ETV Bharat / bharat

লাভের মুখ দেখছে কেন্দ্রীয় আওতাধীন ব্যাঙ্কগুলি

ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির পুনরুদ্ধার করতে সরকার যেসব পদক্ষেপগুলি করেছিল তার ফল দিতে শুরু করেছে ৷ সরকার ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷ এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

PSB
নির্মলা সীতারমণ
author img

By

Published : Dec 28, 2019, 7:01 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : ঘাটতিতে চলতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে ৷ বর্তমান আর্থিক পরিস্থিতির বিচারে মোট 13 টি ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে ৷ আজ ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে নির্মলা সীতারমণের বৈঠক শেষে এমনই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ৷

কেন্দ্রের অধীনস্ত ব্যাঙ্কগুলির প্রধান হিসেবে অর্থমন্ত্রী আজ বৈঠক শেষে জানান, ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির পুনরুদ্ধার করতে সরকার যেসব পদক্ষেপগুলি করেছিল তার ফল দিতে শুরু করেছে ৷ স রকার ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, "সরকারের অধীনস্ত ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেট 2018 সালের মার্চে ছিল 8.96 কোটি ৷ সেখান থেকে কমে 7.29 কোটিতে এসে দাড়ায় 2019 -এর সেপ্টেম্বরে ৷ হাল ফেরাতে সরকার যেসব উদ্যোগগুলি নিয়েছে তার ফলে বিগত সাত বছরে সবথেকে বেশি ঘাটতি মেটাতে পেরেছে ব্যাঙ্কগুলি ৷ লাভের মুখ দেখছে সরকারি ব্যাঙ্কগুলি ৷ "

মূল্যায়নকারী সংস্থা ICRA-র রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ঋণ বৃদ্ধির হার ছিল 13.3 শতাংশ । চলতি আর্থিক বছরে সেই বৃদ্ধির হার মাত্র 7 শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস । ICRA-র পূর্বাভাস যদি মিলে যায় তাহলে গত 58 বছরে এবারই প্রথম ভারতে ঋণ বৃদ্ধির হার এতটা কমবে । রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক ঋণ বৃদ্ধির তথ্য অনুযায়ী, এর আগে 1962 সালে ঋণ বৃদ্ধির হার ছিল 5.4 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ, যা গত ছয় বছরে সর্বনিম্ন । অন্যদিকে ঋণ বৃদ্ধির হার 6.5-7 শতাংশ, যা ছয় দশকে সর্বনিম্ন । রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বাজারে চাহিদার পরিমাণ কমেছে । ঋণ বৃদ্ধির হার কমে যাওয়া এর অন্যতম কারণ ।

দিল্লি, 28 ডিসেম্বর : ঘাটতিতে চলতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে ৷ বর্তমান আর্থিক পরিস্থিতির বিচারে মোট 13 টি ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে ৷ আজ ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে নির্মলা সীতারমণের বৈঠক শেষে এমনই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ৷

কেন্দ্রের অধীনস্ত ব্যাঙ্কগুলির প্রধান হিসেবে অর্থমন্ত্রী আজ বৈঠক শেষে জানান, ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির পুনরুদ্ধার করতে সরকার যেসব পদক্ষেপগুলি করেছিল তার ফল দিতে শুরু করেছে ৷ স রকার ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, "সরকারের অধীনস্ত ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেট 2018 সালের মার্চে ছিল 8.96 কোটি ৷ সেখান থেকে কমে 7.29 কোটিতে এসে দাড়ায় 2019 -এর সেপ্টেম্বরে ৷ হাল ফেরাতে সরকার যেসব উদ্যোগগুলি নিয়েছে তার ফলে বিগত সাত বছরে সবথেকে বেশি ঘাটতি মেটাতে পেরেছে ব্যাঙ্কগুলি ৷ লাভের মুখ দেখছে সরকারি ব্যাঙ্কগুলি ৷ "

মূল্যায়নকারী সংস্থা ICRA-র রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ঋণ বৃদ্ধির হার ছিল 13.3 শতাংশ । চলতি আর্থিক বছরে সেই বৃদ্ধির হার মাত্র 7 শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস । ICRA-র পূর্বাভাস যদি মিলে যায় তাহলে গত 58 বছরে এবারই প্রথম ভারতে ঋণ বৃদ্ধির হার এতটা কমবে । রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক ঋণ বৃদ্ধির তথ্য অনুযায়ী, এর আগে 1962 সালে ঋণ বৃদ্ধির হার ছিল 5.4 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ, যা গত ছয় বছরে সর্বনিম্ন । অন্যদিকে ঋণ বৃদ্ধির হার 6.5-7 শতাংশ, যা ছয় দশকে সর্বনিম্ন । রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বাজারে চাহিদার পরিমাণ কমেছে । ঋণ বৃদ্ধির হার কমে যাওয়া এর অন্যতম কারণ ।

New Delhi, Dec 28 (ANI): While speaking to ANI in the national capital on December 28, political strategist Prashant Kishor spoke on Union Minister for Housing and Urban Affairs (Independent Charge), Hardeep Singh Puri asking 'Who is Prashant Kishor?' Prashant said, "He is a senior minister and why will he know an ordinary man like me?" "In Delhi, lakhs of people like me from Uttar Pradesh-Bihar live and struggle, how will such a senior leader like Hardeep Singh Puri know so many people?," he added.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.