ETV Bharat / bharat

শোপিয়ানে বাস লক্ষ্য করে গুলি, জঙ্গিযোগ ? - jammu

তারকাওয়াঙ্গামে চলন্ত বাসের উপর গুলি চালানোর ঘটনা ঘটল। হতাহতের কোনও খবর নেই।

এই বাসটিতেই গুলি চালানো হয়েছে
author img

By

Published : Apr 5, 2019, 2:04 PM IST

শোপিয়ান (জম্মু ও কাশ্মীর), 5 এপ্রিল : জম্মু ও কাশ্মীরে চলন্ত বাসের উপর গুলি চালানোর ঘটনা ঘটল। বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আজ সকালে তারকাওয়াঙ্গাম থেকে শোপিয়ানের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ছাড়ার কিছুক্ষণ পরই বাসটি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। বাসের বাইরের লোহার চাদর ভেদ করেছে গুলি।

পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গিরাই গুলি চালিয়েছে। গাড়িতে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা রয়েছে ভেবেই তারা হামলা চালায়।

শোপিয়ান (জম্মু ও কাশ্মীর), 5 এপ্রিল : জম্মু ও কাশ্মীরে চলন্ত বাসের উপর গুলি চালানোর ঘটনা ঘটল। বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আজ সকালে তারকাওয়াঙ্গাম থেকে শোপিয়ানের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ছাড়ার কিছুক্ষণ পরই বাসটি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। বাসের বাইরের লোহার চাদর ভেদ করেছে গুলি।

পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গিরাই গুলি চালিয়েছে। গাড়িতে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা রয়েছে ভেবেই তারা হামলা চালায়।


Srinagar (J and K), Mar 26 (ANI): Construction and widening on four-laning of highway, stretch from Shalteng to Narbal, at Srinagar -Baramulla national highway is in full swing. Four laning of Parimpora-Shalteng-Narbal road was sanctioned under Prime Minister's Reconstruction Plan (PMRP) and the work is being executed by Border roads Organization (BRO). Construction and widening of roads have become imperative to overcome on the traffic jamming problem in the state. This road link is important as it connects two major districts Baramulla, Kupwara with Srinagar. Local residents appeal higher authorities to complete this project as soon as possible so that they problems will be solved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.