ETV Bharat / bharat

চিন পদক্ষেপ না করলে সেনা সরাবে না ভারত : রাজনাথ - ভারত

শুক্রবার রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ সীমান্ত থেকে ভারত সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷

wont-reduce-troops-at-border-unless-china-does-says-rajnath-singh
ভারত সেনা সরাবে না, যতক্ষণ না চিন পদক্ষেপ করছে, স্পষ্ট বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর
author img

By

Published : Jan 23, 2021, 2:39 PM IST

দিল্লি, 23 জানুয়ারি : গালওয়ান সীমান্ত থেকে সেনা অপসারণ করবে না ভারত ৷ একমাত্র চিন নিজেদের সেনা সীমান্ত থেকে সরানো শুরু করলেই ভারত পদক্ষেপ করবে ৷ শুক্রবার এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, সরকার আলোচনার মাধ্য়মে সমাধান সূত্র বের করার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ পাশাপাশি সীমান্তে ভারতীয় সেনা তাদের পরিকাঠামো আরও উন্নত করছে বলে জানান তিনি ৷ এর প্রধান কারণ হিসেবে রাজনাথ বলেন, চিনের তরফে সীমান্তে বেশকিছু পদক্ষেপ করা শুরু হয়েছে ৷

শুক্রবার এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ ভারত সীমান্ত থেকে সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ ওই সংবাদ মাধ্য়মের তরফে প্রকাশ করা তথ্য় অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷ কোনদিন আলোচনা হবে তা আগে থেকে বলা যায় না বলে জানিয়েছেন রাজনাথ সিং ৷

আরও পড়ুন : চিনের চোখরাঙানি উড়িয়ে ভারতীয় সেনার লড়াই দেশের মাথা উঁচু করেছে : রাজনাথ

তবে, লাদাখ সীমান্তের সমস্যা নিয়ে ভারত ও চিন আলোচনার মধ্য়ে দিয়ে কোনও না কোনও সমাধান বের করবে বলেই আশা প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তবে, অরুণাচলপ্রদেশে চিনের লালফৌজ যে গ্রাম তৈরি করছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন রাজনাথ সিং ৷ তিনি বলেন, ‘‘ওই গ্রামটি সীমান্ত লাগোয়া এবং অনেক বছর আগে থেকে তার পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷’’ তবে, ভারতও এখন লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোল বরাবার নির্মাণ কাজ শুরু করেছে ৷ যাতে স্থানীয় বাসিন্দা সহ ভারতীয় সেনার কাছেও দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায় ৷ ভারত নিজেদের পরিকাঠামো দ্রুত উন্নত করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

দিল্লি, 23 জানুয়ারি : গালওয়ান সীমান্ত থেকে সেনা অপসারণ করবে না ভারত ৷ একমাত্র চিন নিজেদের সেনা সীমান্ত থেকে সরানো শুরু করলেই ভারত পদক্ষেপ করবে ৷ শুক্রবার এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, সরকার আলোচনার মাধ্য়মে সমাধান সূত্র বের করার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ পাশাপাশি সীমান্তে ভারতীয় সেনা তাদের পরিকাঠামো আরও উন্নত করছে বলে জানান তিনি ৷ এর প্রধান কারণ হিসেবে রাজনাথ বলেন, চিনের তরফে সীমান্তে বেশকিছু পদক্ষেপ করা শুরু হয়েছে ৷

শুক্রবার এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, ‘‘সেনা কমানোর কোনও প্রশ্নই ওঠে না ৷ ভারত সীমান্ত থেকে সেনা সরাবে না, যতক্ষণ না চিন কোনও পদক্ষেপ করছে ৷’’ ওই সংবাদ মাধ্য়মের তরফে প্রকাশ করা তথ্য় অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সীমান্তে দুই দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে, আলোচনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না ৷ কোনদিন আলোচনা হবে তা আগে থেকে বলা যায় না বলে জানিয়েছেন রাজনাথ সিং ৷

আরও পড়ুন : চিনের চোখরাঙানি উড়িয়ে ভারতীয় সেনার লড়াই দেশের মাথা উঁচু করেছে : রাজনাথ

তবে, লাদাখ সীমান্তের সমস্যা নিয়ে ভারত ও চিন আলোচনার মধ্য়ে দিয়ে কোনও না কোনও সমাধান বের করবে বলেই আশা প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তবে, অরুণাচলপ্রদেশে চিনের লালফৌজ যে গ্রাম তৈরি করছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন রাজনাথ সিং ৷ তিনি বলেন, ‘‘ওই গ্রামটি সীমান্ত লাগোয়া এবং অনেক বছর আগে থেকে তার পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷’’ তবে, ভারতও এখন লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোল বরাবার নির্মাণ কাজ শুরু করেছে ৷ যাতে স্থানীয় বাসিন্দা সহ ভারতীয় সেনার কাছেও দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায় ৷ ভারত নিজেদের পরিকাঠামো দ্রুত উন্নত করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.