ETV Bharat / bharat

Mid-day Meal: মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে 30 জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল - Mid day Meal

সম্প্রতি বিভিন্ন অভিযোগ উঠেছে মিড-ডে মিল প্রকল্প নিয়ে । শুরু হয়েছে রাজনৈতির চাপানউতোর । তারমধ্যেই এবার মিড-ডে মিল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Delegation to inspect the quality of Mid-day Meals) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 25, 2023, 9:07 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা নিয়ে সরব হয়েছেন । জানা গিয়েছে, আগামী 30 জানুয়ারি জেলায় জেলায় বিভিন্ন স্কুলে মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । 6 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন জেলায় ঘুরে পরিদর্শন করবেন । যদিও যৌথভাবে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের উপস্থিতিতেই মিড-ডে মিলে দেওয়া খাবারের মান নিয়ে পর্যালোচনা করা হবে । এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই পরিদর্শক দলের সঙ্গে থাকবেন পুষ্টি বিশেষজ্ঞেরাও । মূলত 16 দফা গাইডলাইনের ভিত্তিতে এই পরিদর্শন করা হবে । দেখা হবে, বিদ্যালয়ের চৌহদ্দিতে যোগ দেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য যে খাবার স্কুলগুলিতে দেওয়া হচ্ছে, তা আদৌ স্বাস্থ্যসম্মত কি না (Central Delegation to inspect the quality of Mid-day Meals) ।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে স্কুলগুলিতে দেওয়া মিড-ডে মিলের মান যাচাই করতে শুরু করেছে রাজ্যের প্রতিনিধি দল । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া 16 দফা গাইডলাইনকে মাথায় রেখেই স্কুলে স্কুলে পরিদর্শন শুরু করেছে রাজ্যের প্রতিনিধিরা । খতিয়ে দেখা হচ্ছে, রাজ্যের তরফ থেকে যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, ছাত্র-ছাত্রীর বা শিশুদের জন্য তা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিড-ডে মিলের চালের গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে । একইভাবে চাল চুরির অভিযোগও উঠেছে একাধিক জায়গায় ।

বেশ কয়েকটি জায়গায় খাবারে একাধিকবার টিকটিকি, পোকামাঁকড় পাওয়ার অভিযোগ উঠেছে । সবকিছু পর্যালোচনা করেই সামগ্রিকভাবে ছাত্র-ছাত্রীদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তা যে ফুল প্রুফ তা দেখাতে উৎসাহী রাজ্য । সেই জন্যই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই রাজ্যের তরফ থেকে প্রতিনিধিদল জেলায় জেলায় ঘুরছে ।

এই কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা নিয়ে ফের উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য-রাজনীতি । বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে খোলা মঞ্চ থেকেই বলতে শোনা গিয়েছে, "বাংলায় চকলেট বোম ফাটলে এনআইএ চলে আসছে, উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে । অথচ বিজেপিশাসিত রাজ্যে গুলি করে মেরে ফেললেও কোনও টিম আসে না ।" অন্যদিকে, এই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । তিনি এই নিয়ে কেন্দ্রকে দোষারোপ করে বলেন, "মিড-ডে মিলে দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্রীয় দল আসছে ।" তাঁর কথায়, মিড-ডে মিলে সাপ-ব্যাঙ পাওয়া যাচ্ছে । বলা হয়েছিল মিড-ডে মিলে মুরগি খাওয়ানো হবে । তার বদলে এখন সাপের মাংস দেওয়া হচ্ছে, স্বাভাবিক কারণেই প্রতিনিধিদল আসা উচিত । বিভিন্ন ক্ষেত্রে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, শিশুদের জন্য দেওয়া মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ ওঠে, তখন কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা ছাড়া কোনও উপায় থাকে না ।

আরও পড়ুন: মিড-ডে মিলে বরাদ্দ 24 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে খরচের অভিযোগ, সরব সিপিআইএম

এর পালটা জবাব দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও । তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে শিক্ষানবিশ আখ্যা দিয়েছেন । তিনি বলেন, "আমি সুকান্তবাবুকে মনে করিয়ে দিতে চাই, সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মিড-ডে মিল খেয়ে কতজন শিশু মারা গিয়েছে ! বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মিড-ডে মিল খেয়ে মৃত্যুর সংখ্যা কত ! সুকান্ত মজুমদারের কি জানা আছে ? মিড-ডে মিলের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কত টাকা বকেয়া রয়েছে । সুকান্ত মজুমদারের কি জানা আছে মিড-ডে মিলের জন্য বরাদ্দ কত ! রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেই এ রাজ্যের শিশুরা মিড-ডে মিল পাচ্ছেন । ওনার যদি সামান্য বুদ্ধি থাকে, তাহলে এইসব রাজনৈতিক তরজা না-করে উনি কেন্দ্রের কাছে দরবার করে মিড-ডে মিলের জন্য বকেয়া দ্রুত দেওয়ার কথা বলুন । তাতেই বরঞ্চ রাজ্যের মানুষের উপকার হবে ।"

