ETV Bharat / state

রাজ্য দিয়েছে 75 লাখ, আড়ে বহরে বাড়ছে 'মা ফিরে এল' আর্ট গ্যালারি - MAA FIRE ELO ART GALLERY

কাজ শেষ হতে মাস তিনেক সময় লাগবে ৷ বর্ধিত অংশটি তৈরি হলে সেখানে কমপক্ষে 10 থেকে 12টি আরও দুর্গা প্রতিমা সংরক্ষণ করা যাবে ।

MAA FIRE ELO Art Gallery
আরও দুর্গা প্রতিমা সংরক্ষণের জন্য আয়তনে বাড়ছে 'মা ফিরে এল' গ্যালারি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 7:11 PM IST

কলকাতা, 20 নভেম্বর: রবীন্দ্র সরোবরে এবার দুর্গা প্রতিমার গ্যালারি 'মা ফিরে এল' বাড়ছে আড়ে বহরে । স্থান পাবে আরও বেশি সংখ্যায় প্রতিমা । পরিবেশ আদালতের নির্দেশ মেনেই শুরু হয়েছে গ্যালারির বর্ধিত অংশের কাজ । এই কাজের জন্য রাজ্যের তরফে মিলেছে 75 লক্ষ টাকা । এই গোটা কাজটাই করছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি ।

বর্তমানে গ্যালারিতে 13 থেকে 14টি দুর্গা প্রতিমা রয়েছে । সরকারি সংস্থার পরিত্যক্ত গুদামকে সংস্কার করে শুরু হয়েছিল প্রতিমা সংরক্ষণের জন্য 'মা ফিরে এল' আর্ট গ্যালারি । শুরুর পরে তা দর্শকদের মন কেড়েছে । তবে স্থান সংকুলানের অভাবে রাজ্য সরকারের তরফে অনুরোধ এলেও প্রতিবছর বেশি পরিমাণ দুর্গা প্রতিমা রাখতে পারে না কর্তৃপক্ষ । বর্ধিত অংশটি তৈরি হলে সেখানে কমপক্ষে আরও 10 থেকে 12টি দুর্গা প্রতিমা সংরক্ষণ করা যাবে ।

MAA FIRE ELO Art Gallery
'মা ফিরে এল' আর্ট গ্যালারি (নিজস্ব ছবি)

এই গ্যালারিতে প্রথম স্থান পেয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীর প্রতিমা শিল্পী ভবতোষ সুতারের তৈরি মূর্তি । কেএমডিএ প্রতি বছর পুরোনো বেশকিছু মূর্তি সরিয়ে নতুন মূর্তি সংরক্ষণ করে । তবে মাটির মূর্তি সংরক্ষণ করতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে । তাই তারা অনুরোধ করে যে, কাঠ বা ফাইবার বা কোনও ধাতব বস্তু দিয়ে তৈরি প্রতিমা এই গ্যালারিতে সংরক্ষণের জন্য পাঠাতে । পুরনো মূর্তিগুলো পাঠানো হয় ধাপায় ।

কেএমডিএ সূত্রে খবর, চলতি বছরে পুজো মিটতেই সম্প্রতি সেই গ্যালারির বর্ধিতকরণের কাজ শুরু হয়েছে । মাস তিনেক সময় লাগবে সম্পূর্ণ কাজ শেষ করতে । এখন লোহার কাঠামোর কাজ চলছে । এরপর ফাইবার গ্লাস দিয়ে ওয়াল তৈরি হবে । গোটা নির্মাণকাজ পরিবেশ বান্ধব ভাবে করার দিকেই নজর রাখছে কর্তৃপক্ষ, কারণ পরিবেশ আদালতের নির্দেশ অনুসারে রবীন্দ্র সরোবরে কোথাও কংক্রিট কাঠামো করা যাবে না ।

