নয়াদিল্লি, 28 জানুয়ারি: দিল্লির রাজপথে ফের কাঞ্ঝাওয়ালা-কাণ্ডের পুনরাবৃত্তি ৷ স্কুটারচালক এক যুবকে ধাক্কা মারল গাড়ি ৷ তারপর তাঁকে প্রায় 300 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে দিল্লির কেশবপুরম এলাকায় (Car Drags Scooter Rider Over 300 Meter in Delhi) ৷ ঘটনায় স্কুটারে সওয়ার আরেক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ গত বৃহস্পতিবার রাতের ঘটনায় পেট্রলিংয়ে থাকা পুলিশ ঘাতক গাড়িটিকে থামায় ৷ চালক-সহ 2 জনকে গ্রেফতার করেছে ৷ গাড়িতে থাকা আরও 3 জন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থাতাতেই এই কাণ্ড ঘটিয়েছে 5 যুবক ।
উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির কেশবপুরম এলাকার প্রেরণা চকে একটি গাড়ির সঙ্গে স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাটি এই এলাকায় টহলদারি পুলিশের সামনেই হয় ৷ টহলদারি পুলিশের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, স্কুটারের পিছনে সওয়ার ব্যক্তি ধাক্কার অভিঘাতে হাওয়ায় উড়ে যান এবং মাটিতে আছড়ে পড়েন ৷ আর স্কুটার চালক যুবকের মাথা গাড়ির বনেট ও উইন্ডশিল্ডের মাঝে আটকে যায় ৷
-
#WATCH | Delhi: A car rammed into a scooty & dragged a rider on its roof for about 350 m when he landed on it after being thrown into the air due to the impact of the collision. 5 accused arrested. FIR registered at Keshav Puram PS.
— ANI (@ANI) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
One scooty rider died, other is hospitalised pic.twitter.com/ktnnzyjLZQ
">#WATCH | Delhi: A car rammed into a scooty & dragged a rider on its roof for about 350 m when he landed on it after being thrown into the air due to the impact of the collision. 5 accused arrested. FIR registered at Keshav Puram PS.
— ANI (@ANI) January 27, 2023
One scooty rider died, other is hospitalised pic.twitter.com/ktnnzyjLZQ#WATCH | Delhi: A car rammed into a scooty & dragged a rider on its roof for about 350 m when he landed on it after being thrown into the air due to the impact of the collision. 5 accused arrested. FIR registered at Keshav Puram PS.
— ANI (@ANI) January 27, 2023
One scooty rider died, other is hospitalised pic.twitter.com/ktnnzyjLZQ
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পর ঘাতক গাড়ির চালক ব্রেক কষেননি ৷ বরং গাড়ির গতি বাড়িয়ে ওই যুবককে টানতে টানতে প্রায় সাড়ে তিনশো মিটার পথ নিয়ে যাওয়া হয় ৷ পুলিশের টহরদারি গাড়ি তাঁদের তাড়া করে থামায় ৷ তবে, গাড়ি থামানোর পর চালক-সহ গাড়িতে সওয়ার 5 জন পালাতে শুরু করে ৷ 3 জন পালিয়ে গেলেও, চালক-সহ 2 জনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ ৷ ধৃত 2 জনের মদ্যপ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে ব্রেথালাইজার টেস্টে ৷
আরও পড়ুন: কাঞ্ঝাওয়ালার ঘটনায় নয়া তথ্য, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অঞ্জলির বান্ধবী নিধি
তবে, এই ঘটনায় স্কুটার চালক যুবকের মৃত্যু হয়েছে ৷ আর স্কুটারে সওয়ার আরেক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ জানা গিয়েছে, ঘাতক গাড়িতে সওয়ার সকলে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ আরও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ বাকি 3 জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