নয়াদিল্লি, 7 মে : প্রতিদিনই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে ৷ বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা ছিল 412262 আর মৃত্যু 3980 ৷ তবে বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাও আসল সংখ্যা নয়, তাই আগামী দিনে সর্বোচ্চ সংখ্যা ঠিক কত হতে পারে, তা এখনই স্পষ্ট নয় ৷ তবে এখন বাড়লেও জুনের শেষে কমবে সংক্রমণ ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষজ্ঞ কমিটি একটি সংখ্যার মডেল দিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল আগামী দিনে সংক্রমণ সর্বোচ্চ সংখ্যায় পৌঁছাবে ৷ কিন্তু তাঁদের সেই মডেল গত মাসে ভুল প্রমাণিত হয়েছে ৷ মোদি সরকার লকডাউন এড়িয়ে যেতে চাইছে, তাই ভবিষ্যতে এই সংখ্যা কত হবে তার একটা অনুমান পাওয়া খুব জরুরি ৷
আরো পড়ুন: দীর্ঘ সময়ের জন্য নয়, সাময়িক লকডাউন আর ভ্যাকসিন দিতে হবে, জানালেন অ্যান্থনি ফসি
আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের তৈরি মডেল অনুযায়ী আইআইটি হায়দরাবাদের অধ্যাপক মাথুকুমাল্লি বিদ্যাসাগর বললেন, "বর্তমান হিসেব অনুযায়ী জুনের শেষের দিকে প্রতিদিন সংক্রমণের সংখ্যা দাঁড়াবে 20,000 ৷ আমরা প্রয়োজন অনুসারে এই সংখ্যা ফের পর্যালোচনা করব" ৷ যদিও বিদ্যাসাগরের হিসেব ভুল প্রমাণতি হয়েছে এপ্রিলেই ৷ রয়টারকে তিনি জানিয়েছিলেন সর্বোচ্চ সংখ্যা হবে 3-5 মে, তার পর আরেকটি সংবাদসংস্থাকে জানিয়েছিলেন 7 মে ৷ তবে টুইটারে এই ভুল অনুমানের সপক্ষে জানিয়েছেন, "প্যানডেমিক দ্রুত ভোল বদলাচ্ছে, বিস্তারিত হচ্ছে, এক সপ্তাহ আগেও এটা ছিল না ৷"
দিনে দিনে বদলাতে থাকা ভাইরাস মিউটেশন নিয়ে চিন্তায় বিজ্ঞানী মহল ৷