ETV Bharat / bharat

অবৈধভাবে ভারতে প্রবেশ, দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি নাগরিক - BANGLADESHI IMMIGRATION RACKET

দীর্ঘদিন ধরে দিল্লিতে ভুয়ো আধার কার্ড-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি তৈরি করত এই চক্র ৷ তল্লাশি চালিয়ে মঙ্গলবার 11 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷

ILLEGAL IMMIGRATION RACKET BUSTED
দিল্লিতে গ্রেফতার 11 জন (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: অবৈধভাবে ভারতে প্রবেশ ৷ এই সংক্রান্ত একটি বড় চক্রের হদিস মিলল দিল্লিতে ৷ ঘটনায় 5 জন বাংলাদেশি নাগরিক-সহ 11 জনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক প্রয়োজনীয় নথি তৈরি করত ধৃতরা ৷ চক্রের হদিস পেতে বেশ কিছুদিন ধরে ওঁত পেতে ছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা ৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে অভিযান চালান দিল্লি পুলিশের আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে খুঁজে বের করার নির্দেশ দেন লেফটেন্যান্ট গভর্নর ৷ সেই অনুযায়ী, তল্লাশি অভিযানের ছক কষা হয় ৷ এই প্রসঙ্গে দিল্লি পুলিশের ডিসিপি চৌহান জানান, ধৃতরা বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় নথি তৈরি করে দিত ৷ সম্প্রতি, লেফটেন্যান্ট গভর্নর বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার জন্য মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দেন ৷ এরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 1000 জন অবৈধ বাংলাদেশি নাগরিকের হদিস পাওয়া গিয়েছে ৷

অন্যদিকে, দিল্লির স্কুলগুলিতে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের ভর্তির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে ৷ অনুপ্রবেশকারীরা যাতে রাজধানীর কোনও স্কুলে ভর্তি হতে না-পারে, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ দফতরের তরফে, পড়ুয়াদের ভর্তির সময় সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, কোনও সন্দেহ হলে স্থানীয় থানায় অভিযোগ জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে ৷

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ ৷

পড়ুন: বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের, 'এক মিনিটেই খেলা শেষ হয়ে যাবে'

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: অবৈধভাবে ভারতে প্রবেশ ৷ এই সংক্রান্ত একটি বড় চক্রের হদিস মিলল দিল্লিতে ৷ ঘটনায় 5 জন বাংলাদেশি নাগরিক-সহ 11 জনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক প্রয়োজনীয় নথি তৈরি করত ধৃতরা ৷ চক্রের হদিস পেতে বেশ কিছুদিন ধরে ওঁত পেতে ছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা ৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে অভিযান চালান দিল্লি পুলিশের আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে খুঁজে বের করার নির্দেশ দেন লেফটেন্যান্ট গভর্নর ৷ সেই অনুযায়ী, তল্লাশি অভিযানের ছক কষা হয় ৷ এই প্রসঙ্গে দিল্লি পুলিশের ডিসিপি চৌহান জানান, ধৃতরা বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় নথি তৈরি করে দিত ৷ সম্প্রতি, লেফটেন্যান্ট গভর্নর বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার জন্য মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দেন ৷ এরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 1000 জন অবৈধ বাংলাদেশি নাগরিকের হদিস পাওয়া গিয়েছে ৷

অন্যদিকে, দিল্লির স্কুলগুলিতে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের ভর্তির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে ৷ অনুপ্রবেশকারীরা যাতে রাজধানীর কোনও স্কুলে ভর্তি হতে না-পারে, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ দফতরের তরফে, পড়ুয়াদের ভর্তির সময় সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, কোনও সন্দেহ হলে স্থানীয় থানায় অভিযোগ জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে ৷

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ ৷

পড়ুন: বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের, 'এক মিনিটেই খেলা শেষ হয়ে যাবে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.