ETV Bharat / bharat

দরিদ্রদের জন্য কিছু ছাড় দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর : শশী থারুর

author img

By

Published : Apr 14, 2020, 10:38 PM IST

লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করলেও কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা শশী থারুর ।

Shashi Tharoor
শশী থারুর


দিল্লি,14 এপ্রিল : লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পরই একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন পি চিদম্বরম, মণীশ তিওয়ারির মতো কংগ্রেস নেতারা । এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করলেও কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছেন আর এক কংগ্রেস নেতা শশী থারুর ।

টুইটারে শশী থারুর লেখেন, "লকডাউনের মেয়াদ ঘোষণাকে সমর্থন করি । কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য তাঁর কিছু ছাড় দেওয়া উচিত ছিল । MGNREGA, জনধন অ্যাকাউন্ট এবং রাজ্যগুলিকে GST-র বকেয়া দেওয়া নিয়ে কিছু ঘোষণা করলে ভালো হত ।"

  • I support the announcement by @PMOIndia @narendraModi of #Lockdown extension. Can't discard the gains being made. But he should have also announced serious relief for those who cannot make ends meet. MNREGA payments, JanDhan accounts, GST dues to states,&aid to sweeten the pill.

    — Shashi Tharoor (@ShashiTharoor) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি । তিনি বলেন, "আমরা লকডাউনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি । জাতীয় কংগ্রেস লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানিয়েছেন । কিন্তু তিনি বা তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা প্রকাশ করেননি, যা আমরা সকলেই শুনতে চেয়েছিলাম। "

এদিকে আজ দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 10 হাজার 363 । মৃত্যু হয়েছে 339 জনের । এরই মাঝে আজ 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।


দিল্লি,14 এপ্রিল : লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পরই একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন পি চিদম্বরম, মণীশ তিওয়ারির মতো কংগ্রেস নেতারা । এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করলেও কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছেন আর এক কংগ্রেস নেতা শশী থারুর ।

টুইটারে শশী থারুর লেখেন, "লকডাউনের মেয়াদ ঘোষণাকে সমর্থন করি । কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য তাঁর কিছু ছাড় দেওয়া উচিত ছিল । MGNREGA, জনধন অ্যাকাউন্ট এবং রাজ্যগুলিকে GST-র বকেয়া দেওয়া নিয়ে কিছু ঘোষণা করলে ভালো হত ।"

  • I support the announcement by @PMOIndia @narendraModi of #Lockdown extension. Can't discard the gains being made. But he should have also announced serious relief for those who cannot make ends meet. MNREGA payments, JanDhan accounts, GST dues to states,&aid to sweeten the pill.

    — Shashi Tharoor (@ShashiTharoor) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি । তিনি বলেন, "আমরা লকডাউনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি । জাতীয় কংগ্রেস লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানিয়েছেন । কিন্তু তিনি বা তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা প্রকাশ করেননি, যা আমরা সকলেই শুনতে চেয়েছিলাম। "

এদিকে আজ দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 10 হাজার 363 । মৃত্যু হয়েছে 339 জনের । এরই মাঝে আজ 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.