শ্রীনগর, ৬ এপ্রিল :নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। ঘটনাটি সোপিয়ানের ইমাম সাহেবি এলাকার। অন্যদিকে, আজ কাশ্মীরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মহঃ রফি ইয়াটু নামে এক সেনা জওয়ান শহিদ হন।
আজ সেখানে দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, 1 এপ্রিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় চার জঙ্গি। গুলির লড়াই চলার সময় জখম হন দুই জওয়ান। ওই চার জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে দু'টো AK রাইফেল, একটা SLR ও একটা পিস্তল পাওয়া গেছে।
New Delhi, Apr 06, (ANI) - After Apple introduced hands-free access to Siri through Air Pods 2, Amazon is set to follow suit. The company is reportedly working on bringing its own wireless ear buds that will also be the first Alexa wearable. Alexa, Amazon's voice-based digital assistant, is powering a lot of smart internet-connected devices. However, it has not been integrated with ear buds before. The purported Alexa ear buds are expected to take on the design and features of the Apple Air Pods, but offer enhanced audio quality, Bloomberg reports. It will come in a storage case that will double as a charger. To activate the virtual assistant, users will have to simply say "Alexa". In addition to voice support, the ear buds are also expected to support gesture controls for taking calls and skipping music tracks. It will also allow users to check the weather, order goods, and access information on-the-go. Despite being one of the first manufacturers in the smart speaker category, Amazon is facing hurdles in developing the ear buds as it has been looking for parts suppliers and manufacturing partners over the last few