ETV Bharat / bharat

সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Aug 6, 2020, 5:34 PM IST

"তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।" দেশের প্রথম মহিলা বিদেশমন্ত্রীর সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকীতে টুইট প্রধানমন্ত্রীর ।

Sushma Swaraj
সুষমা স্বরাজ

দিল্লি, 6 অগাস্ট : এক বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন তিনি । দেশের দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ । সুষমা স্বরাজ । আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর ।

টুইটারে তিনি লেখেন, "সুষমা স্বরাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । এভাবে অসময়ে তাঁর চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক । তাঁর এভাবে চলে যাওয়ায় অনেকই শোকস্তব্ধ । তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।"

  • Remembering Sushma Ji on her first Punya Tithi. Her untimely and unfortunate demise left many saddened. She served India selflessly and was an articulate voice for India at the world stage.

    Here is what I had spoken at a prayer meet in her memory. https://t.co/nHIXCw469P

    — Narendra Modi (@narendramodi) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হৃদযন্ত্র বিকল হয়ে গতবছর এই দিনে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর । মৃত্যুর ঘণ্টাখানেক আগে পর্যন্তও সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি । মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেছিলেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷" আর এই টুইটের ঘণ্টা তিনেক পরেই সংসদভবন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ।

দেশের রাজনীতির আঙিনায় তিনি ছিলেন এক অনন্য অধ্যায় । তিনি একমাত্র মহিলা সাংসদ ছিলেন, যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন ৷ তৎকালীন সময়ে অ্যামেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে তাঁকে ভারতের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদের তকমা দেওয়া হয়েছিল ৷

মাত্র 25 বছর বয়সে সুষমা স্বরাজ জনতা পার্টির সরকারে প্রথম মন্ত্রী হয়েছিলেন ৷ এরপর 1979 সালে 27 বছর বয়সে হরিয়ানার জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট ৷ 1987-1990 সাল হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি ও লোকদলের জোট সরকার ৷ তখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৷

2003- 2004 ৷ তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পটনা, রায়পুর ও হৃষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে ওঠে ৷ লোকসভা হোক বা বিধানসভা, তাঁর বাগ্মিতায় মুগ্ধ হতেন তাবড় তাবড় রাজনীতিক ৷ 2014 সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি ৷ দায়িত্ব পান বিদেশমন্ত্রকের ৷ দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ ।

দিল্লি, 6 অগাস্ট : এক বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন তিনি । দেশের দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ । সুষমা স্বরাজ । আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর ।

টুইটারে তিনি লেখেন, "সুষমা স্বরাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । এভাবে অসময়ে তাঁর চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক । তাঁর এভাবে চলে যাওয়ায় অনেকই শোকস্তব্ধ । তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।"

  • Remembering Sushma Ji on her first Punya Tithi. Her untimely and unfortunate demise left many saddened. She served India selflessly and was an articulate voice for India at the world stage.

    Here is what I had spoken at a prayer meet in her memory. https://t.co/nHIXCw469P

    — Narendra Modi (@narendramodi) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হৃদযন্ত্র বিকল হয়ে গতবছর এই দিনে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর । মৃত্যুর ঘণ্টাখানেক আগে পর্যন্তও সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি । মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেছিলেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷" আর এই টুইটের ঘণ্টা তিনেক পরেই সংসদভবন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ।

দেশের রাজনীতির আঙিনায় তিনি ছিলেন এক অনন্য অধ্যায় । তিনি একমাত্র মহিলা সাংসদ ছিলেন, যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন ৷ তৎকালীন সময়ে অ্যামেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে তাঁকে ভারতের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদের তকমা দেওয়া হয়েছিল ৷

মাত্র 25 বছর বয়সে সুষমা স্বরাজ জনতা পার্টির সরকারে প্রথম মন্ত্রী হয়েছিলেন ৷ এরপর 1979 সালে 27 বছর বয়সে হরিয়ানার জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট ৷ 1987-1990 সাল হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি ও লোকদলের জোট সরকার ৷ তখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৷

2003- 2004 ৷ তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পটনা, রায়পুর ও হৃষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে ওঠে ৷ লোকসভা হোক বা বিধানসভা, তাঁর বাগ্মিতায় মুগ্ধ হতেন তাবড় তাবড় রাজনীতিক ৷ 2014 সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি ৷ দায়িত্ব পান বিদেশমন্ত্রকের ৷ দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.