ETV Bharat / entertainment

'রোশনাই’ ধারাবাহিকে আর দেখা যাবে না অনুষ্কা গোস্বামীকে, কারণ কী ? - ANUSHKA GOSWAMI

ধারাবাহিক শুরুর সাত মাসের মধ্যেই মুখ বদলের পথে হাঁটছেন নির্মাতা ৷ অভিনেত্রী জানান, রোশনাই চরিত্রে তাঁকে আর দেখা যাবে না ৷

Anushka Goswami
'রোশনাই’ ধারাবাহিক ছাড়লেন অনুষ্কা গোস্বামী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 20, 2024, 7:01 PM IST

কলকাতা, 20 নভেম্বর: ছোটপর্দায় দর্শদকের জন্য মন খারাপ করা খবর ৷ 'রোশনাই' ধারাবাহিকে আর দেখা যাবে না অনুষ্কা গোস্বামীকে ৷ এর মূল কারণ হল, ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন মূল চরিত্রাভিনেত্রী অনুষ্কা তরফে 'রোশনাই' । এমনই খবর ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রির অন্দরে ।

শোনা যাচ্ছে, ধারাবাহিক শুরুর সাত মাস কাটতে না কাটতেই হিরোইনের মুখ বদলের পথে হাঁটছেন নির্মাতা । এই জন্য রাজিও হয়েছেন অনুষ্কা গোস্বামী ৷ অভিনেত্রী নাকি তাঁর তরফ থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই ।

Anushka Goswami
অনুষ্কা গোস্বামী (নিজস্ব ছবি)

চলতি বছরের এপ্রিল মাসেই ছোটপর্দায় শুরু হয় 'রোশনাই' ধারাবাহিক । শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীর জুটিকে প্রথম দিন থেকেই ভালোবেসেছে দর্শক । শুরুর দিকে টিআরপি তালিকাতেও প্রথমের দিকেই ছিলেন তাঁরা । এবার মুখ্য চরিত্রের মুখ বদল হলে টিআরপি'র উপর প্রভাব পড়ে কি না সেটাই দেখার । তবে, অনুষ্কার জায়গায় কাকে দেখা যাবে রোশনাইয়ের চরিত্রে ? সেই ব্যাপারেও কানাঘুষো শোনা যাচ্ছে যে তিয়াসা লেপচাকে দেখা যেতে পারে এই চরিত্রে। লুক সেটও নাকি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 'বাংলা মিডিয়াম' শেষ করার পরে তিয়াসাকে আর দেখা যায়নি কোনও ধারাবাহিকে।

তবে প্রশ্ন উঠছে, হঠাৎই কেন সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা ৷ অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি এনওসি দিয়ে দিয়েছেন । 'রোশনাই' চরিত্রে তিনি আর অভিনয় করবেন না এরপর থেকে । ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন । তাই এই মুহূর্তে তাঁর পক্ষে সিরিয়ালের শুটিং করা সম্ভব নয় । তবে কী হয়েছে তাঁর, সেই ব্যাপারে মুখ খোলেননি অনুষ্কা । কাহিনিকার তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনও কথা বলেননি ।

Anushka Goswami
অনুষ্কা গোস্বামী (নিজস্ব ছবি)

এই ধারাবাহিকে অন্যান্য চরিত্রে রয়েছেন ভরত কল, ময়না মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, কুশল চক্রবর্তী, কমলিকা বন্দ্যোপাধ্যায় (মৃত দেখানো হয়েছে), উষসী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দিগন্ত বাগচী, রেশমি সেন, দীপান্বিতা হাজারি, লেখা চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, চুমকি চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রাজন্যা মিত্র-সহ আরও অনেকে ।

অনুষ্কা গোস্বামীকে এর আগে দেখা গিয়েছে 'গাঁটছড়া' ধারাবাহিকে । সেখানে ইন্সপেক্টর বহ্নিশিখা সিংহ রায় বা বনির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । টমবয় ক্যারেক্টার ছিল সেটি । বয়েস কাট চুলে দর্শকের মন জিতে নিয়েছিলেন অনুষ্কা । আর 'রোশনাই'তে এসে সুন্দরী অসহায় এক মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি । পাশাপাশি নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও লীনা গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন অনুষ্কাকে । তবে, সেই জার্নি শেষ হতে চলেছে তাঁর ।

