নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনমোহন সিং-কে 1991 সালের কেন্দ্রীয় বাজেটে ব্যাপক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য আক্ষরিক অর্থে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল৷ তাঁর প্রথম বাজেট একটি জাতিকে অন্ধকারময় আর্থিক অবস্থা থেকে উঠে আসতে পথ দেখিয়েছিল ।
1991 সালে মনমোহন সিং অর্থমন্ত্রী হিসেবে লাইসেন্স রাজ বাতিল করেছিলেন৷ যা কয়েক দশক ধরে ভারতীয় অর্থনীতির উন্নতির পরিপন্থী ও দুর্নীতির উৎস হয়ে উঠেছিল। পিভি নরসিমা রাও-এর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের সক্রিয় রাজনীতিতে যোগ দেন মনমোহন সিং৷ প্রথম বাজেটেই দেশের অর্থনীতিকে দিশা দেখিয়েছিলেন তিনি ৷ বাজেট-পরবর্তী সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়া এবং সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস নেতাদের ক্ষুব্ধ হওয়া, হজম করতে অক্ষম ছিলেন অর্থমন্ত্রী । কিন্তু বিশেষজ্ঞদের মতে, 1991 সালে তাঁর বাজেটে ঐতিহাসিক সংস্কারগুলি দেশের অর্থনীতিকে এক নতুন পথের সন্ধান দিয়েছিল ৷
মনমোহন সিংয়ের বাজেট পেশের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর বই 'টু দ্য ব্রিঙ্ক অ্যান্ড ব্যাক: ইন্ডিয়া'র 1991 স্টোরি'-তে লেখেন "তার বাজেটের বার্তা যাতে কম-উৎসাহী আধিকারিকদের দ্বারা যাতে বিকৃত না-হয়, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাজেট পেশের একদিন পর অর্থাৎ 25 জুলাই অর্ধমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ 2015 সালে জয়রাম রমেশের এই বই প্রকাশিত হয় ৷ পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হওয়ার পর যিনি ছিলেন তাঁর অফিসের প্রথম দিকের সহযোগী ৷
অর্থমন্ত্রী মনমোহন সিং তাঁর বাজেটকে 'মানুষের বাজেট' বলে অভিহিত করেছেন । তিনি নিরলসভাবে সার, পেট্রল এবং এলপিজি-র দাম বাড়ানোর প্রস্তাবগুলির পক্ষে যুক্তি দেওয়ার করেছিলেন ৷ মনমোহন সিংয়ের বাজেটের পর কংগ্রেসের মধ্যে এক অস্থিরতা দেখা গিয়েছিল ৷ যা অনুভব করে প্রধানমন্ত্রী নরসিমা রাও 1 অগস্ট কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) বৈঠক ডেকেছিলেন ৷
জয়রাম রমেশ তাঁর বইয়ে লিখেছেন, ''প্রধানমন্ত্রী দূরে থেকে মনমোহন সিংকে তাঁর সমালোচনার মুখোমুখি হতে দিয়েছিলেন ৷" যদিও আরও দুটি বৈঠক হয়েছিল 2 ও 3 অগস্ট ৷ এই বৈঠক দুটিতে অবশ্য প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন৷ কংগ্রেস নেতা তাঁর বইতে এই বৈঠকে কথা বর্ণনা করেন ৷ তিনি লেখেন, "কংগ্রেস পার্লামেন্টারি পার্টির বৈঠকে অর্থমন্ত্রী যখন পরিসংখ্যান তুলে ধরেছিলেন, তখন তাঁকে অসহায় মনে হয়েছিল ৷ আর প্রধানমন্ত্রী তাঁর যন্ত্রণা কমানোর জন্য কিছুই করেননি ৷"
বৈঠকে মনমোহন সিংয়ের বাজেটকে সমর্থন করেছিলেন মাত্র দুই জন সাংসদ- মণিশঙ্কর আইয়ার এবং নাথুরাম মির্ধা৷ আইয়ার বাজেটকে সমর্থন জানিয়ে, দাবি করেছিলেন এটি রাজীব গান্ধির বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য দিশা দেখিয়েছে । তবে দলের চাপের কাছে নতিস্বীকার করে, অর্থমন্ত্রী মনমোহন সিং সারের দামের 40 শতাংশ বৃদ্ধিকে 30 শতাংশে কমিয়ে আনতে রাজি হয়েছিলেন ৷ তবে এলপিজি এবং পেট্রলের দাম বৃদ্ধি অপবর্তিত রেখেছিলেন ৷
মনমোহনের বাজেট পেশের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 4 এবং 5 অগস্ট দু'বার বৈঠক বসে ৷ সেই বৈঠকে 6 অগস্ট লোকসভায় অর্থমন্ত্রীর বিবৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যদিও সময়ের সঙ্গে সঙ্গে মনমোহন সিংয়ের এই বাজেট প্রশংসা কুড়ায় এবং তিনি হয়ে ওঠে ভারতের অর্থনৈতিক সংস্কার ও উদারনীতির জনক ৷ পরে প্রধানমন্ত্রী হয়েও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার পথে হেঁটে ছিলেন ড: মনমোহন সিং ৷