ETV Bharat / business

বিমা ক্ষেত্রে বড় ঘোষণা ! সরাসরি 100% বিদেশী বিনিয়োগের প্রস্তাব - UNION BUDGET 2025

বিমা খাতে এফডিআই সীমা বাড়ানোর পর বিমা কোম্পানিগুলির শেয়ার বেড়েছে। এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আইসিআইসিআই প্রুডেনশিয়ালের শেয়ার দর বেড়েছে।

Govt set to hike FDI limit for insurance
বিমা ক্ষেত্রে সরাসরি 100% বিদেশী বিনিয়োগের প্রস্তাব (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 1, 2025, 8:06 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেটে বিমা খাতের জন্য একটি বড় ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিমা খাতে এফডিআই বা সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করার প্রস্তাব করেছেন। তিনি বলেন, পেনশন পণ্যগুলির নিয়ন্ত্রক সমন্বয় এবং উন্নয়নের জন্য একটি ফোরাম প্রতিষ্ঠা করা হবে। কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার জন্য 2025 সালে একটি সংশোধিত কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি চালু করা হবে।

অর্থমন্ত্রী বলেন, "আয়করের ক্ষেত্রে আগে ভরসা, তারপর তদন্তের ওপর জোর দেওয়া হবে। আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আসবে। বিমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হবে। জন বিশ্বাস বিল 2.0-এর অধীনে একশোটিরও বেশি বিধানগুলিকে ভারতে বিনিয়োগ করার জন্য কোম্পানিগুলিকে নিশ্চিত করা হবে৷

বিমা কোম্পানিগুলি ক্রেতাদের জন্য কর ছাড়ের সুবিধা এবং আসন্ন কেন্দ্রীয় বাজেটে পলিসি বিক্রির জন্য প্রণোদনা চেয়েছিল। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) অনুযায়ী, দেশের বিমা প্রয়োগ 2022-23 সালে 4 শতাংশের তুলনায় 2023-24 সালে 3.7 শতাংশ হবে৷ 2023-24 সালে জীবন বিমা ক্ষেত্রের সম্প্রসারণ গত বছরের 3 শতাংশ থেকে 2.8 শতাংশে সামান্য হ্রাস পেয়েছে।

বিমা খাতে এফডিআই সীমা বাড়ানোর পর বিমা কোম্পানিগুলির শেয়ার বেড়েছে। এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ এবং আইসিআইসিআই প্রুডেনশিয়ালের শেয়ার দরে তীব্র বৃদ্ধি দেখা গিয়েছে। সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা 2015 সালে 26 শতাংশ থেকে 49 শতাংশ করা হয় ৷ তারপর এই সীমা 2021 সালে 74 শতাংশে উন্নীত করা হয়েছিল। এবার তা বাড়িয়ে 100 শতাংশ করার প্রস্তাব দেওয়া হল ৷

আরও পড়ুন
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর
চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%, 2026-এ 4.4 শতাংশের লক্ষ্যমাত্রা
দেশে 120টি নতুন বিমানবন্দর তৈরি করবে কেন্দ্র, UDAN প্রকল্প নিয়ে ঘোষণা বাজেটে

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেটে বিমা খাতের জন্য একটি বড় ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিমা খাতে এফডিআই বা সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করার প্রস্তাব করেছেন। তিনি বলেন, পেনশন পণ্যগুলির নিয়ন্ত্রক সমন্বয় এবং উন্নয়নের জন্য একটি ফোরাম প্রতিষ্ঠা করা হবে। কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার জন্য 2025 সালে একটি সংশোধিত কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি চালু করা হবে।

অর্থমন্ত্রী বলেন, "আয়করের ক্ষেত্রে আগে ভরসা, তারপর তদন্তের ওপর জোর দেওয়া হবে। আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আসবে। বিমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হবে। জন বিশ্বাস বিল 2.0-এর অধীনে একশোটিরও বেশি বিধানগুলিকে ভারতে বিনিয়োগ করার জন্য কোম্পানিগুলিকে নিশ্চিত করা হবে৷

বিমা কোম্পানিগুলি ক্রেতাদের জন্য কর ছাড়ের সুবিধা এবং আসন্ন কেন্দ্রীয় বাজেটে পলিসি বিক্রির জন্য প্রণোদনা চেয়েছিল। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) অনুযায়ী, দেশের বিমা প্রয়োগ 2022-23 সালে 4 শতাংশের তুলনায় 2023-24 সালে 3.7 শতাংশ হবে৷ 2023-24 সালে জীবন বিমা ক্ষেত্রের সম্প্রসারণ গত বছরের 3 শতাংশ থেকে 2.8 শতাংশে সামান্য হ্রাস পেয়েছে।

বিমা খাতে এফডিআই সীমা বাড়ানোর পর বিমা কোম্পানিগুলির শেয়ার বেড়েছে। এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ এবং আইসিআইসিআই প্রুডেনশিয়ালের শেয়ার দরে তীব্র বৃদ্ধি দেখা গিয়েছে। সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা 2015 সালে 26 শতাংশ থেকে 49 শতাংশ করা হয় ৷ তারপর এই সীমা 2021 সালে 74 শতাংশে উন্নীত করা হয়েছিল। এবার তা বাড়িয়ে 100 শতাংশ করার প্রস্তাব দেওয়া হল ৷

আরও পড়ুন
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর
চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%, 2026-এ 4.4 শতাংশের লক্ষ্যমাত্রা
দেশে 120টি নতুন বিমানবন্দর তৈরি করবে কেন্দ্র, UDAN প্রকল্প নিয়ে ঘোষণা বাজেটে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.