ETV Bharat / bharat

বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন প্রদান রাজ্যের বিষয় : মনোজ তিওয়ারি

BJP-কে আক্রমণ করে উদ্ধব ঠাকরে বলেছিলেন, “বিহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা হচ্ছে । দেশের বাকি অংশ কি পাকিস্তান না বাংলাদেশ ?" আজ তা নিয়েই তাঁকে আক্রমণ করলেন BJP নেতা উদ্ধব ঠাকরে ।

Bjp leader monoj tiwari slams udhab thaktey over free covid-১৯ vaccine
কোরোনার ভ্যাকসিন প্রদান নিয়ে উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করলেন মনোজ তিওয়ারি
author img

By

Published : Oct 26, 2020, 4:41 PM IST

দিল্লি, 26 অক্টোবর : বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে মন্তব্য করায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করলেন BJP নেতা মনোজ তিওয়ারি । সম্প্রতি বিহারে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলেছে BJP । যার সমালোচনা করেন উদ্ধব ঠাকরে । বিহার ভোটকে লক্ষ্য রেখে BJP এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বলে তাঁঁর অভিযোগ ।

তাঁকে কটাক্ষ করে মনোজ তিওয়ারি বলেন, “BJP-র সমালোচনা না করে উদ্ধবজি-র উচিত মহারাষ্ট্রে কোরোনার ভ্যাকসিন বিনামূল্যে বিলি করা । এটা সম্পূর্ণ রাজ্যের বিষয় । NDA যদি বিহারে ক্ষমতায় আসে তাহলে কোরোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে ।”

গতকাল মুম্বইয়ে দশেরার র‍্যালি থেকে বিভিন্ন বিষয় নিয়ে BJP-কে আক্রমণ করেন উদ্ধব ঠাকরে । তিনি বলেন, “বিহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা হচ্ছে । দেশের বাকি অংশ কি পাকিস্তান না বাংলাদেশ ? যাঁরা এই ধরনের কথা বলছেন তাঁঁদের লজ্জা হওয়া উচিত । আপনারা কেন্দ্রে বসে আছেন ।”

দিল্লি, 26 অক্টোবর : বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে মন্তব্য করায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করলেন BJP নেতা মনোজ তিওয়ারি । সম্প্রতি বিহারে বিনামূল্যে কোরোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলেছে BJP । যার সমালোচনা করেন উদ্ধব ঠাকরে । বিহার ভোটকে লক্ষ্য রেখে BJP এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বলে তাঁঁর অভিযোগ ।

তাঁকে কটাক্ষ করে মনোজ তিওয়ারি বলেন, “BJP-র সমালোচনা না করে উদ্ধবজি-র উচিত মহারাষ্ট্রে কোরোনার ভ্যাকসিন বিনামূল্যে বিলি করা । এটা সম্পূর্ণ রাজ্যের বিষয় । NDA যদি বিহারে ক্ষমতায় আসে তাহলে কোরোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে ।”

গতকাল মুম্বইয়ে দশেরার র‍্যালি থেকে বিভিন্ন বিষয় নিয়ে BJP-কে আক্রমণ করেন উদ্ধব ঠাকরে । তিনি বলেন, “বিহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা হচ্ছে । দেশের বাকি অংশ কি পাকিস্তান না বাংলাদেশ ? যাঁরা এই ধরনের কথা বলছেন তাঁঁদের লজ্জা হওয়া উচিত । আপনারা কেন্দ্রে বসে আছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.