ETV Bharat / bharat

চাপ সত্ত্বেও CAA, 370 নিয়ে সিদ্ধান্তে অনড় আছি, থাকব : মোদি

author img

By

Published : Feb 16, 2020, 6:40 PM IST

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও 370 ধারা প্রত্যাহার নিয়ে বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়তে হয়েছে সরকারকে ৷ একথা মেনে নিয়েও সরকারের অবস্থান যে পরিবর্তন হবে না, তাও জানিয়ে রাখলেন নরেন্দ্র মোদি ৷

Modi in Varanasi
নরেন্দ্র মোদি

বারাণসী, 16 ফেব্রুয়ারি : চাপ বাড়াচ্ছে বিরোধীরা ৷ শাহিনবাগ-কলকাতায় চলছে গণ অবস্থানও ৷ কিন্তু, কোনও কিছুতেই যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্র পিছু হটবে না, তা ফের স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী ৷ সবধরনের চাপের মুখেও 370 ধারা প্রত্যাহার ও নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে সরকার নিজেদের সিদ্ধান্তে যে অটল, তা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি ৷

একদিনের সফরে আজ নিজের লোকসভা কেন্দ্র বারাণসী পরিদর্শনে আসেন নরেন্দ্র মোদি ৷ সেখানেই এক জনসভা থেকে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়াই হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন হোক, এই সিদ্ধান্তগুলির জন্য দেশ অনেক বছর ধরে অপেক্ষা করে ছিল ৷"

তিনি আরও বলেন, "দেশের স্বার্থে এই সিদ্ধান্তগুলি নেওয়া খুবই জরুরি ছিল ৷ সবধরনের চাপ সত্ত্বেও আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম, অটল থাকব ৷"

প্রসঙ্গত, গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রদানকারী 370 ধারাকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার ৷ সেই থেকে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে উপত্যকায় ৷ ওমর আবদুল্লাসহ একাধিক নেতাকে আটক করে রাখা হয়েছে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে ৷ কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ বিদেশি রাষ্ট্রদূতদের এক প্রতিনিধিদল জম্মু ও শ্রীনগর ঘুরে দেখে ৷ এরপরই ইউরোপীয় ইউনিয়নের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীর থেকে দ্রুত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে 2 মাস ধরে শাহিনবাগে অবস্থান প্রতিবাদ চলছে ৷ কলকাতায় পার্কসার্কাসেও চলছে অবস্থান প্রতিবাদ ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে CAA-র প্রতিবাদে হিংসার ঘটনা ঘটেছে ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

বারাণসী, 16 ফেব্রুয়ারি : চাপ বাড়াচ্ছে বিরোধীরা ৷ শাহিনবাগ-কলকাতায় চলছে গণ অবস্থানও ৷ কিন্তু, কোনও কিছুতেই যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্র পিছু হটবে না, তা ফের স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী ৷ সবধরনের চাপের মুখেও 370 ধারা প্রত্যাহার ও নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে সরকার নিজেদের সিদ্ধান্তে যে অটল, তা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি ৷

একদিনের সফরে আজ নিজের লোকসভা কেন্দ্র বারাণসী পরিদর্শনে আসেন নরেন্দ্র মোদি ৷ সেখানেই এক জনসভা থেকে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়াই হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন হোক, এই সিদ্ধান্তগুলির জন্য দেশ অনেক বছর ধরে অপেক্ষা করে ছিল ৷"

তিনি আরও বলেন, "দেশের স্বার্থে এই সিদ্ধান্তগুলি নেওয়া খুবই জরুরি ছিল ৷ সবধরনের চাপ সত্ত্বেও আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম, অটল থাকব ৷"

প্রসঙ্গত, গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রদানকারী 370 ধারাকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার ৷ সেই থেকে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে উপত্যকায় ৷ ওমর আবদুল্লাসহ একাধিক নেতাকে আটক করে রাখা হয়েছে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে ৷ কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ বিদেশি রাষ্ট্রদূতদের এক প্রতিনিধিদল জম্মু ও শ্রীনগর ঘুরে দেখে ৷ এরপরই ইউরোপীয় ইউনিয়নের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীর থেকে দ্রুত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে 2 মাস ধরে শাহিনবাগে অবস্থান প্রতিবাদ চলছে ৷ কলকাতায় পার্কসার্কাসেও চলছে অবস্থান প্রতিবাদ ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে CAA-র প্রতিবাদে হিংসার ঘটনা ঘটেছে ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.