কলকাতা, 25 জানুয়ারি: মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা নিয়ে সরব হয়েছেন । জানা গিয়েছে, আগামী 30 জানুয়ারি জেলায় জেলায় বিভিন্ন স্কুলে মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । 6 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন জেলায় ঘুরে পরিদর্শন করবেন । যদিও যৌথভাবে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের উপস্থিতিতেই মিড-ডে মিলে দেওয়া খাবারের মান নিয়ে পর্যালোচনা করা হবে । এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই পরিদর্শক দলের সঙ্গে থাকবেন পুষ্টি বিশেষজ্ঞেরাও । মূলত 16 দফা গাইডলাইনের ভিত্তিতে এই পরিদর্শন করা হবে । দেখা হবে, বিদ্যালয়ের চৌহদ্দিতে যোগ দেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য যে খাবার স্কুলগুলিতে দেওয়া হচ্ছে, তা আদৌ স্বাস্থ্যসম্মত কি না (Central Delegation to inspect the quality of Mid-day Meals) ।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে স্কুলগুলিতে দেওয়া মিড-ডে মিলের মান যাচাই করতে শুরু করেছে রাজ্যের প্রতিনিধি দল । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া 16 দফা গাইডলাইনকে মাথায় রেখেই স্কুলে স্কুলে পরিদর্শন শুরু করেছে রাজ্যের প্রতিনিধিরা । খতিয়ে দেখা হচ্ছে, রাজ্যের তরফ থেকে যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, ছাত্র-ছাত্রীর বা শিশুদের জন্য তা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিড-ডে মিলের চালের গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে । একইভাবে চাল চুরির অভিযোগও উঠেছে একাধিক জায়গায় ।

বেশ কয়েকটি জায়গায় খাবারে একাধিকবার টিকটিকি, পোকামাঁকড় পাওয়ার অভিযোগ উঠেছে । সবকিছু পর্যালোচনা করেই সামগ্রিকভাবে ছাত্র-ছাত্রীদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তা যে ফুল প্রুফ তা দেখাতে উৎসাহী রাজ্য । সেই জন্যই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই রাজ্যের তরফ থেকে প্রতিনিধিদল জেলায় জেলায় ঘুরছে ।

এই কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা নিয়ে ফের উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য-রাজনীতি । বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে খোলা মঞ্চ থেকেই বলতে শোনা গিয়েছে, "বাংলায় চকলেট বোম ফাটলে এনআইএ চলে আসছে, উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে । অথচ বিজেপিশাসিত রাজ্যে গুলি করে মেরে ফেললেও কোনও টিম আসে না ।" অন্যদিকে, এই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । তিনি এই নিয়ে কেন্দ্রকে দোষারোপ করে বলেন, "মিড-ডে মিলে দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্রীয় দল আসছে ।" তাঁর কথায়, মিড-ডে মিলে সাপ-ব্যাঙ পাওয়া যাচ্ছে । বলা হয়েছিল মিড-ডে মিলে মুরগি খাওয়ানো হবে । তার বদলে এখন সাপের মাংস দেওয়া হচ্ছে, স্বাভাবিক কারণেই প্রতিনিধিদল আসা উচিত । বিভিন্ন ক্ষেত্রে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, শিশুদের জন্য দেওয়া মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ ওঠে, তখন কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা ছাড়া কোনও উপায় থাকে না ।

আরও পড়ুন: মিড-ডে মিলে বরাদ্দ 24 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে খরচের অভিযোগ, সরব সিপিআইএম

এর পালটা জবাব দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও । তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে শিক্ষানবিশ আখ্যা দিয়েছেন । তিনি বলেন, "আমি সুকান্তবাবুকে মনে করিয়ে দিতে চাই, সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মিড-ডে মিল খেয়ে কতজন শিশু মারা গিয়েছে ! বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মিড-ডে মিল খেয়ে মৃত্যুর সংখ্যা কত ! সুকান্ত মজুমদারের কি জানা আছে ? মিড-ডে মিলের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কত টাকা বকেয়া রয়েছে । সুকান্ত মজুমদারের কি জানা আছে মিড-ডে মিলের জন্য বরাদ্দ কত ! রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেই এ রাজ্যের শিশুরা মিড-ডে মিল পাচ্ছেন । ওনার যদি সামান্য বুদ্ধি থাকে, তাহলে এইসব রাজনৈতিক তরজা না-করে উনি কেন্দ্রের কাছে দরবার করে মিড-ডে মিলের জন্য বকেয়া দ্রুত দেওয়ার কথা বলুন । তাতেই বরঞ্চ রাজ্যের মানুষের উপকার হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.