ETV Bharat / bharat

আজ থেকে কর্নাটকে শিথিল লকডাউন

পরিকল্পনামতো আজ থেকে লকডাউন শিথিল করল কর্নাটক সরকার । তবে, হটস্পট ও কনটেনমেন্ট জ়োনে বজায় থাকবে লকডাউন ।

Karnataka Government
কর্নাটক সরকার
author img

By

Published : Apr 23, 2020, 10:47 AM IST

কর্নাটক, 23 এপ্রিল : লকডাউনের মেয়াদ বেড়েছে 3 মে পর্যন্ত । কিন্ত তার আগেই আজ থেকে লকডাউন কিছুটা শিথিল করল কর্নাটক সরকার । তবে, হটস্পট ও কনটেনমেন্ট জ়োনে এই শিথিলতা বাস্তবায়িত হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে ।

20 এপ্রিল থেকে কর্নাটকের কিছু জায়গায় লকডাউন শিথিলের জন্য কেন্দ্রের তরফে অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু কর্নাটক সরকার তা বাস্তবায়িত করেনি । বরং, লকডাউনের নিয়ম আরও কঠিন করা হয় । গতকাল কর্নাটক সরকার সিদ্ধান্ত নেয়, আজ থেকে রাজ্যে লকডাউন কিছুটা শিথিল করা হবে ।

সরকারের তরফে ইতিমধ্যে প্রাইভেট ক্লিনিক, পশুকেন্দ্র , বাড়ি মেরামতির সঙ্গে সম্পর্কযুক্ত কাজগুলি চালু করার অনুমতি দেওয়া হয়েছে । পাশাপাশি হটস্পট ও কনটেনমেন্ট জ়োনে লকডাউন শিথিল হবে না বলেও জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার ।

গ্রিন জ়োনগুলিতে সাব-রেজিস্ট্রারের দপ্তরগুলি খোলা থাকবে । 11 টি জেলায় দপ্তর খোলা থাকবে । কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । IT কম্পানিগুলি তাদের অফিস চালু করতে পারবে না । লকডাউনের নিয়ম মেনে কম সংখ্যক কর্মী নিয়ে অফিসে কাজ করতে হবে । আর বাকি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন ।

কর্নাটক, 23 এপ্রিল : লকডাউনের মেয়াদ বেড়েছে 3 মে পর্যন্ত । কিন্ত তার আগেই আজ থেকে লকডাউন কিছুটা শিথিল করল কর্নাটক সরকার । তবে, হটস্পট ও কনটেনমেন্ট জ়োনে এই শিথিলতা বাস্তবায়িত হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে ।

20 এপ্রিল থেকে কর্নাটকের কিছু জায়গায় লকডাউন শিথিলের জন্য কেন্দ্রের তরফে অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু কর্নাটক সরকার তা বাস্তবায়িত করেনি । বরং, লকডাউনের নিয়ম আরও কঠিন করা হয় । গতকাল কর্নাটক সরকার সিদ্ধান্ত নেয়, আজ থেকে রাজ্যে লকডাউন কিছুটা শিথিল করা হবে ।

সরকারের তরফে ইতিমধ্যে প্রাইভেট ক্লিনিক, পশুকেন্দ্র , বাড়ি মেরামতির সঙ্গে সম্পর্কযুক্ত কাজগুলি চালু করার অনুমতি দেওয়া হয়েছে । পাশাপাশি হটস্পট ও কনটেনমেন্ট জ়োনে লকডাউন শিথিল হবে না বলেও জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার ।

গ্রিন জ়োনগুলিতে সাব-রেজিস্ট্রারের দপ্তরগুলি খোলা থাকবে । 11 টি জেলায় দপ্তর খোলা থাকবে । কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । IT কম্পানিগুলি তাদের অফিস চালু করতে পারবে না । লকডাউনের নিয়ম মেনে কম সংখ্যক কর্মী নিয়ে অফিসে কাজ করতে হবে । আর বাকি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.