ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে 2 নির্ভয়া অপরাধীর কিউরেটিভ পিটিশন দায়ের - কিউরেটিভ পিটিশন

এবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল নির্ভয়াকাণ্ডে 2 সাজাপ্রাপ্ত ।

Supreme Court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 9, 2020, 12:56 PM IST

Updated : Jan 9, 2020, 10:54 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার কিউরেটিভ পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে । প্রথমে অন্যতম অপরাধী বিনয় শর্মা এই পিটিশন দাখিল করে । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের মৃত্যুদণ্ডের রায়টি সংশোধন ও খারিজ করার মামলাও করেছে বিনয় । এর কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের কিউরেটিভ পিটিশন দাখিল করেছে আর এক সাজা প্রাপ্ত মুকেশ সিং ৷

7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7 টায় ফাঁসি দেওয়া হবে তাদের । আদালত এরপর তাদের 14 দিনের সময় দেয় আইনানুগ কাজকর্ম সেরে নেওয়ার জন্য । তারপরই বিনয় শর্মার আইনজীবী এ পি সিং জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেবেন । সেইমতোই আজ পিটিশন দাখিল করে বিনয় শর্মা ।

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান ।

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া । গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । তিহার সংশোধনাগারে সেই মতো প্রস্তুতিও শুরু হয় । ফাঁসির জন্য বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠায় তিহার কর্তৃপক্ষ । জল্লাদ চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানায় তারা ।

তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়াও চলছিল যে তা কতটা ভার বহনে সক্ষম । জল্পনা চলছিল নির্ভয়ার ধর্ষণের দিনই ফাঁসি দেওয়া হতে পারে তাদের । কিন্তু তাদের মধ্যে একজনের প্রাণ ভিক্ষার আবেদনের শুনানি 17 জিসেম্বর হওয়ায় সেই জল্পনা ভেস্তে যায় । তারপর থেকেই এই বহুলচর্চিত মামলার রায় নিয়ে জল্পনা চলছিল । অবশেষে 7 জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা করে ।

এই সংক্রান্ত আরও খবর : নির্ভয়াকাণ্ডে 4 দোষীর ফাঁসির নির্দেশ

দিল্লি, 9 জানুয়ারি : দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার কিউরেটিভ পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে । প্রথমে অন্যতম অপরাধী বিনয় শর্মা এই পিটিশন দাখিল করে । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের মৃত্যুদণ্ডের রায়টি সংশোধন ও খারিজ করার মামলাও করেছে বিনয় । এর কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের কিউরেটিভ পিটিশন দাখিল করেছে আর এক সাজা প্রাপ্ত মুকেশ সিং ৷

7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7 টায় ফাঁসি দেওয়া হবে তাদের । আদালত এরপর তাদের 14 দিনের সময় দেয় আইনানুগ কাজকর্ম সেরে নেওয়ার জন্য । তারপরই বিনয় শর্মার আইনজীবী এ পি সিং জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেবেন । সেইমতোই আজ পিটিশন দাখিল করে বিনয় শর্মা ।

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান ।

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া । গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । তিহার সংশোধনাগারে সেই মতো প্রস্তুতিও শুরু হয় । ফাঁসির জন্য বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠায় তিহার কর্তৃপক্ষ । জল্লাদ চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানায় তারা ।

তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়াও চলছিল যে তা কতটা ভার বহনে সক্ষম । জল্পনা চলছিল নির্ভয়ার ধর্ষণের দিনই ফাঁসি দেওয়া হতে পারে তাদের । কিন্তু তাদের মধ্যে একজনের প্রাণ ভিক্ষার আবেদনের শুনানি 17 জিসেম্বর হওয়ায় সেই জল্পনা ভেস্তে যায় । তারপর থেকেই এই বহুলচর্চিত মামলার রায় নিয়ে জল্পনা চলছিল । অবশেষে 7 জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা করে ।

এই সংক্রান্ত আরও খবর : নির্ভয়াকাণ্ডে 4 দোষীর ফাঁসির নির্দেশ

New Delhi, Jan 09 (ANI): Police force beefed up outside Delhi's JNU campus on Jan 09. Several masked goons entered the campus and beaten students on Jan 05. These goons also caused destruction to the property. Jawaharlal Nehru University Student Union (JNUSU) president Aishe Ghosh was also allegedly attacked by masked goons.
Last Updated : Jan 9, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.