ETV Bharat / state

ফিল্মি কায়দায় মহিলার গলার সোনার চেন ছিনতাই, লালবাজারের জালে 2 - GOLD CHAIN ROBBERY

গড়িয়াহাট থানা এলাকায় ঘটনাটি ঘটে ৷ প্রকাশ্যে স্কুটি নিয়ে এসে মহিলার গলা থেকে 10 গ্রাম ওজনের সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় যুবকেরা ৷

gold chain robbery
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 7:58 PM IST

Updated : Feb 1, 2025, 8:12 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: শহরে ফের ছিনতাই । পার্কস্ট্রিটের পর এবার ঘটনাস্থল গড়িয়াহাট থানা । স্কুটি চালিয়ে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ । অবশেষে ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ল দুই অভিযুক্ত । তাঁদের নাম দীবেশ ঝা এবং ইমরান নাজির ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "দীবেশের গিরিশ পার্কের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । পাশাপাশি বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমরানকে ।"

gold chain robbery
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া গলার চেন (নিজস্ব ছবি)

লালবাজার সূত্রে খবর, ঘটনার পর প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয় ৷ তাই প্রথম স্থানীয় থানার পুলিশ এই ঘটনার তদন্তে নামে । কিন্তু পরে সেই তদন্তভার চলে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে । তদন্তে নেমে গড়িয়াহাট থানা এলাকার ঘটনাস্থলে আসেন গোয়েন্দারা । রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা । পরে সেখান থেকে দু'জনকে চিহ্নিত করা হয় । ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত স্কুটির নম্বর প্লেট দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয় বলে জানা গিয়েছে । পাশাপাশি উদ্ধার হয় মহিলার খোয়া যাওয়া গলার চেন । সেটির ওজন প্রায় 10 গ্রাম ।

পুলিশের তরফে জানা গিয়েছে, ইদানীং পার্কসার্কাসে একটি ছিনতাই গ্যাংয়ের হদিশ পেয়েছে লালবাজার । ইতিমধ্যেই কড়েয়া, বেনিয়াপুকুর, তিলজলা, তপসিয়া থানায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর । জানা গিয়েছে, ছিনতাইকারীরা মুখে কালো কাপড় বেঁধে পর পর অপরাধের ঘটনা ওই এলাকায় ঘটাচ্ছিল । যদিও গড়িয়াহাটে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে পার্কসার্কাসের ওই ছিনতাইকারী গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

gold chain robbery
গ্রেফতার হওয়া অভিযুক্ত (নিজস্ব ছবি)
gold chain robbery
গ্রেফতার হওয়া অভিযুক্ত (নিজস্ব ছবি)

সম্প্রতি পার্কস্ট্রিট থানা এলাকায় একটি প্রযোজনা সংস্থার অফিসে দিনের বেলায় ঢুকে মোট সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক । পরে অবশ্য লালবাজারের গোয়েন্দাদের হাতে দুই অভিযুক্তই গ্রেফতার হয় । তবে শহরের বুকে পর পর এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন লালবাজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অন্তর্গত অ্যান্টি স্যানাচিং বিভাগকে উন্নত করা হয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের ওয়াচ সেকশনকে মজবুত করা হয়েছে ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি: শহরে ফের ছিনতাই । পার্কস্ট্রিটের পর এবার ঘটনাস্থল গড়িয়াহাট থানা । স্কুটি চালিয়ে এসে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ । অবশেষে ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ল দুই অভিযুক্ত । তাঁদের নাম দীবেশ ঝা এবং ইমরান নাজির ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "দীবেশের গিরিশ পার্কের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । পাশাপাশি বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমরানকে ।"

gold chain robbery
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া গলার চেন (নিজস্ব ছবি)

লালবাজার সূত্রে খবর, ঘটনার পর প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয় ৷ তাই প্রথম স্থানীয় থানার পুলিশ এই ঘটনার তদন্তে নামে । কিন্তু পরে সেই তদন্তভার চলে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে । তদন্তে নেমে গড়িয়াহাট থানা এলাকার ঘটনাস্থলে আসেন গোয়েন্দারা । রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা । পরে সেখান থেকে দু'জনকে চিহ্নিত করা হয় । ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত স্কুটির নম্বর প্লেট দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয় বলে জানা গিয়েছে । পাশাপাশি উদ্ধার হয় মহিলার খোয়া যাওয়া গলার চেন । সেটির ওজন প্রায় 10 গ্রাম ।

পুলিশের তরফে জানা গিয়েছে, ইদানীং পার্কসার্কাসে একটি ছিনতাই গ্যাংয়ের হদিশ পেয়েছে লালবাজার । ইতিমধ্যেই কড়েয়া, বেনিয়াপুকুর, তিলজলা, তপসিয়া থানায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর । জানা গিয়েছে, ছিনতাইকারীরা মুখে কালো কাপড় বেঁধে পর পর অপরাধের ঘটনা ওই এলাকায় ঘটাচ্ছিল । যদিও গড়িয়াহাটে মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে পার্কসার্কাসের ওই ছিনতাইকারী গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

gold chain robbery
গ্রেফতার হওয়া অভিযুক্ত (নিজস্ব ছবি)
gold chain robbery
গ্রেফতার হওয়া অভিযুক্ত (নিজস্ব ছবি)

সম্প্রতি পার্কস্ট্রিট থানা এলাকায় একটি প্রযোজনা সংস্থার অফিসে দিনের বেলায় ঢুকে মোট সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক । পরে অবশ্য লালবাজারের গোয়েন্দাদের হাতে দুই অভিযুক্তই গ্রেফতার হয় । তবে শহরের বুকে পর পর এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন লালবাজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অন্তর্গত অ্যান্টি স্যানাচিং বিভাগকে উন্নত করা হয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের ওয়াচ সেকশনকে মজবুত করা হয়েছে ।

Last Updated : Feb 1, 2025, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.