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মূল প্রবেশদ্বারে জগন্নাথ মন্দির পুলিশ (জেটিপি) এবং নিরাপত্তারক্ষীরা দর্শনার্থীদের পোশাকবিধি পরীক্ষা করবে । যদি তারা মন্দিরের নিয়ম মেনে পোশাক পরে আসে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে ৷ নইলে ওখানেই আটকে দেবে নিরাপত্তারক্ষীরা ৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, 1 জানুয়ারি থেকে যে সমস্ত ভক্তরা সঠিক পোশাক পরে মন্দিরে আসবে না তাদের মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে ।

আধুনিক পোশাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত

পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের কথায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন আধুনিক পোশাক পরে মন্দিরে আসা যাবে না ৷ সমুদ্র সৈকত ও মন্দিরের পোশাকের মধ্যে পার্থক্য থাকা দরকার ৷ যে কেউ বিচ লুকে মন্দিরে প্রবেশ করতে পারে না ৷ তাই মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট পোশাকবিধি চালু করা হচ্ছে ৷ যা মেনে চললেই তবে মন্দিরে প্রবেশের ছাড়পত্র মিলবে ৷ এই পোশাকবিধি শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ ও শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য ৷ 12 বছরের নীচে যারা তাদের হাফ প্যান্টে মন্দিরে আসাতে নিষেধাজ্ঞা নেই ৷ তবে মহিলাদের শাড়ি বা সালোয়ার পরে মন্দিরে প্রবেশে জোর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পুরী জগন্নাথ মন্দিরে প্রণামীর বাক্স থেকে টাকা লুঠ !

মাধব মহাপাত্র বলেন, "সবাইকে নিয়ম মানতে হবে । অন্যান্য ধর্মেরও ধর্মীয় স্থান পরিদর্শন করার জন্য নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে ৷ সেই নিয়ম মেনে পোশাক পরেই সেখানে প্রবেশ করতে হয় ৷ এখন দর্শনার্থীরা আধুনিক পোশাক পরে মন্দিরে চলে আসেন ৷ যেটি মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতাকে প্রভাবিত করছে । আমাদের ঐতিহ্য অনুযায়ী পোশাক পরতে হবে । 12 বছর বয়সের নীচে যারা তারা হাফ প্যান্ট পরে মন্দিরে আসতে পারে । তবে তাদের পরিমিত পোশাক পরে মন্দিরে আসতে হবে । হাতকাটা জামা, ছেড়া জিন্স পরে এলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । মহিলারা শাড়ি বা সালোয়ার পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.