ETV Bharat / bharat

ভগবানের কৃপায় বেঁচে গিয়েছে বিকাশ, বললেন তার মা

ছেলের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন তাঁর মা সরলা দেবী ৷ তিনি জানান, ভগবানের কৃপায় বিকাশ বেঁচে গিয়েছে ৷ ওকে এনকাউন্টার করার পরিকল্পনা ছিল ৷ প্রতি বছরই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে যেত বিকাশ ৷

Vikas Dubey's mother
সরলা দেবী
author img

By

Published : Jul 9, 2020, 2:25 PM IST

Updated : Jul 9, 2020, 4:24 PM IST

উত্তরপ্রদেশ, 9 জুলাই: আজ সকালেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার হন কুখ্যাত দুস্কৃতী ও কানপুরের আট পুলিশকর্মীর খুনের ঘটনায় জড়িত বিকাশ দুবে ৷ ছেলের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন তার মা সরলা দেবী ৷ তিনি জানান, আমার কথায় কিছু হবে না ৷ সরকার উপযুক্ত পদক্ষেপ করবে ৷

সরলা দেবী জানান, ‘‘বিকাশের শ্বশুরবাড়ির লোকজনেরা মধ্যপ্রদেশে থাকে ৷ প্রতি বছরই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে যেত বিকাশ ৷ ভগবানের মহিমাতেই বিকাশ বেঁচে রয়েছে ৷ ওর অপরাধের জন্য পুলিশ ওকে পুলিশ লাগাতার খুঁজছিল ৷ সবাই জানত যে ওর এনকাউন্টার করা হবে ৷ তবে ভগবান হয়তো তা চাইছিলেন না, তাই বিকাশ বেঁচে গেল ৷ ’’ ছেলের গ্রেপ্তারির ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমার কথায় কিছু হবে না ৷ সরকার যা উপযুক্ত মনে করবে, তাই করবে ৷’’

বিকাশ দুবের মায়ের বক্তব্য

3 জুলাই কানপুরে বিকাশ দুবেকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্র-সহ আট পুলিশকর্মী ৷ এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷

এরপরই মঙ্গলবার সন্ধেবেলায় ফরিদাবাদের একটি হোটেলে তাকে দেখা যায় ৷ কিন্তু পুলিশ সেই হোটেলে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ ৷ তারপর থেকে আরও তৎপর হয় পুলিশ ৷ একইসঙ্গে বিকাশকে ধরার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হয় ৷ অবশেষে আজ মধ্যপ্রদেশের উজ্জৈয়ন মন্দির থেকে গ্রেপ্তার করা হয় ৷

উত্তরপ্রদেশ, 9 জুলাই: আজ সকালেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার হন কুখ্যাত দুস্কৃতী ও কানপুরের আট পুলিশকর্মীর খুনের ঘটনায় জড়িত বিকাশ দুবে ৷ ছেলের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন তার মা সরলা দেবী ৷ তিনি জানান, আমার কথায় কিছু হবে না ৷ সরকার উপযুক্ত পদক্ষেপ করবে ৷

সরলা দেবী জানান, ‘‘বিকাশের শ্বশুরবাড়ির লোকজনেরা মধ্যপ্রদেশে থাকে ৷ প্রতি বছরই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে যেত বিকাশ ৷ ভগবানের মহিমাতেই বিকাশ বেঁচে রয়েছে ৷ ওর অপরাধের জন্য পুলিশ ওকে পুলিশ লাগাতার খুঁজছিল ৷ সবাই জানত যে ওর এনকাউন্টার করা হবে ৷ তবে ভগবান হয়তো তা চাইছিলেন না, তাই বিকাশ বেঁচে গেল ৷ ’’ ছেলের গ্রেপ্তারির ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমার কথায় কিছু হবে না ৷ সরকার যা উপযুক্ত মনে করবে, তাই করবে ৷’’

বিকাশ দুবের মায়ের বক্তব্য

3 জুলাই কানপুরে বিকাশ দুবেকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্র-সহ আট পুলিশকর্মী ৷ এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷

এরপরই মঙ্গলবার সন্ধেবেলায় ফরিদাবাদের একটি হোটেলে তাকে দেখা যায় ৷ কিন্তু পুলিশ সেই হোটেলে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ ৷ তারপর থেকে আরও তৎপর হয় পুলিশ ৷ একইসঙ্গে বিকাশকে ধরার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হয় ৷ অবশেষে আজ মধ্যপ্রদেশের উজ্জৈয়ন মন্দির থেকে গ্রেপ্তার করা হয় ৷

Last Updated : Jul 9, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.