ETV Bharat / bharat

তিন তালাক প্রাপ্ত মহিলাদের বাৎসরিক ভাতা চালুর দাবি যোগীর

author img

By

Published : Sep 25, 2019, 3:34 PM IST

আজ এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "তিন তালাকে প্রাপ্ত মহিলাদের চিহ্নিত করে প্রতি বছর 6 হাজার টাকা করে দেওয়া উচিত । যত দিন না তারা ন্যায়বিচার পাচ্ছে ততদিন এই ভাতা চালু থাকা উচিত ।"

তিন তালাক প্রাপ্ত মহিলাদের বাৎসরিক ভাতা চালুর দাবি যোগীর

লখনউ, 25 সেপ্টেম্বর : তাৎক্ষণিক তিন তালাক প্রাপ্ত দেশের বহু মহিলা । প্রায় সব ক্ষেত্রেই সেই মহিলাদের অসহায় অবস্থায় রেখে স্বামীরা চলে যায় । তাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালুর দাবি তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ এক অনুষ্ঠানে এই বিষয়ে যোগী বলেন, "তিন তালাকে প্রাপ্ত মহিলাদের চিহ্নিত করে প্রতি বছর 6 হাজার টাকা করে দেওয়া উচিত । যত দিন না তারা ন্যায়বিচার পাচ্ছে ততদিন এই ভাতা চালু থাকা উচিত ।"

তিন তালাক বলার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও পর্যাপ্ত সংখ্যা না থাকায় সেইসময় রাজ্যসভায় আটকে যায় । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুসলিম উইমেন (প্রোকেটশন অফ রাইটস অফ ম্যারেজ), 2019 অর্থাৎ তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করাতে উদ্যোগী হয় মোদি সরকার ৷ এরপরই চলতি বছরের জুলাইতে তাৎক্ষণিক তিন বিরোধী তালাক বিলটি পাশ হয়ে আইনে পরিণত হয় ।

মুসলিম শরিয়তি আইনে শওহর তিন বার তালাক দিলেই সেটা বৈধ, অর্থাৎ স্ত্রীকে তিন বার তালাক বলে দিলেই বিচ্ছেদ হয়ে যেত । তবে সরকার আইন প্রণয়ন করে সেই প্রথাকে ভাঙতে সচেষ্ট হলেও দেখা যাচ্ছে তিন তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের ঘটনা বন্ধ হচ্ছে না । আগের মতোই সামনাসামনি তিন তালাক দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও ফোনেও তিন তালাক দেওয়ার বিভিন্ন ঘটনা সামনে এসেছে । এই ঘটনাগুলোর প্রেক্ষিতে দীর্ঘদিন আইনি লড়াই চলে । সেই সময় আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব উত্থাপন করলেন যোগী আদিত্যনাথ ।

লখনউ, 25 সেপ্টেম্বর : তাৎক্ষণিক তিন তালাক প্রাপ্ত দেশের বহু মহিলা । প্রায় সব ক্ষেত্রেই সেই মহিলাদের অসহায় অবস্থায় রেখে স্বামীরা চলে যায় । তাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালুর দাবি তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ এক অনুষ্ঠানে এই বিষয়ে যোগী বলেন, "তিন তালাকে প্রাপ্ত মহিলাদের চিহ্নিত করে প্রতি বছর 6 হাজার টাকা করে দেওয়া উচিত । যত দিন না তারা ন্যায়বিচার পাচ্ছে ততদিন এই ভাতা চালু থাকা উচিত ।"

তিন তালাক বলার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও পর্যাপ্ত সংখ্যা না থাকায় সেইসময় রাজ্যসভায় আটকে যায় । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুসলিম উইমেন (প্রোকেটশন অফ রাইটস অফ ম্যারেজ), 2019 অর্থাৎ তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করাতে উদ্যোগী হয় মোদি সরকার ৷ এরপরই চলতি বছরের জুলাইতে তাৎক্ষণিক তিন বিরোধী তালাক বিলটি পাশ হয়ে আইনে পরিণত হয় ।

মুসলিম শরিয়তি আইনে শওহর তিন বার তালাক দিলেই সেটা বৈধ, অর্থাৎ স্ত্রীকে তিন বার তালাক বলে দিলেই বিচ্ছেদ হয়ে যেত । তবে সরকার আইন প্রণয়ন করে সেই প্রথাকে ভাঙতে সচেষ্ট হলেও দেখা যাচ্ছে তিন তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের ঘটনা বন্ধ হচ্ছে না । আগের মতোই সামনাসামনি তিন তালাক দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও ফোনেও তিন তালাক দেওয়ার বিভিন্ন ঘটনা সামনে এসেছে । এই ঘটনাগুলোর প্রেক্ষিতে দীর্ঘদিন আইনি লড়াই চলে । সেই সময় আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব উত্থাপন করলেন যোগী আদিত্যনাথ ।

Lucknow (Uttar Pradesh), Sep 25 (ANI): Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath paid tribute to Pandit Deen Dayal Upadhyay on his 103rd birth anniversary in Lucknow on September 25. Bharatiya Janata Party (BJP) leader and spokesperson Shahnawaz Hussain was also present. He also paid floral tribute to Pandit Deen Dayal's statue. Pandit Deen Dayal Upadhyay was born in the year 1916 in Mathura.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.