ETV Bharat / bharat

5 মাসের মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে কম সংক্রমণ দেশে - ভারত

24 ঘণ্টায় মোট 26,567 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ যা রবিবারের সংক্রমণের থেকে 19.4 শতাংশ কম ৷

India's Lowest Daily Covid Cases In 5 Months Tally Crosses 97 Lakh
24 ঘণ্টায় কোরোনা সংক্রমণের সংখ্য়া 5 মাসের মধ্যে সবচেয়ে কম
author img

By

Published : Dec 8, 2020, 12:12 PM IST

দিল্লি, 8 নভেম্বর : পাঁচ মাসের মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে কম সংক্রমণ গোটা দেশে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় মোট 26,567 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ ভারতে মোট কোরোনা সংক্রমিতের সংখ্য়া দাঁড়াল 97 লাখ 3 হাজার 770 জন ৷

একই সঙ্গে গত 24 ঘণ্টায় কোরোনা থেকে সুস্থ হয়েছেন 39,045 জন ৷ ফলে, বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্য়া 3 লাখ 83 হাজার 866 জন ৷ এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 91,78,946 জন ৷ পাশাপাশি প্রায় 5 মাস পর ভারতে 24 ঘণ্টায় কোরোনায় মৃতের সংখ্য়া চারশোর নিচে নেমেছে ৷ আজ স্বাস্থ্য় মন্ত্রকের তরফে দেওয়া তথ্য় অনুযায়ী, সারা দেশে মোট 385 জন কোরোনায় মারা গিয়েছেন ৷ এখনও পর্যন্ত কোরোনায় মোট 1 লাখ 40 হাজার 958 জনের মৃত্য়ু হয়েছে ৷

আরও পড়ুন : ভারতে কোরোনা ভ্য়াকসিন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন ফাইজ়ারের

সোমবার পর্যন্ত হওয়া কোরোনা পরীক্ষায় এখনও পর্যন্ত লাগাতার 32 দিন মোট সংক্রমণের হার 50 হাজারের নিচে রয়েছে ৷ যা খুবই ইতিবাচক বলে মনে করা হচ্ছে ৷ তবে, কোরোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় সব বিধি নিষেধ মেনে চলতেই হবে বলে বারবার কেন্দ্রের তরফে বার্তা দেওয়া হয়েছে ৷

দিল্লি, 8 নভেম্বর : পাঁচ মাসের মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে কম সংক্রমণ গোটা দেশে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় মোট 26,567 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ ভারতে মোট কোরোনা সংক্রমিতের সংখ্য়া দাঁড়াল 97 লাখ 3 হাজার 770 জন ৷

একই সঙ্গে গত 24 ঘণ্টায় কোরোনা থেকে সুস্থ হয়েছেন 39,045 জন ৷ ফলে, বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্য়া 3 লাখ 83 হাজার 866 জন ৷ এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 91,78,946 জন ৷ পাশাপাশি প্রায় 5 মাস পর ভারতে 24 ঘণ্টায় কোরোনায় মৃতের সংখ্য়া চারশোর নিচে নেমেছে ৷ আজ স্বাস্থ্য় মন্ত্রকের তরফে দেওয়া তথ্য় অনুযায়ী, সারা দেশে মোট 385 জন কোরোনায় মারা গিয়েছেন ৷ এখনও পর্যন্ত কোরোনায় মোট 1 লাখ 40 হাজার 958 জনের মৃত্য়ু হয়েছে ৷

আরও পড়ুন : ভারতে কোরোনা ভ্য়াকসিন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন ফাইজ়ারের

সোমবার পর্যন্ত হওয়া কোরোনা পরীক্ষায় এখনও পর্যন্ত লাগাতার 32 দিন মোট সংক্রমণের হার 50 হাজারের নিচে রয়েছে ৷ যা খুবই ইতিবাচক বলে মনে করা হচ্ছে ৷ তবে, কোরোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় সব বিধি নিষেধ মেনে চলতেই হবে বলে বারবার কেন্দ্রের তরফে বার্তা দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.