ETV Bharat / bharat

এই কঠিন পরিস্থিতিতে কংগ্রেস সরকারের পাশে রয়েছে, বার্তা সোনিয়া গান্ধির - প্রধানমন্ত্রী

সংকটের এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা সেনা, জওয়ানদের পরিবার ও সরকারের পাশে রয়েছে ৷ আমার বিশ্বাস, এই সময় পুরো দেশ এক হয়ে শত্রুর মোকাবিলা করবে ৷ আজ ভিডিয়োর মাধ্য়মে এমনই বার্তা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷

সোনিয়া গান্ধি
সোনিয়া গান্ধি
author img

By

Published : Jun 17, 2020, 6:32 PM IST

দিল্লি, 17 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশে ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সরকারের পাশে রয়েছে বলে জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তবে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্ন করলেন ৷ এরপর ভারত সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হবে তাও জানতে চাইলেন ৷ তিনি বলেন, "কীভাবে চিনারা ভারতীয় অঞ্চল দখল করল তা প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত ৷" পাশাপাশি "কেন 20জন জওয়ান শহিদ হলেন" জানতে চান তিনি ৷ সোমবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পূর্ব লাদাখে গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে একজন কর্নেল-সহ 20জন সেনাকর্মী শহিদ হন ৷

শহিদ সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিয়ো বার্তায় সোনিয়া গান্ধি বলেন, "বিগত দেড় মাস ধরে লাদাখে ভারতীয় অঞ্চলে অনধিকার প্রবেশ করেছে চিন ৷ আজ যখন দেশে এই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে, তখন প্রধানমন্ত্রীর উচিত সামনে এসে সবাইকে সত্যিটা জানানো ৷ তাঁর জানানো উচিত চিন কীভাবে আমাদের সীমান্তের ভিতর ঢুকে হামলা করল ৷ কেন 20 জন সেনাকর্মী শহিদ হলেন ৷" এই বিষয়ে বর্তমান পরিস্থিতি কী, তাও প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সোনিয়া গান্ধি ৷ সঙ্গে তিনি সেনাকর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান ৷ বলেন, "আমাদের কোনও সেনাকর্মী কি এখনও নিখোঁজ রয়েছেন ? আমাদের কতজন সেনাকর্মী গুরুতর জখম অবস্থায় রয়েছেন ?"

চিনের অবস্থান সম্পর্কেও অবগত করতে বলেন প্রধানমন্ত্রীকে ৷ সোনিয়া গান্ধি জানতে চান, "চিন আমাদের কতটা এলাকা ও কোন কোন অঞ্চল দখল করেছে ?" শুধু এই সমস্ত জানতে চেয়েই থামেননি সোনিয়া ৷ এই ঘটনার পর ভারতের অবস্থান কী তাও জানতে চান তিনি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, "এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার কী কী চিন্তাভাবনা, নীতি গ্রহণ করছে ?" এই পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেস পাশে আছে বলেও আশ্বাস দেন সোনিয়া গান্ধি ৷ বলেন, "সংকটের এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা সেনা জওয়ানদের পরিবার ও সরকারের পাশে রয়েছে ৷ আমার বিশ্বাস, এই সময় পুরো দেশ এক হয়ে শত্রুর মোকাবিলা করবে ৷"

  • कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी ने शहीदों की शहादत को नमन करते हुए प्रधानमंत्री को इस संकट की घड़ी में कांग्रेस के पूर्ण सहयोग और साथ का विश्वास दिलाया।
    साथ ही, प्रधानमंत्री मोदी से देश को भरोसा दिलाने का आग्रह किया।#PMDaroMatJawabDo pic.twitter.com/AtclhOB8hx

    — Congress (@INCIndia) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীকে দেশের সামনে আসার আহ্বান জানান তিনি ৷ বলেন, "প্রধানমন্ত্রী দেশের সামনে আসুক ৷ আর সত্যি ও তথ্যের ভিত্তিতে দেশকে ভরসা দিক ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.