ETV Bharat / bharat

সেন্ট্রাল ভিস্তা অত্যাবশ্যক, কাজ চলবে ; স্থগিতাদেশের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টের - সেন্ট্রাল ভিস্তা

সেন্ট্রাল ভিস্তার কাজে স্থগিতাদেশের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট ৷

সেন্ট্রাল ভিস্তা
সেন্ট্রাল ভিস্তা
author img

By

Published : May 31, 2021, 11:12 AM IST

Updated : May 31, 2021, 12:08 PM IST

নিউ দিল্লি, 31 মে : সেন্ট্রাল ভিস্তা অত্যাবশ্যক ৷ তাই এর কাজ চালু থাকবে ৷ সেন্ট্রাল ভিস্তার কাজে স্থগিতাদেশের আর্জি খারিজ করে বলল দিল্লি হাইকোর্ট ৷ শুধু তাই নয়, আবেদনকারীকে 1 লক্ষ টাকার জরিমানাও করেছে প্রধান বিচারপতি ডিএন প্য়াটেল আর বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ ৷

দিল্লি হাইকোর্ট আজ জোর দিয়ে বলে, সেন্ট্রাল ভিস্তা নির্মাণ কাজ বন্ধের কোনও প্রশ্নই ওঠে না, আর "শ্রমিকরা তো ওই জায়গাতেই রয়েছে" ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স নেই, হাসপাতাল থেকে হেঁটে ফেরার পথে মহিলাকে ধষর্ণের অভিযোগ

প্যানডেমিক পরিস্থিতিতে লক্ষ লক্ষ লোকের সংক্রামিত হওয়ার সময়ে এই কাজ চলা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ সেন্ট্রাল ভিস্তা নির্মাণের দায়িত্বে থাকা শাপুরজি পালুনজি গ্রুপকে এ বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে ৷

সেন্ট্রাল ভিস্তার তৈরিতে বহু শ্রমিকের করোনা সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই এই কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন অন্য মালহোত্রা আর সোহেল হাশমি ৷ তাঁদের আবেদনে "সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট" হিসেবে উল্লেখ করা হয়নি ৷ লেখা হয়েছে "সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ বা রাজপথের পুনর্নির্মাণে সীমাবদ্ধ", যেখানে প্রজাতন্ত্র দিবসে প্যারেড অনুষ্ঠিত হয় ৷ এখানে বলা হয়েছে, রাজপথে সাধারণ মানুষের জন্য শৌচাগার নির্মাণ হচ্ছে, রাস্তা, পার্কিংয়ের জায়গা, পথচারীদের জন্য চারটে ভূগর্ভস্থ পথ তৈরি হচ্ছে আর পাশাপাশি "নালা, ব্রিজ, বাগান, লাইট এরকম আরও বেশ কিছুর সৌন্দর্যায়ন হচ্ছে ৷"

নিউ দিল্লি, 31 মে : সেন্ট্রাল ভিস্তা অত্যাবশ্যক ৷ তাই এর কাজ চালু থাকবে ৷ সেন্ট্রাল ভিস্তার কাজে স্থগিতাদেশের আর্জি খারিজ করে বলল দিল্লি হাইকোর্ট ৷ শুধু তাই নয়, আবেদনকারীকে 1 লক্ষ টাকার জরিমানাও করেছে প্রধান বিচারপতি ডিএন প্য়াটেল আর বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ ৷

দিল্লি হাইকোর্ট আজ জোর দিয়ে বলে, সেন্ট্রাল ভিস্তা নির্মাণ কাজ বন্ধের কোনও প্রশ্নই ওঠে না, আর "শ্রমিকরা তো ওই জায়গাতেই রয়েছে" ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স নেই, হাসপাতাল থেকে হেঁটে ফেরার পথে মহিলাকে ধষর্ণের অভিযোগ

প্যানডেমিক পরিস্থিতিতে লক্ষ লক্ষ লোকের সংক্রামিত হওয়ার সময়ে এই কাজ চলা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ সেন্ট্রাল ভিস্তা নির্মাণের দায়িত্বে থাকা শাপুরজি পালুনজি গ্রুপকে এ বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে ৷

সেন্ট্রাল ভিস্তার তৈরিতে বহু শ্রমিকের করোনা সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই এই কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন অন্য মালহোত্রা আর সোহেল হাশমি ৷ তাঁদের আবেদনে "সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট" হিসেবে উল্লেখ করা হয়নি ৷ লেখা হয়েছে "সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ বা রাজপথের পুনর্নির্মাণে সীমাবদ্ধ", যেখানে প্রজাতন্ত্র দিবসে প্যারেড অনুষ্ঠিত হয় ৷ এখানে বলা হয়েছে, রাজপথে সাধারণ মানুষের জন্য শৌচাগার নির্মাণ হচ্ছে, রাস্তা, পার্কিংয়ের জায়গা, পথচারীদের জন্য চারটে ভূগর্ভস্থ পথ তৈরি হচ্ছে আর পাশাপাশি "নালা, ব্রিজ, বাগান, লাইট এরকম আরও বেশ কিছুর সৌন্দর্যায়ন হচ্ছে ৷"

Last Updated : May 31, 2021, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.