ETV Bharat / bharat

Child Stabbed to Death: পরিযায়ী শ্রমিকদের ঝামেলার বলি শিশু, কুপিয়ে হত্যা কেরলে

কেরলের (Kerala Murder Case) ত্রিশূরে পরিযায়ী শ্রমিকদের মধ্যে ঝামেলার বলি হল শিশু (Child Stabbed to Death)৷ তাকে কুপিয়ে হত্যা করা হল ৷ পুলিশ অভিযুক্তকে আটক করেছে (Conflict between migrant workers)৷

Child Stabbed to Death ETV Bharat
শিশুকে কুপিয়ে হত্যা
author img

By

Published : Mar 30, 2023, 3:10 PM IST

ত্রিশূর (কেরল), 30 মার্চ: পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংঘর্ষের বলি হল এক শিশু (Child Stabbed to Death)৷ ঝামেলা চলাকালীন কুপিয়ে হত্যা করা হল পাঁচ বছরের একটি ছেলেকে । কেরলের (Kerala Murder Case) ত্রিশূরে মুপলিয়ামে ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের ছেলে নাজিরুল ইসলামের (Conflict between migrant workers)। শিশুটির মা নাজিমা কাট্টু ও অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন । এই ঘটনায় অভিযুক্ত তাঁদেরই নিকটাত্মীয় জামাল হোসেন ৷ তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা ৷

আজ সকালে ত্রিশূরে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে যে, সম্পত্তি বা অর্থের বিরোধের ফলে হিংসার ঘটনা ঘটে ৷ অভিযুক্ত জামাল হোসেন সেখানে যান গত পরশু । পরে রাতে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় । সেই রেশ চলতে থাকে আজ সকালেও ৷

পুলিশ জানিয়েছে, সকালে ঝগড়া আরও তীব্র আকার নেয় ৷ তখনই যে পরিযায়ী শ্রমিকের সঙ্গে জামালের ঝামেলা হচ্ছিল, তাঁর ছেলে নাজিরুল ইসলামের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় পাঁচ বছরের শিশুটি ৷ রক্তে ভেসে যায় চারিদিক ৷ নাজিরুলকে সঙ্গে সঙ্গে পুডুক্কাদ তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: রান্না না-করায় অসুস্থ স্ত্রী'কে পিটিয়ে মারল স্বামী

ছেলেকে রক্ষা করতে গিয়ে হাতে ছুরির আঘাত লাগে মৃত শিশুটির মা নাজিমার ৷ জামালকে রুখতে গিয়ে আহত হয়েছেন আরও এক শ্রমিক । আহত দুজনকেই ত্রিশূর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত জামাল হোসেনকে বাকি শ্রমিকরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ও পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ জামালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ত্রিশূর (কেরল), 30 মার্চ: পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংঘর্ষের বলি হল এক শিশু (Child Stabbed to Death)৷ ঝামেলা চলাকালীন কুপিয়ে হত্যা করা হল পাঁচ বছরের একটি ছেলেকে । কেরলের (Kerala Murder Case) ত্রিশূরে মুপলিয়ামে ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের ছেলে নাজিরুল ইসলামের (Conflict between migrant workers)। শিশুটির মা নাজিমা কাট্টু ও অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন । এই ঘটনায় অভিযুক্ত তাঁদেরই নিকটাত্মীয় জামাল হোসেন ৷ তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা ৷

আজ সকালে ত্রিশূরে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে যে, সম্পত্তি বা অর্থের বিরোধের ফলে হিংসার ঘটনা ঘটে ৷ অভিযুক্ত জামাল হোসেন সেখানে যান গত পরশু । পরে রাতে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় । সেই রেশ চলতে থাকে আজ সকালেও ৷

পুলিশ জানিয়েছে, সকালে ঝগড়া আরও তীব্র আকার নেয় ৷ তখনই যে পরিযায়ী শ্রমিকের সঙ্গে জামালের ঝামেলা হচ্ছিল, তাঁর ছেলে নাজিরুল ইসলামের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় পাঁচ বছরের শিশুটি ৷ রক্তে ভেসে যায় চারিদিক ৷ নাজিরুলকে সঙ্গে সঙ্গে পুডুক্কাদ তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: রান্না না-করায় অসুস্থ স্ত্রী'কে পিটিয়ে মারল স্বামী

ছেলেকে রক্ষা করতে গিয়ে হাতে ছুরির আঘাত লাগে মৃত শিশুটির মা নাজিমার ৷ জামালকে রুখতে গিয়ে আহত হয়েছেন আরও এক শ্রমিক । আহত দুজনকেই ত্রিশূর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত জামাল হোসেনকে বাকি শ্রমিকরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ও পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ জামালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.