ETV Bharat / bharat

BJP-তে যোগ স্বপ্না চৌধুরির - dancer

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সদস্যতা অভিযানের অনুষ্ঠানে স্বপ্না যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে।

স্বপ্না চৌধুরি
author img

By

Published : Jul 7, 2019, 11:18 AM IST

Updated : Jul 7, 2019, 1:01 PM IST

দিল্লি, 7 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন স্বপ্না চৌধুরি । হরিয়ানার এই গায়িকা-নৃত্যশিল্পীর BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল বহু দিনই । 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি BJP-র হয়ে প্রচারও করেন ।

আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সদস্য অভিযানের অনুষ্ঠানে স্বপ্না যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। স্বপ্নার BJP-তে যোগদান অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJP-র ভাইস প্রেসিডেন্ট শিবরাজ সিং চৌহান, BJP-র সাধারণ সম্পাদক রাম লাল এবং দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারির উপস্থিত থাকার কথা ।

দেশজুড়ে BJP সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কর্মসূচি শুরু করেছেন নরেন্দ্র মোদি । বারাণসী থেকে শুরু হয়েছে অভিযান ।

এর আগে প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর চাউর হয়। তা নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষও করা হয়েছিল । যদিও স্বপ্নার কংগ্রেসে যোগ দেওয়ার খবর অস্বীকার করেন তিনি ।

দিল্লি, 7 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন স্বপ্না চৌধুরি । হরিয়ানার এই গায়িকা-নৃত্যশিল্পীর BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল বহু দিনই । 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি BJP-র হয়ে প্রচারও করেন ।

আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সদস্য অভিযানের অনুষ্ঠানে স্বপ্না যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। স্বপ্নার BJP-তে যোগদান অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJP-র ভাইস প্রেসিডেন্ট শিবরাজ সিং চৌহান, BJP-র সাধারণ সম্পাদক রাম লাল এবং দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারির উপস্থিত থাকার কথা ।

দেশজুড়ে BJP সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কর্মসূচি শুরু করেছেন নরেন্দ্র মোদি । বারাণসী থেকে শুরু হয়েছে অভিযান ।

এর আগে প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর চাউর হয়। তা নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষও করা হয়েছিল । যদিও স্বপ্নার কংগ্রেসে যোগ দেওয়ার খবর অস্বীকার করেন তিনি ।

New Delhi, Jul 06 (ANI): After 11 MLAs from the Congress and JD(S) knocked the door of Karnataka Assembly Speaker amid reports of growing discontent within the ruling coalition, Bharatiya Janata Party's (BJP) national spokesperson GVL Narasimha Rao said the people of Karnataka have rejected the Congress-JD(S) coalition, adding that the BJP had won a massive mandate in Karnataka in the Lok Sabha elections despite the two parties contesting the polls together. "Congress-JD(S) coalition has been rejected by people of Karnataka. Despite their coalition in Lok Sabha polls, BJP won a massive mandate. It clearly shows the mood of people. MLAs certainly seem to be facing brunt of public anger against coalition," Narasimha told ANI.

Last Updated : Jul 7, 2019, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.