ETV Bharat / bharat

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার - DR MANMOHAN SINGH DEMISE

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ শুক্রবার তাঁর দেহ শায়িত ছিল নয়াদিল্লির বাসভবনে ৷ আগামিকাল, শনিবার হবে শেষকৃত্য ৷

Dr Manmohan Singh
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ছবি সৌজন্য: মনমোহন সিংয়ের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ দিল্লির এইমস হাসপাতালে বৃহস্পতিবার রাত 9.51 মিনিটে তাঁর জীবনাবসান হয় ৷ শুক্রবার সারাদিন তাঁর দেহ নয়াদিল্লির 3, মোতিলাল নেহরু রোডের বাসভবনে শায়িত ছিল ৷ শেষকৃত্য হবে শনিবার সকালে। তার আগে এদিন সকাল থেকে শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন। একে একে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

শেষকৃত্য হবে আগামিকাল, শনিবার ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের দেহ বাড়ি থেকে প্রথমে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে সকাল 8.30 মিনিট থেকে 9.30 মিনিট পর্যন্ত কংগ্রেস নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ৷ এরপর তাঁর অসংখ্য অনুগামীদের নিয়ে শেষযাত্রা পৌঁছবে শ্মশানে ৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই সাত দিন দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ তাছাড়া বন্ধ থাকবে কিছু অনুষ্ঠানও। দেশের দু'বারের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আগামী সাত দিন সমস্ত দলীয় অনুষ্ঠান বাতিল করেছে কংগ্রেস ৷

দেশের অর্থনীতির সংস্কারের স্থপতি বলে অভিহিত করা হয় ডঃ মনমোহন সিংকে ৷ 1991 সালে দেশের চরম অর্থনৈতিক সঙ্কটকালে তিনি কার্যত ত্রাতার ভূমিকা নিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী হিসাবে তিনি যে বাজেট পেশ করেছিলে, তাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ডঃ মনমোহনকে ৷ সেই বাজেটই ভারতকে অন্ধকারাচ্ছন্ন আর্থিক অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল ৷ সেবছর অর্থমন্ত্রী মনমোহন দীর্ঘসময় ধরে চলে আসা লাইসেন্স রাজ বাতিল করেন ৷ উদার অর্থনীতির সূচনা করেন ভারতে ৷ প্রথম বাজেটেই দেশের অর্থনীতিকে দিশা দেখিয়েছিলেন তিনি ৷

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ দিল্লির এইমস হাসপাতালে বৃহস্পতিবার রাত 9.51 মিনিটে তাঁর জীবনাবসান হয় ৷ শুক্রবার সারাদিন তাঁর দেহ নয়াদিল্লির 3, মোতিলাল নেহরু রোডের বাসভবনে শায়িত ছিল ৷ শেষকৃত্য হবে শনিবার সকালে। তার আগে এদিন সকাল থেকে শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন। একে একে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

শেষকৃত্য হবে আগামিকাল, শনিবার ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের দেহ বাড়ি থেকে প্রথমে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে সকাল 8.30 মিনিট থেকে 9.30 মিনিট পর্যন্ত কংগ্রেস নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ৷ এরপর তাঁর অসংখ্য অনুগামীদের নিয়ে শেষযাত্রা পৌঁছবে শ্মশানে ৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই সাত দিন দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ তাছাড়া বন্ধ থাকবে কিছু অনুষ্ঠানও। দেশের দু'বারের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আগামী সাত দিন সমস্ত দলীয় অনুষ্ঠান বাতিল করেছে কংগ্রেস ৷

দেশের অর্থনীতির সংস্কারের স্থপতি বলে অভিহিত করা হয় ডঃ মনমোহন সিংকে ৷ 1991 সালে দেশের চরম অর্থনৈতিক সঙ্কটকালে তিনি কার্যত ত্রাতার ভূমিকা নিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী হিসাবে তিনি যে বাজেট পেশ করেছিলে, তাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ডঃ মনমোহনকে ৷ সেই বাজেটই ভারতকে অন্ধকারাচ্ছন্ন আর্থিক অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল ৷ সেবছর অর্থমন্ত্রী মনমোহন দীর্ঘসময় ধরে চলে আসা লাইসেন্স রাজ বাতিল করেন ৷ উদার অর্থনীতির সূচনা করেন ভারতে ৷ প্রথম বাজেটেই দেশের অর্থনীতিকে দিশা দেখিয়েছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.