ETV Bharat / bharat

CPM Central Committee Meeting: ফেব্রুয়ারি-মার্চে দেশজুড়ে বিরাট কর্মসূচি সিপিআইএম-এর

author img

By

Published : Nov 2, 2022, 2:21 PM IST

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশজুড়ে বিরাট কর্মসূচি নিতে চলেছে সিপিআইএম (CPM mulls big countrywide programme)৷ দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে (CPM Central Committee Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

CPM mulls big countrywide programme in February-March
ফেব্রুয়ারি-মার্চে দেশজুড়ে বিরাট কর্মসূচি সিপিআইএম-এর

কলকাতা, 2 নভেম্বর: দেশের কৃষক ও শ্রমিকদের নিয়ে রাজধানী দিল্লিতে এক বিরাট মিছিলের কর্মসূচি নিল সিপিআইএম (CPM mulls big countrywide programme)৷ সামনের বছর ফেব্রুয়ারি-মার্চ (February-March) মাস নাগাদ এই মিছিল হতে চলেছে বলে জানা গিয়েছে ৷ দিল্লিতে সিপিআইএম-এর তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক (CPM Central Committee Meeting) শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ এই বৈঠকে অন্যান্য নানা ইস্যু নিয়েও আলোচনা হয় ৷

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কীভাবে বামেরা ক্ষমতায় ফিরতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সিপিআইএম-এর তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ৷ নেওয়া হয় বেশ কয়েকটি ভবিষ্যৎ পরিকল্পনা ৷ এ ছাড়াও এই বৈঠক থেকে অভিযোগ উঠেছে যে, কেন্দ্রীয় সরকার এমন কিছু পদক্ষেপ করেছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী ৷ সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ বাম নেতৃত্ব ৷ সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, "আরএসএস-বিজেপির আচরণ দেশের গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী ৷"

আরও পড়ুন: সাধারণের মতামত জানতে ফর্ম হাতে দুয়ারে সিপিএম

ইয়েচুরি (Sitaram Yechury) এ দিন আরও বলেন, এই মুহূর্তে সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কেন্দ্র থেকে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা ৷ এই লক্ষ্য পূরণে সব অবিজেপি শক্তিকে এক ছাতার তলার আসতে হবে এবং দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি ৷ ইয়েচুরির কথায়, "বাংলা ও ত্রিপুরা থেকে ক্ষমতা হারানোর পর গত কয়েক বছরে কর্মীদের মনোবলে তা আঘাত এনেছে ৷ তবে তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুই রাজ্যের শীর্ষ নেতৃত্ব বেশ কয়েকটি বিষয়ে রিপোর্ট পেশ করেছে ৷ তাতে রয়েছে বাংলার দুর্নীতি এবং ত্রিপুরায় বিজেপির অসৎ কার্যকলাপের প্রসঙ্গ ৷ এ ছাড়াও সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরা যে বিভিন্ন বামপন্থী কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, সে বিষয়েও রিপোর্ট পেশ করেছে নেতৃত্ব ৷"

কলকাতা, 2 নভেম্বর: দেশের কৃষক ও শ্রমিকদের নিয়ে রাজধানী দিল্লিতে এক বিরাট মিছিলের কর্মসূচি নিল সিপিআইএম (CPM mulls big countrywide programme)৷ সামনের বছর ফেব্রুয়ারি-মার্চ (February-March) মাস নাগাদ এই মিছিল হতে চলেছে বলে জানা গিয়েছে ৷ দিল্লিতে সিপিআইএম-এর তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক (CPM Central Committee Meeting) শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ এই বৈঠকে অন্যান্য নানা ইস্যু নিয়েও আলোচনা হয় ৷

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কীভাবে বামেরা ক্ষমতায় ফিরতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সিপিআইএম-এর তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ৷ নেওয়া হয় বেশ কয়েকটি ভবিষ্যৎ পরিকল্পনা ৷ এ ছাড়াও এই বৈঠক থেকে অভিযোগ উঠেছে যে, কেন্দ্রীয় সরকার এমন কিছু পদক্ষেপ করেছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী ৷ সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ বাম নেতৃত্ব ৷ সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, "আরএসএস-বিজেপির আচরণ দেশের গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী ৷"

আরও পড়ুন: সাধারণের মতামত জানতে ফর্ম হাতে দুয়ারে সিপিএম

ইয়েচুরি (Sitaram Yechury) এ দিন আরও বলেন, এই মুহূর্তে সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কেন্দ্র থেকে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা ৷ এই লক্ষ্য পূরণে সব অবিজেপি শক্তিকে এক ছাতার তলার আসতে হবে এবং দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি ৷ ইয়েচুরির কথায়, "বাংলা ও ত্রিপুরা থেকে ক্ষমতা হারানোর পর গত কয়েক বছরে কর্মীদের মনোবলে তা আঘাত এনেছে ৷ তবে তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুই রাজ্যের শীর্ষ নেতৃত্ব বেশ কয়েকটি বিষয়ে রিপোর্ট পেশ করেছে ৷ তাতে রয়েছে বাংলার দুর্নীতি এবং ত্রিপুরায় বিজেপির অসৎ কার্যকলাপের প্রসঙ্গ ৷ এ ছাড়াও সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরা যে বিভিন্ন বামপন্থী কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, সে বিষয়েও রিপোর্ট পেশ করেছে নেতৃত্ব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.