MAA FIRE ELO Art Gallery
রবীন্দ্র সরোবরে রয়েছে এই গ্যালারি (নিজস্ব ছবি)

সরোবরের দক্ষিণ দিকে এই প্রতিমা সংরক্ষণ গ্যালারি । এই গ্যালারি চত্বরে বেশ কয়েকটি প্রতিমা বাঁশ ও ত্রিপল কাঠামো করে রাখা হয়েছে । এই বর্ধিত গ্যালারির কাজ শেষ হলে ওই অংশ খুলে ফেলা হবে । এই বিষয়ে কেএমডিএ'র এক আধিকারিক বলেন, "প্রতি বছর সরকারের তরফে অনুরোধ আসে এই গ্যালারিতে মূর্তি রাখার । কিন্তু জায়গা খুবই ছোট্ট । নতুন মূর্তি রাখার কারণে পুরোনো মূর্তি সরিয়ে ফেলি । যদিও এইবার সেই অর্থে মূর্তি আসেনি । গ্যালারি বর্ধিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে । মাস তিন সময় লাগবে গোটা কাজ শেষ হতে ।"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেয় 2012 সালে রবীন্দ্র সরোবরের দক্ষিণ দিকে পড়ে থাকা সরকারি পরিত্যক্ত একটি গুদাম ও তার চারপাশ নিয়ে তৈরি হয়েছিল 'মা ফিরে এল' আর্ট গ্যালারি । মূল গ্যালারি প্রায় 3000 বর্গ ফুট এলাকা নিয়ে তৈরি । নতুন বর্ধিত অংশটি কমবেশি 10 কাঠা জমির উপর হচ্ছে ।

MAA FIRE ELO Art Gallery
10 থেকে 12টি আরও দুর্গা প্রতিমা সংরক্ষণ করা যাবে (নিজস্ব ছবি)

প্রতি বছর দুর্গা প্রতিমা বিসর্জনের পরে এই গ্যালারিতে দর্শক সমাগম লক্ষ্য করা যায় । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু । তিনি বলেন, "নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ । মানুষ পরে গিয়েও তার পছন্দের বেশ কিছু মূর্তি দেখতে পারবেন । তবে আমার অনুরোধ থাকবে, পুজো করা ঠাকুরগুলো যাতে পরিচ্ছন্ন ভাবে রাখা হয় । উপযুক্ত ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ।"

কলকাতা, 20 নভেম্বর: রবীন্দ্র সরোবরে এবার দুর্গা প্রতিমার গ্যালারি 'মা ফিরে এল' বাড়ছে আড়ে বহরে । স্থান পাবে আরও বেশি সংখ্যায় প্রতিমা । পরিবেশ আদালতের নির্দেশ মেনেই শুরু হয়েছে গ্যালারির বর্ধিত অংশের কাজ । এই কাজের জন্য রাজ্যের তরফে মিলেছে 75 লক্ষ টাকা । এই গোটা কাজটাই করছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি ।

বর্তমানে গ্যালারিতে 13 থেকে 14টি দুর্গা প্রতিমা রয়েছে । সরকারি সংস্থার পরিত্যক্ত গুদামকে সংস্কার করে শুরু হয়েছিল প্রতিমা সংরক্ষণের জন্য 'মা ফিরে এল' আর্ট গ্যালারি । শুরুর পরে তা দর্শকদের মন কেড়েছে । তবে স্থান সংকুলানের অভাবে রাজ্য সরকারের তরফে অনুরোধ এলেও প্রতিবছর বেশি পরিমাণ দুর্গা প্রতিমা রাখতে পারে না কর্তৃপক্ষ । বর্ধিত অংশটি তৈরি হলে সেখানে কমপক্ষে আরও 10 থেকে 12টি দুর্গা প্রতিমা সংরক্ষণ করা যাবে ।

MAA FIRE ELO Art Gallery
'মা ফিরে এল' আর্ট গ্যালারি (নিজস্ব ছবি)

