ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে 475 জনই কোটিপতি - india

লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্য়ে অধিকাংশই কোটিপতি। শীর্ষে রয়েছেন জয়ী কংগ্রেস প্রার্থী নকুল নাথ ।

সংসদ ভবন
author img

By

Published : May 27, 2019, 2:43 AM IST

দিল্লি, ২৭ মে : লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে 475 জনই কোটিপতি। তালিকায় শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ। জয়ী প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস।

542 জন সাসংদের মধ্যে তিনজনের হলফনামা খতিয়ে দেখতে পারেনি ADR । এর মধ্যে BJP-র দুই ও কংগ্রেসের একজন রয়েছেন । BJP-র বাকি ৩০১ জন সাংসদের মধ্যে 265 জনই কোটিপতি । গড়ে যা 88 শতাংশ । শরিক শিবসেনার 18 জয়ী প্রার্থীর প্রত্যেকেরই সম্পত্তির পরিমাণ এক কোটির বেশি।

এক্ষেত্রে BJP-র থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস । তাদের 51 জন জয়ী প্রার্থীর মধ্যে 43 জন কোটিপতি। অর্থাৎ গড়ে যা 96 শতাংশ । পিছিয়ে নেই DMK, তৃণমূল কংগ্রেস, YSR কংগ্রেসও। DMK-র 23 জনের মধ্যে 22, তৃণমূলের 22 জনের মধ্যে 20 এবং YSR-এর 22 জনের মধ্যে 19 জনই কোটিপতি ।

তালিকায় প্রথম তিনজনই কংগ্রেসের । শীর্ষে রয়েছেন নকুল নাথ । যাঁর 660 কোটির সম্পত্তি রয়েছে । দুই ও তিন নম্বরে রয়েছেন বসন্তকুমার এইচ এবং ডি কে সুরেশ । তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে 417 ও 338 কোটি ।

শুধু কোটিপতিই নন, জয়ী প্রার্থীদের মধ্যে 266 জনেরই সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি বা তার বেশি।

2009 সালে জয়ী প্রার্থীদের মধ্যে 315 জন কোটিপতি ছিলেন। 2014 সালে সংখ্যাটা ছিল 443 । আর এবার সংখ্যাটা দাঁড়িয়েছে 475-এ ।

দিল্লি, ২৭ মে : লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে 475 জনই কোটিপতি। তালিকায় শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ। জয়ী প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস।

542 জন সাসংদের মধ্যে তিনজনের হলফনামা খতিয়ে দেখতে পারেনি ADR । এর মধ্যে BJP-র দুই ও কংগ্রেসের একজন রয়েছেন । BJP-র বাকি ৩০১ জন সাংসদের মধ্যে 265 জনই কোটিপতি । গড়ে যা 88 শতাংশ । শরিক শিবসেনার 18 জয়ী প্রার্থীর প্রত্যেকেরই সম্পত্তির পরিমাণ এক কোটির বেশি।

এক্ষেত্রে BJP-র থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস । তাদের 51 জন জয়ী প্রার্থীর মধ্যে 43 জন কোটিপতি। অর্থাৎ গড়ে যা 96 শতাংশ । পিছিয়ে নেই DMK, তৃণমূল কংগ্রেস, YSR কংগ্রেসও। DMK-র 23 জনের মধ্যে 22, তৃণমূলের 22 জনের মধ্যে 20 এবং YSR-এর 22 জনের মধ্যে 19 জনই কোটিপতি ।

তালিকায় প্রথম তিনজনই কংগ্রেসের । শীর্ষে রয়েছেন নকুল নাথ । যাঁর 660 কোটির সম্পত্তি রয়েছে । দুই ও তিন নম্বরে রয়েছেন বসন্তকুমার এইচ এবং ডি কে সুরেশ । তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে 417 ও 338 কোটি ।

শুধু কোটিপতিই নন, জয়ী প্রার্থীদের মধ্যে 266 জনেরই সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি বা তার বেশি।

2009 সালে জয়ী প্রার্থীদের মধ্যে 315 জন কোটিপতি ছিলেন। 2014 সালে সংখ্যাটা ছিল 443 । আর এবার সংখ্যাটা দাঁড়িয়েছে 475-এ ।

New Delhi, May 27 (ANI): Microsoft's rumoured new Xbox One S Fortnite Limited Edition has been spotted online and from the first look of the console, it is solely for purple lovers. The images, obtained by the WinFuture, show off the upcoming gaming console with a matching controller in a new Gradient Purple. In terms of the specifications, the Fornite-themed console will offer 1TB storage and Blu-ray optical driver. The new Microsoft Xbox One S Fortnite Limited Edition Bundle is rumoured to release in the US at USD 299. Microsoft is expected to pack new 'Dark Vertex' skin and 2000 V-Bucks in-game currency, along with a monthly subscription of Xbox Live Gold, EA Access, and Xbox Game Pass in the bundle.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.