ETV Bharat / bharat

পুলওয়ামা জঙ্গি নিকেশের নেপথ্যে বাঙালি মেজর জেনেরাল - পুলওয়ামা

পুলওয়ামায় জঙ্গি অভিযানের নেপথ্য়ে ছিলেন সেনার এক বাঙালি মেজর জেনেরাল। তাঁর নাম অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর তত্ত্বাবধানেই চলে এই সেনা অভিযান ৷

major general anindya sengupta
মেজর জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত
author img

By

Published : Nov 26, 2019, 8:00 PM IST

পুলওয়ামা, 26 নভেম্বর : পুলওয়ামায় মঙ্গলবার সকালে নিকেশ হল আরও এক জঙ্গি ৷ এই নিয়ে গত 24 ঘণ্টায় দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা ৷ পুলওয়ামার পাচার রাজপোরা এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় এই দুই জঙ্গি ৷ অভিযানের নেপথ্য়ে ছিলেন সেনার এক বাঙালি মেজর জেনেরাল। তাঁর নাম অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর তত্ত্বাবধানেই চলে এই সেনা অভিযান ৷ গোপন সূত্রে পুলওয়ামার সোপিয়ানে জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে অভিযানে নামে সেনা ৷ গত সন্ধ্য়ায় 6 টা নাগাদ অভিযানে নেমে এক জঙ্গিকে নিকেশ করে সেনা ৷ রাতভর অভিযান শেষে আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷

অনিন্দ্য সেনগুপ্ত আজ বলেন, " জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে আমরা গতকাল সন্ধ্যা 6 টা নাগাদ পুলওয়ামার সোপিয়ানে অভিযান চালাই ৷ গতকালই এক জঙ্গিকে নিকেশ করা হয়েছিল ৷ আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷ অভিযানে সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি ৷"

দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে নিরাপত্তরক্ষীরা ৷ তাদের পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি ৷ এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার জন্য আবেদন করা হয়েছে সেনার তরফে ৷

পুলওয়ামা, 26 নভেম্বর : পুলওয়ামায় মঙ্গলবার সকালে নিকেশ হল আরও এক জঙ্গি ৷ এই নিয়ে গত 24 ঘণ্টায় দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা ৷ পুলওয়ামার পাচার রাজপোরা এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় এই দুই জঙ্গি ৷ অভিযানের নেপথ্য়ে ছিলেন সেনার এক বাঙালি মেজর জেনেরাল। তাঁর নাম অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর তত্ত্বাবধানেই চলে এই সেনা অভিযান ৷ গোপন সূত্রে পুলওয়ামার সোপিয়ানে জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে অভিযানে নামে সেনা ৷ গত সন্ধ্য়ায় 6 টা নাগাদ অভিযানে নেমে এক জঙ্গিকে নিকেশ করে সেনা ৷ রাতভর অভিযান শেষে আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷

অনিন্দ্য সেনগুপ্ত আজ বলেন, " জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে আমরা গতকাল সন্ধ্যা 6 টা নাগাদ পুলওয়ামার সোপিয়ানে অভিযান চালাই ৷ গতকালই এক জঙ্গিকে নিকেশ করা হয়েছিল ৷ আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷ অভিযানে সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি ৷"

দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে নিরাপত্তরক্ষীরা ৷ তাদের পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি ৷ এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার জন্য আবেদন করা হয়েছে সেনার তরফে ৷

Mumbai, Nov 26 (ANI): Amid the twists and turns on an ongoing Maharashtra tussle, Deputy Chief Minister Ajit Pawar has reportedly resigned. This development has come just a day before the floor test ordered by the Supreme Court. Recently, Ajit Pawar stunned the NCP by engineering an alliance and a midnight coup with the BJP after which Devendra Fadnavis was sworn in as Chief Minister and Ajit Pawar as his deputy. The setback to the BJP as the party was confident of winning the floor test on November 27. The news was confirmed by Shiv Sena's Sanjay Raut.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.