এই গ্যালারিতে প্রথম স্থান পেয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীর প্রতিমা শিল্পী ভবতোষ সুতারের তৈরি মূর্তি । কেএমডিএ প্রতি বছর পুরোনো বেশকিছু মূর্তি সরিয়ে নতুন মূর্তি সংরক্ষণ করে । তবে মাটির মূর্তি সংরক্ষণ করতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে । তাই তারা অনুরোধ করে যে, কাঠ বা ফাইবার বা কোনও ধাতব বস্তু দিয়ে তৈরি প্রতিমা এই গ্যালারিতে সংরক্ষণের জন্য পাঠাতে । পুরনো মূর্তিগুলো পাঠানো হয় ধাপায় ।

কেএমডিএ সূত্রে খবর, চলতি বছরে পুজো মিটতেই সম্প্রতি সেই গ্যালারির বর্ধিতকরণের কাজ শুরু হয়েছে । মাস তিনেক সময় লাগবে সম্পূর্ণ কাজ শেষ করতে । এখন লোহার কাঠামোর কাজ চলছে । এরপর ফাইবার গ্লাস দিয়ে ওয়াল তৈরি হবে । গোটা নির্মাণকাজ পরিবেশ বান্ধব ভাবে করার দিকেই নজর রাখছে কর্তৃপক্ষ, কারণ পরিবেশ আদালতের নির্দেশ অনুসারে রবীন্দ্র সরোবরে কোথাও কংক্রিট কাঠামো করা যাবে না ।

MAA FIRE ELO Art Gallery
রবীন্দ্র সরোবরে রয়েছে এই গ্যালারি (নিজস্ব ছবি)

সরোবরের দক্ষিণ দিকে এই প্রতিমা সংরক্ষণ গ্যালারি । এই গ্যালারি চত্বরে বেশ কয়েকটি প্রতিমা বাঁশ ও ত্রিপল কাঠামো করে রাখা হয়েছে । এই বর্ধিত গ্যালারির কাজ শেষ হলে ওই অংশ খুলে ফেলা হবে । এই বিষয়ে কেএমডিএ'র এক আধিকারিক বলেন, "প্রতি বছর সরকারের তরফে অনুরোধ আসে এই গ্যালারিতে মূর্তি রাখার । কিন্তু জায়গা খুবই ছোট্ট । নতুন মূর্তি রাখার কারণে পুরোনো মূর্তি সরিয়ে ফেলি । যদিও এইবার সেই অর্থে মূর্তি আসেনি । গ্যালারি বর্ধিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে । মাস তিন সময় লাগবে গোটা কাজ শেষ হতে ।"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেয় 2012 সালে রবীন্দ্র সরোবরের দক্ষিণ দিকে পড়ে থাকা সরকারি পরিত্যক্ত একটি গুদাম ও তার চারপাশ নিয়ে তৈরি হয়েছিল 'মা ফিরে এল' আর্ট গ্যালারি । মূল গ্যালারি প্রায় 3000 বর্গ ফুট এলাকা নিয়ে তৈরি । নতুন বর্ধিত অংশটি কমবেশি 10 কাঠা জমির উপর হচ্ছে ।

MAA FIRE ELO Art Gallery
10 থেকে 12টি আরও দুর্গা প্রতিমা সংরক্ষণ করা যাবে (নিজস্ব ছবি)

প্রতি বছর দুর্গা প্রতিমা বিসর্জনের পরে এই গ্যালারিতে দর্শক সমাগম লক্ষ্য করা যায় । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু । তিনি বলেন, "নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ । মানুষ পরে গিয়েও তার পছন্দের বেশ কিছু মূর্তি দেখতে পারবেন । তবে আমার অনুরোধ থাকবে, পুজো করা ঠাকুরগুলো যাতে পরিচ্ছন্ন ভাবে রাখা হয় । উপযুক্ত ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.