শ্রীনগর, 9 মার্চ : ফের গুলির লড়াই উপত্যকায় ৷ জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় খাজপুরা রেবান এলাকায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে 2 জঙ্গি ৷ বাকি জঙ্গিদের খোঁজ এখনও চলছে ৷
কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "দুই জঙ্গির দেহ নিয়ে আসা হচ্ছে ৷ তাদের পরিচয় বা তারা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল তা নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি ৷"
গোপন সূত্র থেকে খবর পেয়ে আজ সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী ও কাশ্মীর পুলিশের একটি প্রতিনিধি দল ৷ কাশ্মীর পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষী বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলে গুলির লড়াই ৷ নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি ৷ তাদের পরিচয় কী বা তারা কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল নিয়ে এখনও কিছু জানা যায়নি ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