ETV Bharat / bharat

Haryana BJP IT Cell: ইসলাম-বিরোধী টুইটের জেরে পদ খোয়ালেন বিজেপির আইটি ইনচার্জ - Haryana BJP IT Cell

গত মাসেই পুরনো একটি টুইট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ফ্যাক্টচেকার মহম্মদ জুবেরকে ৷ এদিকে বিজেপির আইটি ইনচার্জের একটি পুরনো টুইট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁকে শুধুমাত্র পদ থেকে সরিয়েই দায় ঝাড়ল গেরুয়া শিবির (Haryana BJP IT Cell In-charge) ৷

অরুণ যাদবের টুইট
BJP leader Arun Yadav
author img

By

Published : Jul 8, 2022, 12:48 PM IST

Updated : Jul 8, 2022, 12:55 PM IST

গুরুগ্রাম, 8 জুলাই: এবার হরিয়ানা বিজেপি আইটি-সেলের ইন-চার্জকে তাঁর পদ থেকে সরানো হল ৷ তাঁর করা পুরনো একটি টুইট ইসলাম ধর্ম-বিরোধী বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী আইটি-সেলের ইন-চার্জ অরুণ যাদবকে গ্রেফতার করার দাবিও তুলেছেন অনেকে ৷ হরিয়ানা বিজেপির এই পদক্ষেপের বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ওপি ধনকড় (BJP removes IT cell incharge for old tweet over Islam as it raises controversy) ৷

অরুণ যাদবের করা টুইটটি 2017 সালের ৷ বিতর্কিত টুইটটি এখনও সোশাল মিডিয়ায় বহাল তবিয়তেই রয়েছে ৷ যদিও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে অনলাইনে তাঁকে গ্রেফতারির দাবি উঠেছে ৷

যাদবকে কেন গ্রেফতার করা হয়নি ? এই প্রশ্ন করতে ছাড়েননি তরুণ কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি ৷ তিনিও টুইট করে জানিয়েছেন, "বিজেপি তার 'ফ্রিঞ্জ এলিমেন্টের'-এর অগাধ সমুদ্র থেকে একটিকে অপসারিত করেছে ৷ তাকে সরিয়ে দিয়েছে ৷ এই নাটকটা না-করে এ ধরনের লোকজনকে গ্রেফতার করা উচিত নয় কি ?" তাঁর টুইটে #ArrestArunYadav হ্যাশট্যাগ উল্লেখ করেছেন কংগ্রেস নেতা ৷

  • Fringe Elements के अथाह समुद्र में से BJP ने अपने एक और Fringe Element @beingarun28 को 'पदमुक्त' किया,

    लेकिन इस दिखावे की जगह, क्या कभी इन नफरती चिंटूओं की गिरफ्तारी होगी?#ArrestArunYadav pic.twitter.com/yHMq6gj5EP

    — Srinivas BV (@srinivasiyc) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জুবেরের বিষয়ে না-জেনেই মন্তব্য জার্মান মুখপাত্রের, জবাব অরিন্দম বাগচির

গতমাসে অল্ট-নিউজ সংস্থার ফ্যাক্টচেকার মহম্মদ জুবেরকে তাঁর 2018 সালের একটি টুইটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে অরুণ যাদবের বিষয়টি তুলনা করেন টিপু সুলতান পার্টি শেখ সাদেক ৷ তিনিও যাদবের গ্রেফতারির প্রশ্ন তুলে লিখেছেন, "যদি জুবেরকে 2018-র টুইটের জন্য গ্রেফতার করা যায়, তাহলে অরুণ যাদবকে নয় কেন ?" এই টুইটটি হরিয়ানার ডিজিপি, দিল্লি পুলিশকে ট্যাগ করা হয়েছে ৷ এর সঙ্গে তিনি অরুণ যাদবের করা টুইটিও পোস্ট করেন ৷

গুরুগ্রাম, 8 জুলাই: এবার হরিয়ানা বিজেপি আইটি-সেলের ইন-চার্জকে তাঁর পদ থেকে সরানো হল ৷ তাঁর করা পুরনো একটি টুইট ইসলাম ধর্ম-বিরোধী বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী আইটি-সেলের ইন-চার্জ অরুণ যাদবকে গ্রেফতার করার দাবিও তুলেছেন অনেকে ৷ হরিয়ানা বিজেপির এই পদক্ষেপের বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ওপি ধনকড় (BJP removes IT cell incharge for old tweet over Islam as it raises controversy) ৷

অরুণ যাদবের করা টুইটটি 2017 সালের ৷ বিতর্কিত টুইটটি এখনও সোশাল মিডিয়ায় বহাল তবিয়তেই রয়েছে ৷ যদিও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে অনলাইনে তাঁকে গ্রেফতারির দাবি উঠেছে ৷

যাদবকে কেন গ্রেফতার করা হয়নি ? এই প্রশ্ন করতে ছাড়েননি তরুণ কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি ৷ তিনিও টুইট করে জানিয়েছেন, "বিজেপি তার 'ফ্রিঞ্জ এলিমেন্টের'-এর অগাধ সমুদ্র থেকে একটিকে অপসারিত করেছে ৷ তাকে সরিয়ে দিয়েছে ৷ এই নাটকটা না-করে এ ধরনের লোকজনকে গ্রেফতার করা উচিত নয় কি ?" তাঁর টুইটে #ArrestArunYadav হ্যাশট্যাগ উল্লেখ করেছেন কংগ্রেস নেতা ৷

  • Fringe Elements के अथाह समुद्र में से BJP ने अपने एक और Fringe Element @beingarun28 को 'पदमुक्त' किया,

    लेकिन इस दिखावे की जगह, क्या कभी इन नफरती चिंटूओं की गिरफ्तारी होगी?#ArrestArunYadav pic.twitter.com/yHMq6gj5EP

    — Srinivas BV (@srinivasiyc) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জুবেরের বিষয়ে না-জেনেই মন্তব্য জার্মান মুখপাত্রের, জবাব অরিন্দম বাগচির

গতমাসে অল্ট-নিউজ সংস্থার ফ্যাক্টচেকার মহম্মদ জুবেরকে তাঁর 2018 সালের একটি টুইটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে অরুণ যাদবের বিষয়টি তুলনা করেন টিপু সুলতান পার্টি শেখ সাদেক ৷ তিনিও যাদবের গ্রেফতারির প্রশ্ন তুলে লিখেছেন, "যদি জুবেরকে 2018-র টুইটের জন্য গ্রেফতার করা যায়, তাহলে অরুণ যাদবকে নয় কেন ?" এই টুইটটি হরিয়ানার ডিজিপি, দিল্লি পুলিশকে ট্যাগ করা হয়েছে ৷ এর সঙ্গে তিনি অরুণ যাদবের করা টুইটিও পোস্ট করেন ৷

Last Updated : Jul 8, 2022, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.