দিল্লি, 7 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন স্বপ্না চৌধুরি । হরিয়ানার এই গায়িকা-নৃত্যশিল্পীর BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল বহু দিনই । 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি BJP-র হয়ে প্রচারও করেন ।
আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সদস্য অভিযানের অনুষ্ঠানে স্বপ্না যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। স্বপ্নার BJP-তে যোগদান অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJP-র ভাইস প্রেসিডেন্ট শিবরাজ সিং চৌহান, BJP-র সাধারণ সম্পাদক রাম লাল এবং দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারির উপস্থিত থাকার কথা ।
-
Haryanavi dancer Sapna Chaudhary joins Bharatiya Janata Party at the party's membership drive program in Delhi. pic.twitter.com/G9jmj0tOrt
— ANI (@ANI) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Haryanavi dancer Sapna Chaudhary joins Bharatiya Janata Party at the party's membership drive program in Delhi. pic.twitter.com/G9jmj0tOrt
— ANI (@ANI) July 7, 2019Haryanavi dancer Sapna Chaudhary joins Bharatiya Janata Party at the party's membership drive program in Delhi. pic.twitter.com/G9jmj0tOrt
— ANI (@ANI) July 7, 2019
দেশজুড়ে BJP সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কর্মসূচি শুরু করেছেন নরেন্দ্র মোদি । বারাণসী থেকে শুরু হয়েছে অভিযান ।
এর আগে প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর চাউর হয়। তা নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষও করা হয়েছিল । যদিও স্বপ্নার কংগ্রেসে যোগ দেওয়ার খবর অস্বীকার করেন তিনি ।