ETV Bharat / bharat

49 থেকে 74 শতাংশ, প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর - FDI in Defence Manufacturing Raised to 74 percent

প্রতিরক্ষা খাতে আগে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 49 শতাংশ । এবার তা বাড়িয়ে 74 শতাংশ করা হবে।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 6:17 PM IST

দিল্লি, 16 মে : প্রতিরক্ষা খাতে 49 শতাংশ থেকে বেড়ে 74 শতাংশ হবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ । 20 লাখ কোটির আর্থিক প্যাকেজে বিশ্লেষণের চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে আজ একথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন বলেন, " প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা হল । আগে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 49 শতাংশ । তা বাড়িয়ে 74 শতাংশ করা হবে। ইতিমধ্য়েই এবিষয়ে কাজ শুরু হয়েছে ।"

অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে যে অস্ত্রগুলি উৎপাদন সম্ভব । তা আর বিদেশ থেকে আমদানি করা হবে না । তিনি বলেন, "আমরা কিছু সামরিক ক্ষেত্র ও অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে একটি তালিকা তৈরি করব । এই ক্ষেত্রগুলিতে বিদেশ থেকে আমদানি বন্ধ করা হবে। এবার থেকে দেশেই তা উৎপাদন করা হবে । এর মাধ্যমে দেশীয় সংস্থাগুলি উৎসাহ পাবে । অস্ত্র উৎপাদন ক্ষেত্রে আমাদের আত্মনির্ভরতা বাড়বে । প্রতিবছর এই তালিকা আরও বাড়বে ও নতুন করে সংশোধিত হবে ।"

অর্থমন্ত্রী আরও বলেন, " দেশের সেনার জন্য অস্ত্র উৎপাদনকারী সংস্থা OFB অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পোরেটাইজ়েশন করা হবে । তবে এটি বেসরকারিকরণ নয়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের দায়বদ্ধতা, কাজের ক্ষেত্রে দক্ষতা ও গতি আনতেই এই কর্পোরেটাইজেশন করবে কেন্দ্রীয় সরকার।"

দিল্লি, 16 মে : প্রতিরক্ষা খাতে 49 শতাংশ থেকে বেড়ে 74 শতাংশ হবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ । 20 লাখ কোটির আর্থিক প্যাকেজে বিশ্লেষণের চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে আজ একথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন বলেন, " প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা হল । আগে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 49 শতাংশ । তা বাড়িয়ে 74 শতাংশ করা হবে। ইতিমধ্য়েই এবিষয়ে কাজ শুরু হয়েছে ।"

অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে যে অস্ত্রগুলি উৎপাদন সম্ভব । তা আর বিদেশ থেকে আমদানি করা হবে না । তিনি বলেন, "আমরা কিছু সামরিক ক্ষেত্র ও অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে একটি তালিকা তৈরি করব । এই ক্ষেত্রগুলিতে বিদেশ থেকে আমদানি বন্ধ করা হবে। এবার থেকে দেশেই তা উৎপাদন করা হবে । এর মাধ্যমে দেশীয় সংস্থাগুলি উৎসাহ পাবে । অস্ত্র উৎপাদন ক্ষেত্রে আমাদের আত্মনির্ভরতা বাড়বে । প্রতিবছর এই তালিকা আরও বাড়বে ও নতুন করে সংশোধিত হবে ।"

অর্থমন্ত্রী আরও বলেন, " দেশের সেনার জন্য অস্ত্র উৎপাদনকারী সংস্থা OFB অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পোরেটাইজ়েশন করা হবে । তবে এটি বেসরকারিকরণ নয়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের দায়বদ্ধতা, কাজের ক্ষেত্রে দক্ষতা ও গতি আনতেই এই কর্পোরেটাইজেশন করবে কেন্দ্রীয় সরকার।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.