ETV Bharat / bharat

'Khakee' IPS Suspended: ওটিটির সঙ্গে চুক্তি ! সাসপেন্ড বিহারের 'খাকি' আইপিএস অমিত লোধা - দুর্নীতির অভিযোগ

তাঁর পুলিশ জীবন নিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ৷ কিন্তু সরকারি চাকরি করতে করতে তিনি নাকি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আর্থিক চুক্তি করেছেন ৷ তাই সাসপেন্ড হলেন আইপিএস অমিত লোধা (Bihar IPS officer 'Khakee' suspended amid corruption charges) ৷

Netflix
ETV Bharat
author img

By

Published : Dec 9, 2022, 1:56 PM IST

পটনা, 9 ডিসেম্বর: তাঁকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি হয়েছে ৷ এবার সেই আইপিএস অমিত লোধাকে সাসপেন্ড করা হল ৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ 'খাকি: দ্য বিহার চ্যাপটার' (Khakee: The Bihar Chapter) নির্মিত হয়েছে তাঁকে কেন্দ্র করে৷ সরকারি আধিকারিক থাকা অবস্থায় তিনি নাকি নেটফ্লিক্সের (Netflix) সঙ্গে একটি চুক্তি করেছেন ৷ তাই সাসপেন্ড হয়েছেন জনপ্রিয় পুলিশ আধিকারিক (Bihar IPS officer who inspired Khakee suspended amid corruption charges) ৷

একটি সরকারি বিবৃতি অনুযায়ী, অমিত লোধা একজন আইপিএস আধিকারিক (Bihar IPS officer Amit Lodha) ৷ সরকারি চাকরিতে কর্তব্যরত থাকাকালীন তিনি একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছেন৷ এতে তাঁর বাড়িত আয় হবে ৷

'ফ্রাইডে স্টোরিটলার্স' নামক প্রযোজনা সংস্থাও এই চুক্তির অন্তর্ভুক্ত ৷ জানানো হয়েছে, দফতরের তদন্তে লোধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তা সত্য প্রমাণিত হয়েছে৷ তার ভিত্তিতেই 7 ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code IPC) 120বি, 168 ধারায় মামলা দায়ের করেছে স্পেশাল ভিজিল্যান্স ইউনিট৷ এছাড়া প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট বা পিসি আইনেও মামলা দায়ের হয়েছে ৷

আরও পড়ুন: অভিষেককে নিয়ে বিতর্কিত পোস্ট, বরখাস্ত পুলিশ অফিসারকে নিয়ে সামনে এল নয়া তথ্য

ডিএসপি স্তরের আধিকারিকের তত্ত্ববধানে অমিত লোধার বিষয়ে আরও তদন্ত হবে বলে জানা গিয়েছে ৷ এই সিরিজ 'খাকি: দ্য বিহার চ্যাপটার'-এ দু'জন ব্যক্তির মধ্যে সংঘাতের কথা তুলে ধরা হয়েছে ৷ একজন দুঃসাহসিক গ্যাংস্টার এবং আরেকজন আইপিএস আধিকারিক অমিত লোধা ৷

পটনা, 9 ডিসেম্বর: তাঁকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি হয়েছে ৷ এবার সেই আইপিএস অমিত লোধাকে সাসপেন্ড করা হল ৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ 'খাকি: দ্য বিহার চ্যাপটার' (Khakee: The Bihar Chapter) নির্মিত হয়েছে তাঁকে কেন্দ্র করে৷ সরকারি আধিকারিক থাকা অবস্থায় তিনি নাকি নেটফ্লিক্সের (Netflix) সঙ্গে একটি চুক্তি করেছেন ৷ তাই সাসপেন্ড হয়েছেন জনপ্রিয় পুলিশ আধিকারিক (Bihar IPS officer who inspired Khakee suspended amid corruption charges) ৷

একটি সরকারি বিবৃতি অনুযায়ী, অমিত লোধা একজন আইপিএস আধিকারিক (Bihar IPS officer Amit Lodha) ৷ সরকারি চাকরিতে কর্তব্যরত থাকাকালীন তিনি একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছেন৷ এতে তাঁর বাড়িত আয় হবে ৷

'ফ্রাইডে স্টোরিটলার্স' নামক প্রযোজনা সংস্থাও এই চুক্তির অন্তর্ভুক্ত ৷ জানানো হয়েছে, দফতরের তদন্তে লোধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তা সত্য প্রমাণিত হয়েছে৷ তার ভিত্তিতেই 7 ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code IPC) 120বি, 168 ধারায় মামলা দায়ের করেছে স্পেশাল ভিজিল্যান্স ইউনিট৷ এছাড়া প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট বা পিসি আইনেও মামলা দায়ের হয়েছে ৷

আরও পড়ুন: অভিষেককে নিয়ে বিতর্কিত পোস্ট, বরখাস্ত পুলিশ অফিসারকে নিয়ে সামনে এল নয়া তথ্য

ডিএসপি স্তরের আধিকারিকের তত্ত্ববধানে অমিত লোধার বিষয়ে আরও তদন্ত হবে বলে জানা গিয়েছে ৷ এই সিরিজ 'খাকি: দ্য বিহার চ্যাপটার'-এ দু'জন ব্যক্তির মধ্যে সংঘাতের কথা তুলে ধরা হয়েছে ৷ একজন দুঃসাহসিক গ্যাংস্টার এবং আরেকজন আইপিএস আধিকারিক অমিত লোধা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.