দিল্লি, ১ মার্চ : রাশিয়ার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এই আশ্বাস দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি, পুলওয়ামায় হামলা নিয়েও পুতিন সমবেদনা জানান। যে দেশ সন্ত্রাসবাদে মদত দেয়, তাকে সবরকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন।
পরে ভারতের তরফে বিবৃতিতে বলা হয়, "সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের স্বার্থ রক্ষার চেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে দ্বিপাক্ষিক (ভারত ও রাশিয়া) সহযোগিতাকে দৃঢ় করতে ভারতের উদ্যোগকে তিনি সমর্থন জানিয়েছেন। সেজন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।"
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় CRPF-র ৪০ জন জওয়ান শহিদ হয়। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তা নিয়ে একাধিক দেশ ভারতের পাশে দাঁড়ায়। গত মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূ-খণ্ডে বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথমসারির একাধিক জঙ্গি নেতা সহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে ভারতের দাবি। তারপর বুধবারই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি যুদ্ধবিমান। পালটা জবাব দেয় ভারতীয় বায়ুসেনা।