ETV Bharat / bharat

টাকা উদ্ধারের ভিডিয়ো দেখিয়ে মোদির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের - arunachal pradesh

আজ দিল্লিতে কংগ্রেস মুখপাত্র রন্দীপ সিং সুর্যেওয়ালা দুটি ভিডিয়ো দেখিয়ে অভিযোগ আনেন যে, মাঝরাতে তল্লাশি চালিয়ে BJP নেতার গাড়ি থেকে ১ কোটি ৮০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

টাকা উদ্ধার
author img

By

Published : Apr 3, 2019, 11:04 PM IST

দিল্লি, ৩ এপ্রিল : অরুণাচল প্রদেশে BJP নেতার গাড়ি থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে। আজ দিল্লিতে কংগ্রেস মুখপাত্র রন্দীপ সিং সুর্যেওয়ালা দুটি ভিডিয়ো দেখিয়ে অভিযোগ আনেন যে, মাঝরাতে তল্লাশি চালিয়ে BJP নেতার গাড়ি থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হয় যে, BJP ওই টাকা ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করত।

সুর্যেওয়ালা বলেন, "মাঝরাতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী চওনা মে ও BJP রাজ্য সভাপতি টাপির গাওয়ের কনভয়ের থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এটি আদর্শ নির্বাচনবিধি বিরোধী। এটা দুর্নীতি।" তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "এই ঘটনায় কেন এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন চলছে? হার নিশ্চিত জেনে টাকা দিয়ে নির্বাচন জিততে চাইছে BJP।"

প্রসঙ্গত আজ অরুণাচল প্রদেশের পাশিঘাটে নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেই প্রসঙ্গ টেনে এনে সুর্যেওয়ালা প্রশ্ন তোলেন, "মোদির ব়্যালির জন্যেই কি ওই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল? এত টাকা কোথা থেকে এল?" পাশাপাশি এই ঘটনায় নরেন্দ্র মোদির নামে FIR ফাইল হওয়া উচিৎ বলে দাবি করেন সুর্যেওয়ালা।

দিল্লি, ৩ এপ্রিল : অরুণাচল প্রদেশে BJP নেতার গাড়ি থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে। আজ দিল্লিতে কংগ্রেস মুখপাত্র রন্দীপ সিং সুর্যেওয়ালা দুটি ভিডিয়ো দেখিয়ে অভিযোগ আনেন যে, মাঝরাতে তল্লাশি চালিয়ে BJP নেতার গাড়ি থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হয় যে, BJP ওই টাকা ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করত।

সুর্যেওয়ালা বলেন, "মাঝরাতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী চওনা মে ও BJP রাজ্য সভাপতি টাপির গাওয়ের কনভয়ের থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এটি আদর্শ নির্বাচনবিধি বিরোধী। এটা দুর্নীতি।" তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "এই ঘটনায় কেন এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন চলছে? হার নিশ্চিত জেনে টাকা দিয়ে নির্বাচন জিততে চাইছে BJP।"

প্রসঙ্গত আজ অরুণাচল প্রদেশের পাশিঘাটে নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেই প্রসঙ্গ টেনে এনে সুর্যেওয়ালা প্রশ্ন তোলেন, "মোদির ব়্যালির জন্যেই কি ওই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল? এত টাকা কোথা থেকে এল?" পাশাপাশি এই ঘটনায় নরেন্দ্র মোদির নামে FIR ফাইল হওয়া উচিৎ বলে দাবি করেন সুর্যেওয়ালা।


Amritsar (Punjab), April 03: A plantation drive has been carried out at the holiest shrine of Sikhism, the Golden temple to maintain greenery in the area and keep a check on pollution. Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC), the apex body of the Sikh shrine, planted flower pots and plants on the terrace of buildings in the shrine complex. A vertical garden with around 35,000 plants in the complex was also setup to make the environment cleaner and prevent pollutants from causing any harm to the shrine. Devotees visiting the holy shrine were pleased to see the greenery and they appreciated the environment friendly steps taken by the authorities to add to the beauty of the place. The Golden temple attracts millions of devotees and tourists every year however, the increasing level of air pollution had become a threat to the gold plated temple and thus, this step has been taken to tackle the growing menace.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.