কলকাতা, 20 নভেম্বর: ছোটপর্দায় দর্শদকের জন্য মন খারাপ করা খবর ৷ 'রোশনাই' ধারাবাহিকে আর দেখা যাবে না অনুষ্কা গোস্বামীকে ৷ এর মূল কারণ হল, ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন মূল চরিত্রাভিনেত্রী অনুষ্কা তরফে 'রোশনাই' । এমনই খবর ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রির অন্দরে ।

শোনা যাচ্ছে, ধারাবাহিক শুরুর সাত মাস কাটতে না কাটতেই হিরোইনের মুখ বদলের পথে হাঁটছেন নির্মাতা । এই জন্য রাজিও হয়েছেন অনুষ্কা গোস্বামী ৷ অভিনেত্রী নাকি তাঁর তরফ থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই ।

Anushka Goswami
অনুষ্কা গোস্বামী (নিজস্ব ছবি)

চলতি বছরের এপ্রিল মাসেই ছোটপর্দায় শুরু হয় 'রোশনাই' ধারাবাহিক । শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীর জুটিকে প্রথম দিন থেকেই ভালোবেসেছে দর্শক । শুরুর দিকে টিআরপি তালিকাতেও প্রথমের দিকেই ছিলেন তাঁরা । এবার মুখ্য চরিত্রের মুখ বদল হলে টিআরপি'র উপর প্রভাব পড়ে কি না সেটাই দেখার । তবে, অনুষ্কার জায়গায় কাকে দেখা যাবে রোশনাইয়ের চরিত্রে ? সেই ব্যাপারেও কানাঘুষো শোনা যাচ্ছে যে তিয়াসা লেপচাকে দেখা যেতে পারে এই চরিত্রে। লুক সেটও নাকি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 'বাংলা মিডিয়াম' শেষ করার পরে তিয়াসাকে আর দেখা যায়নি কোনও ধারাবাহিকে।

তবে প্রশ্ন উঠছে, হঠাৎই কেন সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা ৷ অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি এনওসি দিয়ে দিয়েছেন । 'রোশনাই' চরিত্রে তিনি আর অভিনয় করবেন না এরপর থেকে । ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন । তাই এই মুহূর্তে তাঁর পক্ষে সিরিয়ালের শুটিং করা সম্ভব নয় । তবে কী হয়েছে তাঁর, সেই ব্যাপারে মুখ খোলেননি অনুষ্কা । কাহিনিকার তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনও কথা বলেননি ।

Anushka Goswami
অনুষ্কা গোস্বামী (নিজস্ব ছবি)

এই ধারাবাহিকে অন্যান্য চরিত্রে রয়েছেন ভরত কল, ময়না মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, কুশল চক্রবর্তী, কমলিকা বন্দ্যোপাধ্যায় (মৃত দেখানো হয়েছে), উষসী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দিগন্ত বাগচী, রেশমি সেন, দীপান্বিতা হাজারি, লেখা চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, চুমকি চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রাজন্যা মিত্র-সহ আরও অনেকে ।

অনুষ্কা গোস্বামীকে এর আগে দেখা গিয়েছে 'গাঁটছড়া' ধারাবাহিকে । সেখানে ইন্সপেক্টর বহ্নিশিখা সিংহ রায় বা বনির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । টমবয় ক্যারেক্টার ছিল সেটি । বয়েস কাট চুলে দর্শকের মন জিতে নিয়েছিলেন অনুষ্কা । আর 'রোশনাই'তে এসে সুন্দরী অসহায় এক মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি । পাশাপাশি নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও লীনা গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন অনুষ্কাকে । তবে, সেই জার্নি শেষ হতে চলেছে তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.