ETV Bharat / bharat

কোরোনা আক্রান্তের নিরিখে উহানকে ছাড়াল মুম্বই

গত বছর ডিসেম্বরে চিনের উহানেই প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল ৷ এবার আক্রান্তের নিরিখে সেই উহানকে ছাপিয়ে গেল মুম্বই ৷

corona
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 10, 2020, 4:47 AM IST

মুম্বই, 10 জুন : সোমবারই কোরোনা আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলে দিয়েছিল মহারাষ্ট্র ৷ এবার উহানকে ছাপিয়ে গেল মুম্বই ৷ চিনের উহানেই প্রথম কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল ৷

মঙ্গলবার মুম্বইয়ে প্রায় 700 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এর জেরে সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 51 হাজার 100-তে ৷ যেখানে উহানে কোরোনা আক্রান্তের সংখ্যা 50 হাজার 333 ৷ এদিকে সোমবারই আক্রান্তের নিরিখে চিনকে টপকে গিয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 90 হাজার ৷ চিনের আক্রান্তের সংখ্যা থেকে যা ছ'হাজার বেশি ৷

এদিকে শেষ 24 ঘণ্টায় মহারাষ্ট্রে 2 হাজার 259 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ যেখানে সারা দেশে সংখ্যাটা 9 হাজার 987 ৷ সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 289 ৷ মুম্বইয়েই মৃত্যু হয়েছে 1 হাজার 760 জনের ৷

এই পরিস্থিতিতে সরকারি দপ্তরগুলিতে 15 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ সোমবার থেকে 10 শতাংশ নিয়ে কর্মী নিয়ে খুলেছে বেসরকারি সংস্থার অফিসও ৷ তবে দেশের অন্য জায়গায় খুলে গেলেও এরাজ্যে এখনও ধর্মীয় স্থান, শপিং মল, হোটেল ও রেস্তরাঁ খোলেনি ৷

মুম্বই, 10 জুন : সোমবারই কোরোনা আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলে দিয়েছিল মহারাষ্ট্র ৷ এবার উহানকে ছাপিয়ে গেল মুম্বই ৷ চিনের উহানেই প্রথম কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল ৷

মঙ্গলবার মুম্বইয়ে প্রায় 700 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এর জেরে সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 51 হাজার 100-তে ৷ যেখানে উহানে কোরোনা আক্রান্তের সংখ্যা 50 হাজার 333 ৷ এদিকে সোমবারই আক্রান্তের নিরিখে চিনকে টপকে গিয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 90 হাজার ৷ চিনের আক্রান্তের সংখ্যা থেকে যা ছ'হাজার বেশি ৷

এদিকে শেষ 24 ঘণ্টায় মহারাষ্ট্রে 2 হাজার 259 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ যেখানে সারা দেশে সংখ্যাটা 9 হাজার 987 ৷ সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 289 ৷ মুম্বইয়েই মৃত্যু হয়েছে 1 হাজার 760 জনের ৷

এই পরিস্থিতিতে সরকারি দপ্তরগুলিতে 15 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ সোমবার থেকে 10 শতাংশ নিয়ে কর্মী নিয়ে খুলেছে বেসরকারি সংস্থার অফিসও ৷ তবে দেশের অন্য জায়গায় খুলে গেলেও এরাজ্যে এখনও ধর্মীয় স্থান, শপিং মল, হোটেল ও রেস্তরাঁ খোলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.