ETV Bharat / bharat

লখনউয়ে CAA বিক্ষোভকারীদের কম্বল, খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গতরাতে লখনউয়ে বিক্ষোভকারীদের কম্বল এবং খাবার কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে লখনউ পুলিশের বিরুদ্ধে  ৷ এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ৷ যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

lucknow protest
CAA বিরোধী বিক্ষোভ লখনউতে
author img

By

Published : Jan 19, 2020, 12:54 PM IST

Updated : Jan 19, 2020, 2:02 PM IST

লখনউ, 19 জানুয়ারি : CAA, NRC এবং NPR প্রত্যাহারের দাবিতে 144 ধারা উপেক্ষা করে উত্তরপ্রদেশের লখনউয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন ৷ দিল্লির শাহিনবাগের মতই গত তিনদিন ধরে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে লখনউয়ের ঘণ্টাঘরের কাছে অবস্থানে শামিল হয়েছেন মহিলা প্রতিবাদীরা ৷ গতরাতে বিক্ষোভকারীদের কম্বল এবং খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷ যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুলিশের এক আধিকারিক বলেন, "এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে ৷ "

বিক্ষোভকারী এক বৃদ্ধা অভিযোগ করেন," পুলিশ কম্বল ছিনিয়ে নিয়েছে ৷ ঠান্ডা থেকে বাঁচতে আমরা আগুন জ্বালিয়েছিলাম ৷ পুলিশ জল ঢেলে সে'টা নিভিয়ে দিয়েছে ৷ " এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ৷ যেখানে দেখা গেছে গতরাতে কয়েকজন পুলিশকর্মী বিক্ষোভকারীদের কম্বল এবং খাবারের প্যাকেট ভরতি বক্স ছিনিয়ে নিচ্ছেন ৷

উল্লেখ্য, 50 জন মহিলা শুক্রবার থেকে ঘণ্টাঘরের কাছে অবস্থান শুরু করেন ৷ তাঁদের বক্তব্য, সরকার যদি CAA, NRC, NPR প্রত্যাহার না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে ৷

অবস্থানরত আরও এক মহিলা বলেন, "আমার গোটা পরিবার এখানে রয়েছে ৷ ততক্ষণ পর্যন্ত অবস্থান করব, যতক্ষণ না সরকার NRC, CAA এবং NPR বাতিল করছে ৷ " অপর এক বিক্ষোভকারী বলেন, "আমরা NRC এবং CAA-এর বিরুদ্ধে ৷ শাহিনবাগে স্থানীয়রা প্রায় একমাস ধরে আন্দোলন করছেন ৷ কিন্তু মোদি সরকারের তরফে এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনও কথা বলা হয়নি ৷ অন্যদিকে, অমিত শাহ বলেছেন তিনি NRC চালু করবেন ৷ আবার মোদি বলছেন NRC চালু করা হবে না ৷ তাঁদের বক্তব্য পরস্পরবিরোধী ৷ আমরা বুঝতে পারছি না কে ঠিক বলছেন ৷ "

তাঁদের আন্দোলনকে কি দিল্লির শাহিনবাগের সঙ্গে তুলনা করা যেতে পারে ? এ প্রসঙ্গে এক বিক্ষোভকারীর বক্তব্য, "আমার বোনেরা এতদিন ধরে আন্দোলন করছে, তাই আমরাও ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি ৷ আমরা পাশে আছি ৷ "

লখনউ, 19 জানুয়ারি : CAA, NRC এবং NPR প্রত্যাহারের দাবিতে 144 ধারা উপেক্ষা করে উত্তরপ্রদেশের লখনউয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন ৷ দিল্লির শাহিনবাগের মতই গত তিনদিন ধরে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে লখনউয়ের ঘণ্টাঘরের কাছে অবস্থানে শামিল হয়েছেন মহিলা প্রতিবাদীরা ৷ গতরাতে বিক্ষোভকারীদের কম্বল এবং খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷ যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুলিশের এক আধিকারিক বলেন, "এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে ৷ "

বিক্ষোভকারী এক বৃদ্ধা অভিযোগ করেন," পুলিশ কম্বল ছিনিয়ে নিয়েছে ৷ ঠান্ডা থেকে বাঁচতে আমরা আগুন জ্বালিয়েছিলাম ৷ পুলিশ জল ঢেলে সে'টা নিভিয়ে দিয়েছে ৷ " এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ৷ যেখানে দেখা গেছে গতরাতে কয়েকজন পুলিশকর্মী বিক্ষোভকারীদের কম্বল এবং খাবারের প্যাকেট ভরতি বক্স ছিনিয়ে নিচ্ছেন ৷

উল্লেখ্য, 50 জন মহিলা শুক্রবার থেকে ঘণ্টাঘরের কাছে অবস্থান শুরু করেন ৷ তাঁদের বক্তব্য, সরকার যদি CAA, NRC, NPR প্রত্যাহার না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে ৷

অবস্থানরত আরও এক মহিলা বলেন, "আমার গোটা পরিবার এখানে রয়েছে ৷ ততক্ষণ পর্যন্ত অবস্থান করব, যতক্ষণ না সরকার NRC, CAA এবং NPR বাতিল করছে ৷ " অপর এক বিক্ষোভকারী বলেন, "আমরা NRC এবং CAA-এর বিরুদ্ধে ৷ শাহিনবাগে স্থানীয়রা প্রায় একমাস ধরে আন্দোলন করছেন ৷ কিন্তু মোদি সরকারের তরফে এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনও কথা বলা হয়নি ৷ অন্যদিকে, অমিত শাহ বলেছেন তিনি NRC চালু করবেন ৷ আবার মোদি বলছেন NRC চালু করা হবে না ৷ তাঁদের বক্তব্য পরস্পরবিরোধী ৷ আমরা বুঝতে পারছি না কে ঠিক বলছেন ৷ "

তাঁদের আন্দোলনকে কি দিল্লির শাহিনবাগের সঙ্গে তুলনা করা যেতে পারে ? এ প্রসঙ্গে এক বিক্ষোভকারীর বক্তব্য, "আমার বোনেরা এতদিন ধরে আন্দোলন করছে, তাই আমরাও ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি ৷ আমরা পাশে আছি ৷ "

Lucknow (UP), Jan 19 (ANI): Women continued to sit near Clock Tower in Lucknow to protest against Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC). Determined demonstrators raised slogans against the amended law. Protests across the country intensified after CAA came into effect from January 10.
Last Updated : Jan 19, 2020, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.